কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট]

কে না চায় তার ব্লগ পোস্টে অনেক অনেক কমেন্ট আসুক? অনেকে পড়ুক?

আপনার ব্লগে বা পোস্টে কি মাছি ভনভন করে?
কোন কমেন্ট আসে না ? ? ?

জানতে চান টপ ব্লগারদের সাফল্যের রহস্য?

কি ভাবে একজন সফল ব্লগারে পরিণত হবেন?
কি ভাবে কমেন্টের বন্যায় ভাসবেন?
কি ভাবে জনপ্রিয় কমেন্টারে পরিনত হবেন?
জেনে নিন একেবারে ফ্রিইইইইইই !!!

আসুন ! দেখুন! শিখুন ! 😛

বেশি কমেন্ট পেতে হলে প্রথমেই বলে রাখছি কিছু steps মেনে চলতে হবেঃ


  • সবসময় জটিল টেকি পোস্ট করার চেষ্টা করতে হবে।
  • ইচ্ছে করে কঠিন করে লেখতে হবে যেন "ভাইয়া বুঝতে পারি না...এটা ক্যান করব...কিবায় করব" মার্কা কমেন্ট আসে।
  • অসাধারন কিছু লেখার অভ্যাস ছাড়তে হবে। বেশি অসাধারন লিখে সব বুঝায় দিলে হবে না, ইচ্ছে করে দুই একটা ট্রিক্স কম লেখতে হবে যেন "ভাইয়া এইটা তো করলাম, তার পরেও হচ্ছে না ঐটা করব নাকি" টাইপ কমেন্ট আসবেই।
  • দুর্বোধ্য বা সময় নেয় বুঝতে এমন কিছু নিয়ে পোস্ট করা যাবে না। কেননা ধরেন আপনি পোস্ট করলেন "এক্ষুনি শিখিয়া নেন কি করিয়া জাভাতে অমুক প্রোগ্রাম তৈয়ারি করিতে হয়", একদম নিশ্চিত থাকুন ৯০% পাঠক এইটা খুলেও দেখবে না।
  • বরং এই টিউন করুন- "এক্ষুনি নিয়া নেন ক্র্যাক, কি জেন, সিরিয়াল সহ ৫০০ বছরের মেয়াদ সম্বলিত ৩০০ ডলারের এডবি ফটোশপ লেটেস্ট ভার্সন ফ্রিইইইইই", দেখবেন মানুষ হুমড়ে পড়েছে।
  • আরো ধরুন টিউন করলেন, "ইন্টারনেট স্পিড বাড়াইয়া লন ২০০%"। দেখবেন আপনার কমেন্টার খুঁজতে হবে না, পাঠকই আপনাকে খুঁজছে। টিউন কাজ করুক না করুক, একবার অন্তত পড়বে আর পড়ে কাজ না হলে একটা কমেন্ট অন্তত করবে, "ফালতু টিউন" বা "কাম করেনা" !

