পোষ্টের উৎস: Funny Computer Tips
অনেকেরই জানা থাকতে পারে টিপসগুলি । যাদের জানা নাই তাদের জন্যই আমার এই টিপস । টিপস গুলি আমার কাছে বেশ মজার লেগেছে। আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারেন আপনি।
আপনি কি কখনো চেষ্টা করেছেন CON নামের কোন ফোল্ডার তৌরী করতে আপনার কম্পিউটারে ? করে দেখতে পারেন। কি পেরেছেন? আসলে con নামের কোন ফোল্ডারই বানানো যায় না। মজার ব্যাপার হলো মাইক্রোসফট নিজেও জানে না কেন এমন হয়।
তো বন্ধুদের তাক লাগান!
আরেকটি টিপস:
এই টিপসটা ও নেয়া হয়েছে এখান থেকে।
Exclusive PC Tips
মাইক্রোসফট ওয়ার্ড খুলুন এবং টাইপ করুন =rand (200, 99) এবং ম্যাজিক দেখুন।
এরকম আরো টিপস পেতে এখান থেকে PC Optimization Tips ঘুড়ে আসতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
আমার মন হয় সবাই জানে