মজার কিছু ডিজিটাল টেক টুনস

কমিক বই ছোটোকালে আমার খুব প্রিয় ছিল।এখনো হাতের সামনে পেলে পড়ি।টিভি দেখলেও কার্টুন চ্যানেল বেশী দেখি।কারণ বর্তমানে টেলিভিশন এর প্রোগ্রাম সমুহের যে অবস্থা তাতে সবাই একত্রে বসে দেখার উপায় নেই। দেখার মধ্যে কার্টুন নেটওয়ার্ক , নিক, এনিম্যাক্স দেখি।আর প্রিয় কার্টুনগুলোর মধ্যে Ben10, DragonBall-Z,Tom & Jerry, Avatar প্রিয়। নেটে বসলেও মাঝে মাঝে টুন সার্চ করি।আজকেও কিছু সার্চ করে আপনাদের জন্য দিলাম।

যুগের সাথে পাল্লা দিয়ে টেলিভিশন এর সাইজের সাথে সাথে মানুষের সাইজ ও পরিবর্তন হচ্ছে

সেই সাথে পোলাপাইনের জ্ঞানবুদ্ধি ও কমতেসে

কিছু কিছু আবার বেশী চালাক হচ্ছে

অনেকেই চিন্তিত, নিঃস্ব টেকনোলজির এই আগ্রাসনে

অনেকেই আবার হচ্ছে নির্যাতিত

অনেকেই হয়ে পড়ছে মাত্রাতিরিক্ত কম্পিউটার আসক্ত

তারপর ও থেমে নেই ব্যবহার

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর ফানি টিউন এ রাতে আমি ছারা মনে হয় কেউ দেখবে না কাল কমেন্টস পাবেন আশা করি। ধন্যবাদ।

    Level 0

    আপনি মনে হয় রাতেই টিউন করেন তাই নিশাচর।

    আরো কিছু এড করব দেখি।

      হ্যা। রাতে একটু বেশী জেগে থাকি যে দিন ক্লাস না থাকে।:D

Level 0

বাহ ভালই। পড়ে মজা পেলাম 🙂

জটিল

জোসসসসসসসসসসসসসসসসস হয়েছে। ধন্যবাদ

ভাই আমিতো ছোট্র ভাগ্নেকে নিয়ে রীতিমত পাল্লা দিই কাটুন দেখার জন্য

ফাটা ফাটি

হাইরা বাংলার মানুস

Level 0

পড়ে মজা পেলাম।

    জেনে খুশি হলাম তবে স্প্যামিং বন্ধ করলে আরো খুশি হতাম।

শুধু পড়ে নয় দেখেও অনেক মজা পেলাম। কার্টুন (বিশেষ করে টম এন্ড জেরি) দেখতে আমার দারুন ভাল লাগে। আমি ও আমার ছোট ভাই এক সাথে কার্টুন দেখি!

প্রতিদিন আয় করুন আর প্রতিদিন $$ (ডলার) বুঝে নিন

    আমিও দেখি তবে টম ও জেরির বেশীর ভাগ পর্বই দেখা হয়ে গেসে বলে অন্যগুলো দেখি।

    শুধু পড়ে নয় দেখেও অনেক মজা পেলাম

খুব মজা পেলাম ।

জটিল কালেকশন। মাঝে এইরকম টেক হিউমর সত্যিই ভাল লাগে।

পড়ে মজা পেলাম 🙂
ধন্যবাদ আপনাকে।

‘টেক হিউমর’ বলে কথা তা হলে কি এত মজা পাওয়া যায়।
ধন্যবাদ অনেক সুন্দর হইছে।

হাসাইলেন মোরে।ধন্যবাদ

Level 0

nice

Level 0

প্রিয় বন্ধু, মজার টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…… আমি খুবই আপনন্দ উপভোগ করলাম…….