সম্প্রতি গুগল চালু করেছে বাংলা অনুবাদ সেবা। এর সাহায্যে ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা যাবে। অবশ্য বর্তমানে গুগলের এই সেবাটির ‘আলফা’ বা প্রাথমিক পরীক্ষামূলক সংস্করণ চলছে। এর বাংলা শব্দভাণ্ডার এখনও যথেষ্ট সমৃদ্ধ হয়নি এবং ভাষাগত উন্নয়নও পুরোপুরি শেষ হয়নি। এ কারণে এর অনুবাদের মান এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। বরং অনেক ক্ষেত্রেই এটি অশুদ্ধ এবং এমনকি বিপরীত অর্থবিশিষ্ট অনুবাদ করছে। অনুবাদের সময় বাক্য গঠনেও সমস্যা থাকছে। তবে যে কেউ চাইলে এই সেবাটির মানোন্নয়নে সম্পৃক্ত হতে পারেন। এ ব্যাপারে আগ্রহীদের জন্য বাংলায় চমৎকার একটি সচিত্র নির্দেশনা রয়েছে এই লিংকে।
তবে অন্তত একটি ক্ষেত্রে গুগলের এই অনুবাদ সেবাটি এখনই বেশ কাজে আসবে। তা হচ্ছে বাংলা সিনেমার ইংরেজি নামকরণে। এফডিসির প্রযোজক-পরিচালকগণ যদি বাংলা সিনেমার নাম ‘ভালবাসা দিবি কিনা বল’ রাখতে পারেন এবং এর ইংরেজি নামকরণ ‘Love me or kill me’ করতে পারেন, তাহলে এরকম ‘চমৎকার’ ইংরেজি নামকরণের ক্ষেত্রে গুগল নিঃসন্দেহে তাদের ব্যাপক কাজে আসবে।
নিচে বেশ কয়েকটি বাংলা ছবির ইংরেজি নাম দেওয়া হল, যার পুরো কৃতিত্বই গুগল মামার:
বাবা কেন চাকর > Why I serve
স্বামী কেন আসামী > Why convict husband
বাপ বেটার লড়াই > Father son fight
পিতা মাতার আমানত > Father's deposit
হৃদয় ভাঙা ঢেউ > Heart broken wave
পিতার আসন > Father's seat
মনের জ্বালা > The flame
বধূ তুমি কার > The bride who
সত্যের মৃত্যু নেই > There is no truth to the death
মন যেখানে হৃদয় সেখানে > Mind and heart, where there
হায় প্রেম হায় ভালবাসা > Oh my love, Oh my love
জান আমার জান > I know you know
কাল নাগিনীর প্রেম > I love Nagini
ভালোবাসার শেষ নাই > I love the end
এ জীবন তোমার আমার > This is my life
আমার প্রাণের স্বামী > My husband's life
আমার অন্তরে তুমি > You have my heart
কসম বাংলার মাটি > Pass the soil of Bengal
টিপ টিপ বৃষ্টি > Rain tip tip
কঠিন বাস্তব > Real hard
তবে কয়েকটি বাংলা ছবির গুগল মামার দেওয়া ইংরেজি নাম কিন্তু সত্যিই বেশ ভাল:
কাজের মেয়ে > Working girl
সত্যের বিজয় > Victory of truth
বেদের মেয়ে জোছনা > Gypsy girl Jochana
অনন্ত ভালবাসা > Eternal love
বাংলার বউ > Daughter-in-law of Bengal
আমার স্বপ্ন আমার সংসার > I dream of my family
প্রেম কয়েদী > Prisoner of love
চিরদিন আমি তোমার > Forever I do
এক বুক জ্বালা > A burning heart
প্রেম মানে বাঁধা > Love is complicated
পাষাণের প্রেম > Stone love
হঠাৎ বৃষ্টি > Sudden rain
শ্রাবণ মেঘের দিন > Not all clouds
আমার স্বপ্ন তুমি > I dream of you
-------------------------------------------------------------------------
আমি নেটপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নেটপোকা বলছি...
হে হে হে হে … 😛 চরম