  • ডাউনলোড নিয়ে করা টিউন সবাই পড়ে। প্রায় ৯৯ ভাগ। কমেন্টের ভারে নুয়ে যেতে পারেন।
  • মুভি নিয়ে টিউন করলে ডাউনলোড করার সামর্থ্য না থাকলেও পড়ে দেখবে। কমেন্ট মাস্ট !
  • থিম, ওয়ালপেপার নিয়ে টিউন না পড়লে অনেকের এলার্জি হয়। আর তৈল সহ কমেন্ট মাস্ট !
  • হ্যাকিং নিয়ে টিউন পোস্ট দেখলে কেউ পারুন না পারুক একবার অন্তত পোস্টে ঢুকবে আর কমেন্ট করে যাবে।
  • সবসময় কমেন্টের জবাব দিবেন। প্রত্যেককে একরকম উত্তর কপি-পেস্ট করবেন না, এতে পাঠক মাইন্ড করে।
  • Facebook নিয়ে টিউন যা-ই করেন সবাই পড়বে। একদম ৯৯.৯৯% ভাইয়ারা পড়বে। আপুরা দরকার হলে কমেন্ট দিবে না, তবু চুপচাপ পড়ে ফায়দা ঠিকই নিবে।
  • আমরা পাঠকরা সবচাইতে মজা পাই যদি দেখি Mediafire লিঙ্কু সংযুক্ত লেখাটার দেখা পাই। ধন্যবাদ তখন গাছে ধরবে।
  • বিশেষ বিশেষ সময় নানান উপলক্ষ্যে সবার আগে নানান ছবি, এনিমেশন, সংগীত সম্বলিত বিশাল টাইপের অখাদ্য টিউন করার যোগ্যতা থাকতে হবে।
  • আর যদি মডারেটর উদার মনের হয়, তাহলে পোস্টের পরে '[১৮+]' এড করার মতন বড় ঔষধ আর নেই । 😛 তবে টিটিতে এই কাজ ভুলেও করবেন না, আইডি ব্যান খেতে পারে। তবে অন্য যায়গায়... যেমন somewhere... এ ট্রাই করে দেখুন, বিফলে মূল্য ফেরত । 😀
  • তবে, সবচাইতে বেশি কমেন্ট পেতে, ব্লগে হিট বাড়াতে স্পর্শকাতর ব্যাপার নিয়ে পোস্টের জুড়ি নেই। ডিম আগে না মুরগি আগে, উবুন্টু না লিনাক্স ইত্যাদি টিউন খালি একবার করেই দেখেন । 😀

এইবার আসেন দেখি কিভাবে সত্যিকারের ভালো কমেন্টার হবেনঃ


  • 'বস' ছাড়া কমেন্ট শুরু না করা।
  • উত্তমরূপে তৈল মর্দনের যোগ্যতা থাকা আবশ্যক।
  • কমেন্ট হবে দীর্ঘ, থাকবে হাজার হাজার গোলাপের শুভেচ্ছা, আর অবশ্যই লেখকের পূর্বে প্রকাশিত কোন লেখার স্তুতি। এতে করে লেখক ভাববেন, "আহারে! বেচারা আমার কত ভক্ত! আমারে কত মনে রাখে!" আর মোমের মতন গলে যাবেন।
  • কমেন্ট হবে সামাজিক প্রেক্ষাপটে লেখকের এই পোস্টটি কতইনা গুরুত্বপূর্ন ছিল, তার বারংবার উল্ল্যেখ ও "এরকম পোস্ট আরো চাই" নামক স্তুতিবাক্যে ভরপুর।
  • কিছু কমেন্টে লেখক পুরাই আবেগপ্রবন হয়ে যান যেমনঃ
  1. অসাধারন পোস্ট! simply অসাধারন! 😛
  2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
  3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
  4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!! 😀
  5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট! 😛
  6. বস ! একদম ফাটায়া দিলেন !
  7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
  8. Josssssssss!!!
  9. Thanks boss ! U are great!!!
  10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !
  • কমেন্টে কেউ যদি লেখকের লেখাকে "ফালতু পোস্ট" বলে, তারে আচ্ছা মতন ধোলাই দিবেন। সর্বদা লেখকের পক্ষ নিবেন। মনে রাখবেন তৈলের উপরে কিছু নাই।

এই পয়েন্টগুলো মেনে চলুন ! অচিরেই আপনি একজন সফল টিউনার (:P) বা সফল পাঠক (:D) হিসেবে হিসেবে নিজেকে আবিষ্কার করবেন ।

হ্যাপি ব্লগিং !!!

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Excellent ! টিউন টির জন্য ও আমার কমেন্ট :

=অসাধারন পোস্ট! simply অসাধারন!
=ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
=আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
=বস ! একদম ফাটায়া দিলেন !
=আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
=Josssssssss!!!
=Thanks boss ! U are great!!!

