পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবির অ্যালগরিদম।

ছোট বেলা থেকে যে কয়টা বাংলা ছায়াছবি দেখলাম তাদের মাঝে যে কাহিনী দেখলাম, তাতে একটা অ্যালগরিদম দাঁড় না করিয়ে পারলাম না। অনেক গবেষনালব্ধ এই অ্যালগরিদম এর সম্পূর্ন কপিরাইট সকল বাংলা ছায়াছবি প্রেমিক দের। আশা করি কাজে লাগবে।

ছায়াছবি [ নায়ক, নায়িকা, ভিলেন, সাইড নায়ক, সাইড নায়িকা,অন্যান্য]

  • ধাপ ১ : সেট নায়ক নায়িকার বয়স < ১০ বছর।
  • ধাপ ২ : সেট নায়ক ।। নায়িকার সুখি পরিবার।,যার পরিবার সুখি তারা দুই ভাই অথবা বোন নায়ক অথবা নায়িকা।
  • ধাপ ৩ : সুখি পরিবারের সম্মিলিত সঙ্গীত।
  • ধাপ ৪ : সঙ্গীত শেষে হারিয়ে যাবে একজন && সেই হবে মেইন নায়ক && প্রথম অবস্থায় সে থাকবে ভিলেনের আন্ডারের টপ গুন্ডা && তার ভাই পলিশ অফিসার।
  • ধাপ ৫ : নায়িকা যদি হারিয়ে যায় তবে তাকে খুজে পাবে কোন নিঃসন্তান দম্পতি && তার বোন হবে একটু উশৃঙ্খল।
  • ধাপ ৬ : যদি না হারায় তবে তবে নায়িকার বাবা ভিলেন।
  • ধাপ ৭ : নায়কের বাবাকে পূর্বশত্রুতার জের ধরে ভিলেন খুন করবে। কিন্তু নায়ক তা জানতে পারবে না।
  • ধাপ ৮ :নায়ক নায়িকারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হবে && যদি ধাপ ৬ কার্যকর না হয় তবে ভিলেনের লম্পট ছেলে মেইন নায়িকার দিকে হাত বাড়াবে && নায়িকাকে শারিরীক ভাবে উত্যক্ত করতে চাইবে ।
  • ধাপ ৯ :ভিলেনের পুত্রকে নায়ক মারধর করবে && ভিলেন ক্ষেপে যাবে && নায়িকা অথবা নায়কের মা নয়ক কে মাথা ছুয়ে কসম করাবে আর যাতে মারামারি না করে।
  • ধাপ ১০ : কিছুটা ভালো হবার পরে নায়ক কসম রাখতে শুধুই ভিলেন গ্রুপ এর মার খাবে।
  • ধাপ ১১ : নায়ক যেকোন উপায়ে জানবে তার বাবার খুনি কে?&& প্রতিশোধের আগুন জ্বলে উঠবে তার বুকে && বাবার কবরের মাটি ছুয়ে আবার কসম কাটবে && পুলিশ ভাই তাকে আইনের আশ্রয় নিতে বলবে।
  • ধাপ ১২ : নায়ক আইনের আশ্রয় নেবার আগেই ভিলেন নায়কের মা কে তুলে নিয়ে যাবে && ধাপ ৬ সত্য না হলে নায়িকাও ধৃত হবে && হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুজে পাওয়া যাবে
  • ধাপ ১৩ : নায়ক তখন বাংলা ছায়াছবির সমস্ত রুলস মেনেই মারামারি করে ভিলেন কে আধমরা করবে && যখন ভিলেন কে আধমরা করবে তখন সাইড নায়ক পুলিশ নিয়ে হাজির হবে && পুলিশ রা ধরার আগেই নায়ক ভিলেন কে খুন করবে&&পুলিশ তাকে আই এম সরি বলে ধরে নিয়ে যাবে।
  • ধাপ ১৪ :আদালতে নায়কের ৫ বছরের সশ্রম কারাদন্ড দিবে।
  • ধাপ ১৫ :নায়ক ৫ সেকেন্ডে বেরিয়ে আসবে && সবাই গোল হয়ে দাড়াবে && নায়ক নায়িকাদের হাতে হাত মিলিয়ে দেয়া হবে।
  • ধাপ ১৬ : শেষ।

Level 0

আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একে বারে হাছা কইছেন ভাই

hehehe.. xotilz

Level 0

ভাই এত দিন শুধু C,C++,VB প্রোগ্রামের জন্য Algorithm Solve করেছি।
খুবই ভাল লাগল।

just চরম 😀

Level 0

দীনার ভাই, আপনে কি বুঝাতে চাচ্ছেন ?????? যদি ফ্যান হয় তবে ঠিক আছে ধন্যবাদ ।।।

    এটা সিরিয়াস ভাবে নেয়ার মত কোন কম্পাইলার নাই। জাস্ট ফান……

প্রিয় তে নিলাম। অসাধারন পোস্ট হইছে। চালিয়ে যান BROTHER ……………………….

