ভারতের সিকিম অঞ্চলে যার কেন্দ্র ছিলো সেই ভূমিকম্পের দোলা আমাদের দুলিয়ে দিয়ে গেছে। আর সেই দুলুনির তালে তালে মনটা গাছের ডালে উড়ে না গেলেও প্রানটা ভয়ের চোটে একেবারে গলার কাছে চলে এসেছিল।ভাগ্য ভালো,ভূমিকম্পের সময়টা আর বেশি দীর্ঘায়িত হয়নি। হলে হয়তো সাধের বাড়িঘর মাথায় ভেঙ্গে পড়ার আগেই হার্ট অ্যাটাকে ভবলীলা সাঙ্গ হয়ে যেত।তবে এই ভুমিকম্পে একটা জিনিস বিশেষ ভাবে লক্ষ্য করা গেছে। পায়ের নিচের মাটির কাঁপন শুরু হওয়ার সাথে সাথে সবাই ছুটে রাস্তায় নেমে এসেছিল। এটা খুব-ই হতাশা ব্যঞ্জক। মানুষের আর দোষ কী বলুন! জানা না থাকলে তো ভুল হবেই। আর তাই পরবর্তী সময়ে যেন এই ভুল না হয় সে জন্য কিছু টিপস।
ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে
(ভাই/বোন/চাচা/চাচী/মামা/মামী এটা সম্পুর্ণ রুপে রম্য রচনা।এ ই নিয়ম ফলো করে কারও কোন ক্ষতি হলে লেখক ছাড়া দুনিয়ার আর সবাই দায়ী থাকবে। khikz 😀 )
প্রযুক্তিকে নিয়ে একটু মজা করলাম। মাইন্ড কইরেন না। পরের বার হেব্বি সিরিয়াস পোস্ট দিবানে।
আমি Fire Stone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মজা পাইলাম । তবে হেব্বি সিরিয়াস পোস্টের আশায় রইলাম ।