:):D

Level 0

হুমমম দিহান ভাই পড়লাম.. এখন বলেন কি কমেন্ট করমু??
আপনাকে তৈল মর্দন করব না কি আপনার বিরুদ্ধে লিখব, কিছুই তো বুঝতাসিনে 🙄
এমন এক টপিকস নিয়ে লিখছেন ভয়ে কেউ কমেন্টই করতে পারতেসেনা লোল 😀

ওহ!!! ফাটাই দিলেন। মজা ফেলাম।
অসাধারন পোস্ট! simply অসাধারন!
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!!
আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
বস ! একদম ফাটায়া দিলেন !
আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
Josssssssss!!!
Thanks boss ! U are great!!!
এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে ! 😛 😛 😛

Level 0

আমার কমেন্ট নিম্নে উল্লেখ করা হলঃ
1. অসাধারন পোস্ট! simply অসাধারন! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ? [ফান পোস্ট] | Techtunes
2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
6. বস ! একদম ফাটায়া দিলেন !
7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
8. Josssssssss!!!
9. Thanks boss ! U are great!!!
10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

M H Bulbul bhai er shate ekmot

    অসুবিধা নেই ! আমাকে করেন ! উপরের কমেন্টগুলা থেকে বেছে নিয়ে পেস্ট দেন 😛

Level 0

🙂 🙂 🙂 🙂 🙂 আগে একটু হেসে 🙂 🙂 🙂 নিলাম
দিহান ভাই ভালোই লিখেছেন। মজা পেলাম। সাধারণত টেকহিউমার এ প্রবেশ করি না। আপনার নাম দেখে প্রবেশ করে পুরোটাই পাঠ করলাম। বি:দ্র: তৈল দিলাম না। তেল আর গ্যাসের যে দাম 🙂

    বিদ্যুৎ দিতে পারেন। বেশি দেওন লাগবো না। অল্প দিলেই লাফাইয়া উঠবো 😉

    বিদ্যুতের চরম লোডশেডিং হয়, তখন ?

    আইপিএস এর কথা ভুইলেন না চৌধুরী (দিহান) সাহেব! আমরা গরীব হতে পারি, কিন্তু টেকটিউনসে মন্তব্য করার অধিকার আমাদের আছে।

    শুধু বিদ্যুৎ নয় – পানিও দিয়েন না …. !! মনে হয় জলাতংকও আছে …. !! 😆 😆

    @শাওন ভাই, মন্তব্য করতেও কইলাম কারেন্ট লাগে 🙂

    তাহলে বিদ্যুৎ এর অপচয় রোধে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকি, এভাবেই দেশ খুব দ্রুত ডিজি-টাল হয়ে যাবে।

    ২০২১ সালের আগে হবে না মনে হয় 😛

এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম :D। কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

"মেগা টিউন', "না দেখলে মিস করবেন' এগুলা বাদ দিলেন ক্যান ভাই?

টিউনটা আসলেই অসাধারণ হয়েছে। টেকহিউমার বিভাগের নক্ষত্র, গ্রহ, তারা … n

আমার দেখা মোস্ট লাফিং পোস্ট 🙄

    "আপনার ব্লগে বা পোস্টে কি মাছি ভনভন করে?"

    হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলো।

    হুম্মম !

    "মেগা টিউন’, "না দেখলে মিস করবেন’

    হা হা হা …… "মাছি ভনভন করে ….. !!" হা হা হা ….. http://www.dustbin.com ….. হা হা হা ….. ভাই শুধু মাছিই ভনভন করে … কালো খাসি ভনভন করে না …… হা হা হা ….. :mrgreen: :mrgreen: :mrgreen:

টেক হিউমর হলেও অনেক মজা পাইলাম। 😆
ধন্যবাদ।

    মজা পেতে থাকুন !!
    হিউমার হলেও মজা পাইলাম বিষয়টা বুঝলাম না , হিউমারেই তো মজা পাইবেন ???

