সংখ্যা জিনিসটাই রহস্যময়। আমাদের চারপাশে যা কিছু আছে, তাতে সংখ্যার ছড়াছড়ি। এই সংখ্যা নিয়ে রয়েছে নানা রকম খেলা আর ধাঁধা। আসুন ছোট্ট কিছু খেলা/ধাঁধার সাথে পরিচিত হই।
আপনাকে যা করতে হবে তা হল ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটি সংখ্যা মাত্র ৩ বার ব্যবহার করে ফলাফল ৬ বানাতে হবে। অর্থাৎ,
1 ? 1? 1 = 6
প্রশ্নবোধক চিহ্নের জায়গায় (+, -, x, ÷, ইত্যাদি) বসাতে হবে। আসুন শুরু করি, সহজ দিয়ে শুরুঃ
2+2+2 = 6
দেখলেন কেমন সহজ। এবার বাকিগুলো চেষ্টা করুনঃ
1 ? 1? 1 = 6
3 ? 3? 3 = 6
4 ? 4? 4 = 6
5 ? 5? 5 = 6
6 ? 6? 6 = 6
7 ? 7? 7 = 6
8 ? 8? 8 = 6
9 ? 9? 9 = 6
ভয় পাবার কিছু নেই, বেশি কষ্ট হলে টিউনের নীচে উত্তর দেখে নিন
এটা মনে হয় কম-বেশি সবার জানাঃ
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
142857 এমনই একটা সংখ্যা যাকে আপনি ১ থেকে ৬ যা দিয়েই গুন করুন না কেন, এর অংকগুলো একই থাকে, শুধু জায়গা পরিবর্তন করে। যেমনঃ
142857 x 1 = 142857
142857 x 2 = 285714
142857 x 3 = 428571
142857 x 4 = 571428
142857 x 4 = 714285
142857 x 6 = 857142
৩ অংকের এমন একটি সংখ্যা নিন যার প্রথম অংকটির সাথে তৃতীয় অংকের পার্থক্য ১ থেকে বেশি। যেমন ৫২৭, ৩৪৬, ৮৯২ ইত্যাদি। মনে করলাম আমারটা ৩৩৫।
এবার এই সংখ্যাকে উল্টে দিন। [৫৩৩]
বড় সংখ্যা থেকে ছোটটি বাদ দিন। [৫৩৩ - ৩৩৫ = ১৯৮]
প্রাপ্ত ফলের সাথে তার উল্টো রূপটি যোগ করুন। [১৯৮+৮৯১ = ১০৮৯]
আপনি যে সংখ্যাই নিবেন এই চূড়ান্ত ফল কখনো ১০৮৯ ছাড়া অন্য কিছু হবে না।
37037 এমনি একটি সংখ্যা যাকে প্রথমে ১ থেকে ৯ এর মধ্যে যে কোন সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত ফলকে ৩ দিয়ে গুন করলে চূড়ান্ত ফলের ডিজিটগুলো সব একই হয়।
যেমনঃ
[37037 x 4 = 148148]..... [148148 x 3 = 444444]
[37037 x 5 = 185185]..... [185185 x 3 = 555555]
মজার ব্যাপার না!
আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম - 111111111 কে 111111111 দিয়ে গুন করলে কি হয় জানেন তো। তাও বলে দিচ্ছি 12345678987654321
6+6 - 6 = 6
3x3 - 3 = 6
5÷5 + 5 = 6
-7÷7 + 7 = 6
√4+√4+√4 = 6
√9x√9 - √9 = 6
ঘন√8+ঘন√8+ঘন√8 = 6
(1+1+1)2 = 6
----------------------------------
কেমন লাগল? নতুন দুই-একটা পেলেন কি?
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লেগেছে প্রিয়তে থাকলো।