ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের আন্দোলনের চাপে অ্যান্টি-পাইরেসি বিল Stop Online Piracy Act (SOPA) এবং Protect IP Act (PIPA) নিয়ে আমেরিকার নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবতে শুরু করেছেন। অনেক কংগ্রেস সদস্য যারা এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন এখন তাদের সুর বদলে ফেলেছেন।
গতকাল উইকিপিডিয়া সহ বিশ্বের ৭৫,০০০ ওয়েবসাইট এই আন্দোলনে অংশ নেয়। তারা সবাই মিলে ইন্টারনেট ব্ল্যাক-আউটে অংশ নেয়। উইকিপিডিয়ার ভাষ্য মতে সমগ্র বিশ্বের ১৬২ মিলিয়ন লোক তাদের ব্ল্যাক-আউট পেজ দেখেন এবং ৮ মিলিয়ন আমেরিকান ভিজিটর কংগ্রেসের প্রতিনিধিদের খোঁজ করেন। একই সাথে ১২০০০ লোক উইকিপিডিয়া ফাউণ্ডেশনের ব্লগ পোস্টে মন্তব্য করে।
অন্যদিকে লস এঞ্জেলস টাইমস এর ভাষ্যমতে ৪.৫ মিলিয়ন লোক গুগলের SOPA এবং PIPA বিরোধী পিটিশনে স্বাক্ষর করে। একই সাথে SopaStrike.com এবং AmericanCensorship.org থেকে ৩,৫০,০০০ ই-মেইল কংগ্রেস প্রতিনিধিদের কাছে প্রেরণ করা হয়।
রিপাবলিকান সেনেটর রয় ব্রান্ট, লি টেরি, সহ বেশ কয়েকজন কংগ্রেস প্রতিনিধি যারা SOPA এবং PIPA কে সমর্থন করেছিলেন তারা তাদের মত বদলে ফেলেন।
তথ্যসূত্রঃ tech.priyo.com, cnn.com
আমার ছোট একটা প্রচেষ্টা : এখানে
আমার আগের টিউন জানতে : এখানে
আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Love Technology
এই খবর অনেকটা পুরুনো হয়ে গেছে। এর পরে PIPA এর জন্য ভোটের তারিখ পিছিয়ে ফেব্রুয়ারীতে নেয়া হয়। তারপর এর প্রধান স্পন্সর বিলদুটি ফিরিয়ে নেন। এবং SOPA এবং PIPA স্থায়ী ভাবে স্থগীত করা হয়। এখন তারা এগুলোর বিকল্প নিয়ে চিন্তা করছে। সোপার থাবায় আহত মেগাআপলোড একটা আইপি নিয়ে ফিরে আসে।