    Level 0

    হা হা হা,দিহান ভাইয়ের সাথে একমত,আমিও বুঝলাম না, তবে কমেন্টটাকেও হিউমার মনে হইল, সাইফুল ভাই আবার মাইন্ড করবেন না, একটু হিউমার করলাম।

    সবই হিউমারের খেলা ।

    আসলে আমি কমেন্টটা এমভাবে করেছি, যেন আপনার টিউনের একটাতেও আমি না পড়ি। + আমি কমেন্ট করেও একটু মজা লুটাইলাম। 😛 😀

    আচ্ছাআআ! চালাকি !!

ওহ্‌ হো হো হো হো……. হা হা হা হা হা…….হি হি হি হি হি….. 😉

আসলেই তাই………

Level 0

বস কি লিখেছেন একদম ফাটিয়ে দিয়েছেন । এমনই একটি পোষ্ট খুজছিলাম । আপনি এখনই বাংলাদেশ ত্যগ করুন আমেরিকা কানাডা সহ বড় বড় দেশ আপনাকে লুফে নিবে । লেখক হিসাবে আপনার নোবেল প্রাইজ পাবার গ্যরান্টি ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ % ফেইবুক টুইটারে মাইস্পেস জিটক ইয়াহু সহ আরও সোসাল নেটুয়ার্কে শেয়ার না করে থাকতে পারলাম না । ৫০০ কমেন্টেস পড়েছে এখনও পড়ছে । ব্লগে লিখার পর প্রচুর সারা পেয়েছি এডে প্রচুর ক্লিক পড়েছে । আগামি সপ্তাহে বিল গেটসকে ৫00000000000000000000 ট্রিলিয়ন ইয়োরো ধার দেব ।

অসাধারন টিউন।এরকম ভাল টিউন এই প্রথম টেকটিউনস এ দেখলাম।আমার জীবনে দেখা সেরা টিউন এটি।এডমিন ভাইকে টিউনটি নির্বাচিত টিউন হিসেবে প্রথম পৃষ্ঠায় স্টিকি করার জন্য অনুরোধ করছি। 😆

"ভাই আপনি কি করেন ?" – কথাটি অনেক পুরতান হইয়া গেছে !! – নতুন কিছু জিজ্ঞেস করলাম – "ভাই আপনার বাড়ি কি পাবনা ?" – "ভাই আপনি মাথায় কোন তৈল মর্দন করেন ?"

Level 0

কি আর বলব বস…..

ভাই কোন তেল কে আপনি বেশি সাপোর্ট করেন? খাটি সরিষা নাকি তিলে তেল? 😛 এর মধ্যে কোনটা ইউস করমু?

ওহ দিহান ভাই যা একটা টিউন করলেন না তা বলার মত না?
পুরা মাথা নষ্ট অবস্থা!!!!!! মনে হয় আপনাকে গুরু মানি।যা লিখলেন রে ভাই।অসাধারণ….

"আচ্ছা ভাই তেল মারা কি ঠিক আছে " :P:P:P:P:P:P:P

    তেলে চলব না, সি.এন.জি দেন

    Level 0

    দেন ভাই দিহান ভাই যা বলছে তাই দেন… 😆

    একেবারে ! আমার প্রিয় কমেন্টার হয়ে গেলেন সায়েম ভাই, আমার পক্ষ নিলেন, ভুলুম না !

Level 0

আরে আজিব ঘটনা তো !
এই পোষ্টটা আমি আজ ৫ বছর ধরে ফার্মগেইটা এ খুজবার লাগছি !! অবশেষে ্পাইলাম, আহঃ কি শান্তি যে লাগতাছে !!!

