মাছের মতোই স্বভাব রোবটগুলোর। জাপানের গাড়ির ফার্ম নিশান তৈরি করেছে ইপোরো নামের এই রোবট।
নির্মাতারা বলছেন, এই রোবট তৈরির পদ্ধতি গাড়িতে ব্যবহার করে গাড়ি দূর্ঘটনা রোধ সম্ভব। এর আগে গত বছর বিআর২৩সি নামের রোবট তৈরি করেছিল কোম্পানিটি।মৌমাছির আদলে তৈরি ঐ রোবটগুলোও দূর্ঘটনা রোধে তৈরি হয়েছিল। ওগুলো একা চলত। তবে এবারের তৈরি ইপোরো মাছের মতো দল বেঁধে চলবে।
প্রতিটি দলে কমপক্ষে থাকবে ৭ টি ইপোরো। নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। রাস্তায় চলার সময় বিভিন্ন বাঁধা মাপ-ঝোঁক করবে। আর এভাবেই নিজেদের মধ্যে সংঘর্ষে না জড়িয়ে অনেকটা পথ পাড়ি দিতে পারবে। তাই গাড়ির সংঘর্ষ এড়াতেও এ পদ্ধতি ব্যবহারের কথা ভাবছে বিজ্ঞানীরা।
সংগ্রহ - আমাদের সময়
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
Dear Moin vai, Thanks a lot for the share. Could you please provide some attractive write regards E-commerce.Waiting
for that ……………….