প্রথম আলোর টেকি সমস্যা ও সমাধান!!

আজ কোনো টেকি টিউন নয়, টেক হিউমার ধরণের একটি টিউন করবো।

প্রতি শুক্রবার প্রথম আলোর প্রযুক্তিপাতাটি বেশ আনন্দ নিয়ে পড়ি। বিশেষ করে তাদের সমস্যা সমাধান কেন্দ্রিক বিভাগটি চরম বিনোদন মূলক মনে হয়, পড়ে অনেক্ষণ হাসি । যেমন আজকের পত্রিকায় দেখুন-

  • প্রশ্নঃ আমি নকিয়া এন70 মডেলের মোবাইল ব্যবহার করি। আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সময় কোন বাংলা লেখা খুললে তা পড়া যায় না। আমি অপেরা মিনি ব্যবহার করি। কিভাবে সমাধান পাব?
  • জবাবঃ এন70 মডেলের সেটে অপেরা মিনি ব্যবহার করলে বাংলা দেখা যাবেনা। (!!!) আপনি অপেরা মোবাইল 10 ব্যাউজার ব্যবহার করে দেখতে পারেন। (?????)
  • প্রশ্নঃ আমি 5250 মোবাইল ফোনের পাসওয়ার্ড  ভুলে গেছি। তাই ফোন লক করতে বা ফরম্যাট করতে পারছিনা। উপায় কি?
  • জবাবঃ আপনি বার বার চেষ্ঠা করছেন বলে ফরম্যাট নিচ্ছে না! (!!??!!) আপনি নকিয়া সার্ভিস সেন্টারে গিয়ে দেখতে পারেন। icon biggrin টেকি সমস্যা ও সমাধান!!

"জবাব দিয়েছেন জনৈক গাধা, সায়েম প্লাস টেলিকম!"


যারা প্রশ্ন পাঠান আর যারা জবাব দেন, তারা এই ধারাবাহিকতায় চললে কিছুদিন পরে এমন প্রশ্নউত্তর আসলেও অবাক হব না-

প্রশ্ন-১:

আমার মামা বিদেশ থেকে একটি আইপ্যাড পাঠিয়েছে, কিন্তু আইপ্যাডের সাথে কোন কিবোর্ড মাউস না থাকায় ব্যবহার করতে পারছিনা, আমি কি করতে পারি?

প্রথম আলোর বিশেষজ্ঞঃ

আপনি দ্রুত ভালো ব্রান্ডের একটি কিবোর্ড ও মাউস কিনে নিন, সাথে ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। আশা করি সমাধান পাবেন 😀

প্রশ্ন-২:

আমি একটি নতুন নকিয়া এন-95 মোবাইল কিনেছি, এটা দিয়ে ভালো মুভি দেখা যায় ও গান শোনা যায়, আমার প্রশ্ন এটা দিয়ে কি কল করা যায়?

প্রথম আলোর বিশেষজ্ঞঃ

আপনার নকিয়া এন-95 মোবাইল দিয়ে কল করা যায় কিনা তা জানতে দ্রুত নকিয়া কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। 😀

প্রশ্ন-3:

আমার বন্ধুরা মোবাইলে ভিডিও করতে পারে ও ছবি তুলতে পারে।  কিন্তু আমার নকিয়া-১১00 মোবাইলে ছবি তুলতে পারিনা কেন?

প্রথম আলোর বিশেষজ্ঞঃ

ভাইরাসের কারণে সমস্যা হতে পারে। আপনি দ্রুত আপনার নকিয়া-1100 মোবাইলে ভালো মানের এন্টিভাইরাস ইন্সটল করুন, তারপরেও সমাধান না পেলে কোন বিশেষজ্ঞকে দেখান। 😀

প্রশ্ন-৪:

আমি একটি ফেইসবুক একাউন্ট খুলতে চাচ্ছি কিন্তু বার বার ইরর দেখাচ্ছে, কি করতে পারি?

প্রথম আলোর বিশেষজ্ঞঃ

আপনার মাদারবোর্ড, প্রসেসর, কেসিংমাউস, কিবোর্ড কোন মডেলের তা জানালে ভালো হত!

সম্ভবত আপনার র‌্যাম নষ্ট হয়ে গেছে। একটি নতুন র‌্যাম লাগালে আশা করি সমাধান পাবেন। icon biggrin টেকি সমস্যা ও সমাধান!!

প্রশ্ন-৫:

আমি বিদেশ থেকে একটি সিপিইউ এনেছি কিন্তু মনিটর কিনিনি, আমি কিভাবে টাইটানিক মুভিটি দেখতে পারি?

প্রথম আলোর বিশেষজ্ঞঃ

আপনি ভিএলসি প্লেয়ার ব্যবহার করে দেখতে পারেন। সমাধান না হলে একটি গ্রাফিক্স কার্ড কিনুন, সাথে ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন, ভাইরাসের কারণেও সমস্যাটি হতে পারে।

icon razz টেকি সমস্যা ও সমাধান!! icon razz টেকি সমস্যা ও সমাধান!! icon razz টেকি সমস্যা ও সমাধান!!

(আজকাল গাধারাও বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে প্রথম আলো না দেখলে জানা যেত না)
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

chorom vai!

ভাই পড়ে অনেক মজা পাইলাম 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

    টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে sms এর মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন ………………
    কারন জানতে নিচে দেখুন
    প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
    https://www.techtunes.io/news/tune-id/80694/

    হা হা.. অসংখ্য ধন্যবাদ, কমেন্টের জন্য 😀

Level 0

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা!!!!!!!!!!!!!!!!!!! চরম হইসে। আপনার সাথে একমত

লল

Level 0

হা হা হা। চরম হাসি পাইল। হা হা হা।

    হাসতেই থাকুন! কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 😀

Level 0

হাপেগা । বেফক বিনুদন পাইলাম

চরম মজা

হাসতে হাসতে মইরা গেলাম :D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

অনেকে মজার 😀

ভাই আসলেই মজা।

Level 0

hahahahahaaaaa……..aki!!!!!!!

হা হা…চরম হইছে, আমি অনেকদিন আগে থেকেই পড়ি আর হাসি…:-)

হুম, এই জিনিসগুলার ডরেই এই সমস্যা সমাধান আর দেখিই না। এত গরু এগুলায়। কিচ্ছু হইলেই – "আপনি একটি ভাল মানের লাইসেন্সড সফটওয়্যার ব্যবহার করুন। "

Level 0

হা হা হা হা হা হা খুবই মজা পাইলাম ভাই…

এই পোস্টে কমেন্ট করতে যেয়ে টেকটিউনস কয়েকদিনের জন্য বন্ধ ছিল। আজ কমেন্ট দিলাম। গরুগুলার কমেন্ট দেখে মেজাজ গরম হয়, সামনে পাইলে মনে অয় …

চরম………..ভাই,আপনার গালে একটা চুমা দেই………..

Level 0

joyil hoyce. onek valo laglo. Amar barite apnake daoat roylo.

Level 2

হা ঃ হাঃ হা ঃ

মজা পাইলাম 🙂