Level 0

মনের সব ঝাল মিটাইয়া দিলেন…! আমিতো ঝালের চোটে খুব কম টিউন করি! আর লিঙ্কটা মিডিয়াফায়ার দিলে ভালো হত…

    উহু ! এমন করলে হবে না। আমি আপনার টিউনেরই প্রতীক্ষায় দিনাতিপাত করি ।

    Level 0

    ওহ্ আপনি আমার টিউনের প্রতীক্ষায় দিনানিপাত করেন… আপনাকে যে কী বলে ধন্যবাদ দিই…!

    আপনার কমেন্ট পাইয়া নিজেরে সার্থক মনে হচ্ছে !! চোখে আনন্দাশ্রু !

ভাইয়েরা দিহান ভাইয়ের টিউনে অনেক মন্তব্য করবেন। নাহলে কিন্তু উনি ক্যাড়া ব্যাড়া করে দিবে। 😀 😀 😆

Level 0

বস কি লিখলেন পুরা তো ফাটায়া একাকার কইরা দিলেন… পুরাই টিটি রে কাপায়া দিলেন…. জন্মের পর এই প্রথম কোনো ভালো লেখা পরলাম… অসাধারণ…. চালায়া যান বস

অসাধারন পোস্ট! simply অসাধারন! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!! icon biggrin কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
আমার দেখা ব্লগের সেরা পোস্ট! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
বস ! একদম ফাটায়া দিলেন !
আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
Josssssssss!!!
Thanks boss ! U are great!!!
এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

অসাধারন পোস্ট! simply অসাধারন!
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!!
আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
বস ! একদম ফাটায়া দিলেন !
আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
Josssssssss!!!
Thanks boss ! U are great!!!
এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছ

আপনার টিউনটি সেভ করে রাখলাম ………..
এখন থেকে সব টিউনে কম্মেন্ট করব আপনার তৈল মরধন বাক্য সমুহ দিয়ে

Level 0

কি বলব, ১০ নম্বর কমেন্ট ? না, আসলে আমি আপনি আপনার টিউনে কমেন্ট করার জন্যই রেজিস্ট্রেশন করলাম। হে হে হে, কেমন তেল হইল।
এবার বলি,সিরিয়ালি,চরম।

আরে আজিব ঘটনা তো !
এই পোষ্টটা আমি আজ ৫ বছর ধরে ফার্মগেইটা এ খুজবার লাগছি !! অবশেষে ্পাইলাম, আহঃ কি শান্তি যে লাগতাছে !!!
মনের সব ঝাল মিটাইয়া দিলেন…! আমিতো ঝালের চোটে খুব কম টিউন করি! আর লিঙ্কটা মিডিয়াফায়ার দিলে ভালো হত
বস কি লিখলেন পুরা তো ফাটায়া একাকার কইরা দিলেন… পুরাই টিটি রে কাপায়া দিলেন…. জন্মের পর এই প্রথম কোনো ভালো লেখা পরলাম… অসাধারণ…. চালায়া যান বস অসাধারন পোস্ট! simply অসাধারন! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন। ফেসবুকে শেয়ার না করে পারলাম না।আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!! icon biggrin কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | আমার দেখা ব্লগের সেরা পোস্ট! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?বস ! একদম ফাটায়া দিলেন !আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!Josssssssss!!!Thanks boss ! U are great!!!এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !বস কি লিখেছেন একদম ফাটিয়ে দিয়েছেন । এমনই একটি পোষ্ট খুজছিলাম । আপনি এখনই বাংলাদেশ ত্যগ করুন আমেরিকা কানাডা সহ বড় বড় দেশ আপনাকে লুফে নিবে । লেখক হিসাবে আপনার নোবেল প্রাইজ পাবার গ্যরান্টি ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ % ফেইবুক টুইটারে মাইস্পেস জিটক ইয়াহু সহ আরও সোসাল নেটুয়ার্কে শেয়ার না করে থাকতে পারলাম না । ৫০০ কমেন্টেস পড়েছে এখনও পড়ছে । ব্লগে লিখার পর প্রচুর সারা পেয়েছি এডে প্রচুর ক্লিক পড়েছে । আগামি সপ্তাহে বিল গেটসকে ৫00000000000000000000 ট্রিলিয়ন ইয়োরো ধার দেব ।
পুরাডাই কপি পেস্ট (এইডা আমি লিখছি)

