যেকোনো গাণিতিক সমস্যা লিখে অথবা ছবি তুলে সমাধান নিন মাত্র ১ মিনিটে অসাধারণ একটি ওয়েবসাইট থেকে
আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দূদান্ত একটি গণিতের ওয়েবসাইট শেয়ার করব। গণিত পৃথিবীর সবচেয়ে মজার একটি বিষয়। এর বিশ্মের অন্ত নেই। গণিত অনেকের কাছে ভালোবাসার একটা বিষয়। আবার অনেকের কাছে মাথা বেথা। আবার কেউ তো গনিত বই দেখলেই মেজাজ গরম করে ফেলে। তাদের সেই সমস্যা গুলোর জন্য আজ আমি যে ওয়েবসাইট টি শেয়ার করব সেটিতে আপনারা গণিতের যেকোনো সমস্যা লিখে কিংবা ছবি তুলে সমাধান নিতে পারবেন। এই ওয়েবসাইট টি আমি অনেক খুঁজে বের করেছি।
বেশ চমৎকার একটা ওয়েবসাইট। আর পাশাপাশি বেশ কাজের ও বটে। ওয়েব সাইটির নাম হল http://www.mathway.com
তো বন্ধুরা আর বেশি কথা বারাবো না। সোজা চলে যাবো টিউন এর মূল কথায়। আসুন দেখি কিভাবে এটিতে যেকোন গনিতের সমস্যার সমাধান বের করবেন.?
প্রথমে নিচের দেওয়া লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে প্রবেশ করুন অথবা আপনার Address বারে http://www.Mathway.Com লিখে ডুকতে পারেন।
প্রথমে আপনি যে প্রশ্ন টি লিখবেন সেটি গনিতের কোন শাখার প্রশ্ন সেটি সিলেক্ট করুন। এখান থেকে আমি একটি ক্যাটাগোরি বেছে নিলাম
ক্যাটাগোরি সিলেক্ট করার পর আপনি আপনার সমস্যার গনিত টি লিখুন।
অথবা যেই গনিতের সমস্যা সেটির ছবি তুলুন
তারপর এরো চিহ্ন এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনি আপনার কাংখিত গনিতটির সমস্যার সমাধান পেয়ে যাবেন।
বন্ধুরা আশাকরি টিউন টি আপনাদের ভালো লেগেছে৷ যদি আমার আজকের এই টিউন আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার টেকনোলজিস সাইট থেকে একবার হলেও ঘুরে আসবেন আমার টেকনোলজিস সাইট http://www.flagbd.com
ধন্যবাদ।
আমি মোঃ স্বপন মিয়া। Student, Rongpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।