Level 0

ভাই কিছু মনে কইরেন না,আপনের tune টা চরম ফালতু হইসে………………

    ভাই আপনি কি এইটার সত্যি কোডিং করতে গেসিলেন ? এটা তো ফান করে লেখা। যাই হোক, আপনার সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, মজা করার জন্য লেখা এলগরিদম টা মজা হিসেবেই নিন।

ভাই এইবার কোডিং টা সেরে ফেলেন। ভালই লাগলো। মাঝে মাঝে এরকম ফানের প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে।

হা হা হা, কি কমু আর হাসির কথা

ধাপ ১৩ তে পুলিশের বাণী "আইন নিজের হাতে তুলে নেবেন না" হলে বোধহয় ভালো হতো 🙂

Level 0

পুরা কঠিন অ্যালগরিদম…। বড়ই মজা পাইলাম

Level 0

ভাই আপনি বাংলা ছবির কাহেনি লিখেছেন কিন্তু আমি কোন বাংলা ছবিতে কাহেনি (স্টোরি) খুঁজে পাইনি ।

    ছায়াছবি বানাতে এই এলগরিদম এর বাইরেও কিছু লাগবে। কমন ফেলতে হবে না?

আরে সুন্দর একটা এলগরিদম দাড় করিয়ছেন। ভালো লাগল।

Level 0

ভাই এটা আনেকটা রাদারফোরডের পরোমানু মডেল। এফ, ডি, সি টে দাখিল করেননা ক্যান?

    ভাই আমার ইচ্ছা আছে কাজী মারুফ খ্যাত একজন বিশিস্ট অভিনেতাকে নিয়ে ছিঃনেমা বানানোর। আপনি সাথে থাইকেন

    Level 0

    ঠিক ঠিক, গোফ না থাকলে নাকি নায়কই হয়না। আমি আছি আপনার সাথে।

bangla chobi manei birokti

বিরাট ভুল >>>

>>> Side নায়ক/নায়িকা যেকোন ভাবে আসল নায়ক/নায়িকাকে বাঁচাতে গিয়ে মারা যাবে… (আজ পর্যন্ত বাঁচতে দেখিনি…)

    জি ভাই প্রায় ই মরে। তবে আমরা এই এলগরিদম টাকে এডিটেবল করে দিলাম। প্রয়জনের খাতিরে আমরা এটা করতেই পারি।

Level 2

muja pailam ho ho…

ভাই নায়কের একটা জনপ্রিয় এবং বাংলা সিনেমার কমন Dialogue লিখতে ভুলে গেছেন আর সেটা হল ***** এই চৌধুরী মনে করে দেখ আজ থেকে ২০ বছর আগে অমুক নামের এক জনকে তুই খুন করেছিলে তার পর থেকে প্রতিশোধে আগুন বুকে নিয়ে তোকে খোঝছি সেই অমুক মিয়া ছিলেন আমার বাবা****** ওই ডিসুম্মম্মম্মম্মম্মম্মম

    এলগরিদম এর ভিতর এত কিছু দিলে!!!!!!!????—–ধন্যবাদ

Level 0

awsam likhsis……… shottei mojar.

Level 0

sotti vai asadaron!!!!!!!!!!!!!!

Level 0

ওরে …………………… কমেন্ট করার ভাশা নাই। কটিন মাল

নায়কের পার্টটা আপনারে দিলাম ।

    বাকী থাকল দুইটা মেইন ক্যারেকটার নাইকা আর ভিলেন। আপনি যে কোন টা নিতে পারেন। ফান করলাম ভাই সাজিদ R

Level 0

chorom fantastis ……..carry on

Level 0

khubbbbbbbe moja peachhi bro kintu jekhane dhore nie jawoa hobe nayikake okhane shobaike bedhe rekhe nayika r je ekta nach shoho gaan achhe, etao algorithm e add kore diten bro,lol

আপনাকে " লিজেন্ড ডিরেক্টর অব বাংলা মুভি " ক্যাটাগরিতে " লস্কর " পুরস্কার দেওয়া হল। তোফা কাবুল কিজিয়ে!