কমেন্টস কিভবে পাইতে হয় টা আপনার চেয়ে কে ভালো লিখেতে পারবে আমার মাথায় ধরে না !!!
আমার টা নিয়া এই ৫৪ নাম্বার কমেন্টস এই অল্প সময়ে।
অসাধারন পোস্ট! simply অসাধারন!
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!!
আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
বস ! একদম ফাটায়া দিলেন !
আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
Josssssssss!!!
Thanks boss ! U are great!!!
এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছ

আপনার টিউনটি সেভ করে রাখলাম ………..

Read more: https://www.techtunes.io/tech-humour/tune-id/69594/#ixzz1MMfnVo6z

hahahahhaa…..ami asholei akhane coments korar jonno login korlam. onekdin pore TT te ashlam. apnakeo dekhlam onek onek din pore. koi chilen? khub moja pailam poira. shobta porsi boshe boshe.
(avro kaj kortese na, mozilla 4 naki avro jhamela pakay tai banlish dilam….ihihihi)

    আরররেরেরহহহহহহ !!!! পিপি ভাই!!!
    ফান না, সত্যি চরম লাগতেছে এতদিন পরে আপনাকে দেখে।
    .
    .
    একটা কথা কই?
    পিপি ছাড়া টিটি জমে না !!!!
    ============================================
    —– পুদিনা পাতা !!!… ফিরা আসেন !! আমাদের সবার দাবী —-
    ============================================

    Level 0

    Pudina Pata ভাই Google অথবা Microsoft Bangla Input Use করা শুরু করেন. আশা করি ভালো লাগবে.

আমি ভাই তৈল বা পাম দিতে পারিনা ।
তবে প্রশংসা করতে পারি ।
খুব মজা পেলাম।
:):):):):):):):):):):):):)……………………….

হেব্বী মজা লাগলো, যদিও তেমন তৈল মর্দনে বিশ্বাসী না তবুও বাঁশ দিতে ভালোই লাগে… :mrgreen:

অর্ধেক পড়েই কমেন্ট করতে আসলাম না হইলে অনেক দূরে চইলা যামু 🙁 সবাই আগে আগে সব বলে ফেলছে 🙁

    রনি ভাই কমেন্টাইয়া ধন্য করে ফেললেন।
    লিনাক্সের নতুন এডিশনটা ট্রাই করে দেখেছেন ? আমি শুনলাম শীঘ্রি নাকি ১১ বেরুবে ?

    লিনাক্স মিন্ট ১০ ডাউনলোড করছি, সেইরকম হইছে ♥ ♥ ভাবতাছি উবুন্টু নতুনটা একবার ব্যাবহার করব।জানেন আপনার দেয়া লিনাক্স মিন্ট ৯ এর ডিভিডি থেকে কমপক্ষে ২৫ জন লিনাক্স ব্যাবহার করা শুরু করছে, অনেকে লিনাক্স এর নাম ও জানত না তারাও এখন তাদের পিসি তে ডুয়েল বুট করে লিনাক্স ব্যাবহার করে।আর আপনি সাহায্য না করলে হয়ত আমিও অনেক দেরিতে আসতাম মিন্ট এ। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই। জানেন তো বাংলা লায়ন আবার তাদের পুরাতন গ্রাহক দের স্পীড কমায় দিছে। ৫১২কেবিপিএস আবার ২৫৬ হইয়া যাবে যদি না নিউ অফার এ কনভার্ট করেন 🙁

    কই আমার দেখি কমে নাই ? বুঝলাম না নিউজ কই? লিঙ্ক দেন দেখি

    নতুন বিল্লিং সাইকেল শেষ হয়ার পর থেকে হবে…আমিতো বিল দিয়া দিছি অনেক আগে তাই হয়ে গেছে। ওদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ এ সবাই লিখছে। অই পেজ এর এডমিন ও তাই বলছে।

