গুগলের হোম পেজ থেকে অনেক তথ্য জানা যায়। যেমন আজ হচ্ছে Ice Cream Sundae এর 119 তম বার্ষিক অনুষ্ঠান।
আইসক্রীম সবারই প্রিয় একটা খাবার, যেমন আমি শীতকালে আইসক্রীম খেয়ে জ্বর আনান অভিগ্যতা আছে 🙁
আজ গুগলের হোম পেযে গিয়ে দেখে তো আবার খাওয়ার ইচ্ছে জাগলো। তাই কিছু ছবি দেখেই পেটের ক্ষুধা মিটালাম।যদি ছবি গুলো দেখে যদি আপনাদের আইসক্রীম এর উপর হামলা চালাতে মন চায় তার জন্য আমি অথবা টেকটিউন্স দায়ী নয়। 😛
তবে তার আগে জেনে নি sundae কি? আমাকে পন্ডিত মনে করবেন না। গুগলের যাহায্যেই বের করলাম এর অর্থ। যার মানে হচ্ছে ফলের টুকুরা বা বাদাম প্রভৃতি মিশ্রিত আইসক্রীম।
এবার নিন একটি strawberry sundae।
দেখেই মন পূর্ন করুন 🙂
চকলেট আইক্রীম পছন্দ করেন নাকী? তাহলে নিচের টা দেখুন
নিচের আইক্রীম টির নাম নাকি Hot fudge sundae
দেখেই আমার কেমন কেমন লাগছে। এখনি হামলা করতে ইচ্ছে করে 🙁
যদি Hot fudge sundae এর অর্থ বের করতে গিয়ে নামের সাথে রঙের কোন মিল পাই নি 🙁
নিচের আইসক্রীমের নাম নাকী Turtle sundae।
দেখতে ও কচ্ছপের মত লাগে। তাই নাম করন ভালোই হয়েছে।
এবার দেখে নি Classic Sundae
আহ!! দেখেই মন জুড়িয়ে যায়।
Brownie sundae গুলো কেমন হয় এবার তা দেখিঃ
অসাধারন তাই না??
না আর দেখি না। ধন্যবাদ সবাইকে।
ও ও
আইক্রীম গুলো আপনাদের সামনে পরিবেশন করছেনঃ
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
এই মাঝরাতে এভাবে লোভ দেখানোর কোন মানে হয়না। এখন রাত্রে ঘুম নাও হতে পারে 🙁