সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের ভালো ভাবে ঘুমানোর কিছু টিপস দেব।
সকলে চায় সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম হউক। আর অনেকে ঘুমের জন্য কতনা যুদ্ধ করেন। শেষ পর্যন্ত অনেককে ঘুমের ওষুধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ভালো ঘুমের জন্য যা জানা দরকারঃ
১) নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে শরীরে অবসাদ না পেয়ে বসে।
২) সন্ধ্যা ৭টার পর কফি বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে বিরত থাকুন।
৩) ঘুমাতে যাবার অন্তত ১ ঘন্টা পূর্ব থেকে কোন চিন্তার কাজ করবেন না। টোটাল রিল্যাক্সড মুড়ে থাকতে হবে।
৪) ঘুমানোর ঘরটি হতে হবে একেবারেই কোলাহলমুক্ত।
৫) ঘুমানোর সময় সবধরণের বাতি নিভিয়ে দিন।
৬) যদি ঘুম আসতে বিলম্ব হয় তবে খানিকটা লম্বা শ্বাস নিন।
৭) সম্ভব হলে ১ গ্লাস হালকা গরম দুধ পান করুন।
৮) রাতে গোসলের পর অয়েল ম্যাসাজ নিতে চেষ্টা করুন।
৯) গান সুনার অভ্যাস থাকলে হাল্কা গান ছেরে ঘুমাতে পারেন।
১০) আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তাহলে, ঘুমাবার অন্তত ২-৩ ঘণ্টা আগে সিগারেট খাবেন না।
১১) এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদের আসিফ পাগলা সাব্বির।
আর হ্যাঁ আমার এই টিপস কাজে লাগলে আমাকে কমেন্ট না করে ঘুমাবেন না খবরদার, তা হলে..............................।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
😀