সব সময়ই তো টেকটিউন্স থেকে শিখলেন এবার একটু মজা করি।
একটি কার্টুন ছবি মাত্র। কিন্তু প্রোগ্রামার দের জন্য বাস্তব
শামসুল আরেফীন ভায়ের সাইট থেকে নিলামঃ http://www.acmsolver.org/bangla/ ( প্রোগামাররা কিন্তু এ সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন, প্রোগ্রামিং এর অনেক সমস্যার সমাধান পাবেন) দেখে অনেক মজা লাগল তাই আপনাদের সাথে ও শেয়ার করলাম।
আমাদের অনেক প্রোগ্রামারের এ অবস্থা। যেমন রকিবুল হায়দার সাহেব। উনি একটি মেয়েকে এ ছোট বাক্যটি বলতে পারে না। কিন্তু উনি ও ৩২ ল্যাঙ্গুয়েজ না পারলে ও কাছাকাছি পারে। রুবেল অরিয়ন নামক এক পিচ্ছি প্রোগ্রামারের ও একই অবস্থা। একজকে একই বাক্য না বলার কারবে এখন … থাক না প্রকাশ করাই ভালো। আমি প্রোগ্রামার ও না তাই সমস্যা ও নেই 😛
আর ইচ্ছে করলে প্রযুক্তির ব্লগ টেকটুইটস থেকে ও ঘুরে আসতে পারেন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
তোমার প্রিয় রং কি?
আমার প্রিয় রং বলতেই #a9df14