    আমার তাইলে দেরি আছে। কিন্তু কথা হল আমি ১২০০টাকার প্যাকেজ নিব না। বরং ২৫৬ দিয়াই রাত দিন ২৪ ঘন্টা ডাউনলোড দিব। প্রতিশোধ হিসেবে

    থেমে থেমে ২ঘন্টা করে ১ ঘন্টা বিরতি দিয়ে দিয়ে করলে ৭০ গিগা নামাইলেও কিছু বলবে না

কোন কথা হবে না।

টিউন টি সত্যি কাজের উপরের কমেন্ট গুল দেখে বুঝা যায়

Level 2

ভাল পরামর্শ

    ধন্যবাদ ! তবে আমি মজা করার জন্য লিখেছি। কাজ কিন্তু করে । 🙂

আপনার কথার প্রমান আপনার এই পোস্ট এবং এখন পর্যন্ত হওয়া ৭৯ টা কমেন্টস। ভালোই বলেছেন।

    ভাল বলতে বাধ্য হয়েছি। গৎবাঁধা টিউনে আজাইরা কমেন্টে অঙ্ক ভাল টিউনাররা নিরুৎসাহিত হচ্ছেন, তাদের স্বার্থ রক্ষা দায়িত্ব না?

জোছিলা টিউন …………. (জোশিলা নহে কিন্তু 😉 )

চরম গরম-পাঙ্খা টিউন।

তেল দিলে মাছের তেল দেয়াই ভাল — নো কোলেস্টরল ….

Level 0

ঘুমাতে যাব এখন।চোখ ঘুমে ঢুলুঢুলু।হঠাৎ চোখে পরল "কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………

পুরা পোসট টি মনযোগ দিয়ে পড়লাম।
কারন ফ্যাসবোকে ভাল ভাল সব পোস্ট লিখে ও কমেন্টস পাইনা।তাই স্ট্যাটাস লেখা ছেরেই দিয়েছি।
সব কমেন্টস পরে ভাই মেয়েদের স্টাটাসে।দেখে হিংষা করব নাকি কমেন্টারদের কে ধিক্কার দিব বুজতে পারিনা।এই ফরমুলা টা এপ্লাই করে দেখি।কমেন্ট পাওয়া যায় নাকি।
আমার ব্লগে কিছু লিখতে গেলেও এখন থেকে দিহান ফরমুলাটা ইউস করতে হবে।

    হুম। করে দেখেন। তবে এক কাজ কইরেন। এফিলিয়েট লিঙ্ক সরাসরি দিবেন না। ওয়ার্ডপ্রেস ব্লক করে দিবে। বরং কোন একটা টেক্সট হোস্টিং সাইটে লিঙ্ক টা পোস্ট করে পাসোয়ার্ড দিয়ে রেখে এর পর পাসোয়ার্ড ও সেই টেক্সট হোস্টিং এর url দিবেন।

1. অসাধারন পোস্ট! simply অসাধারন! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ??? !!! icon biggrin কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট! icon razz কি ভাবে আপনার ব্লগ পোস্টে বেশি বেশি কমেন্ট পাবেন? ভাল কমেন্টার কাকে বলে ?…………[ফান পোস্ট] | Techtunes
6. বস ! একদম ফাটায়া দিলেন !
7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
8. Josssssssss!!!
9. Thanks boss ! U are great!!!
10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

Level 0

Boss, jotil likhechen (eire, mone hoy tel die dilam)
tobe ekta kotha, tune tar prottekta kotha kintu ekdom khati, fun hishabe likhleo etai bastob, prio te rakhlam

Level 0

খুব ভালো ও কাজের টিউন…….. নতুন কিছু অভিজ্ঞতা পেলাম….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…