জনজীবনে আলোড়ন সৃষ্টি করতে এলো উইন্ডোজ নাইন

প্রযুক্তি জগতে সাড়া জাগানো প্রযুক্তি নিয়ে আসার গৌরব সব সময়ই উইন্ডোজের। উইন্ডোজের এ অবস্থান যে কেউ কোনদিন কেড়ে নিতে পারবে না সেটাই আবারও প্রমান করলো মাইক্রোসফট।

২০০৮ সালে আবিস্কৃত উইন্ডোজ সেভেন কিছুটা পুরাতন হয়ে গিয়েছে, বাচ্চাকাচ্চাদের খেলনা ওএস উবুন্টু নিজেদের সেভেনের সমতুল্য দাবি করার সাহস দেখাচ্ছে, এমন সময় অনেক বাজারে উইন্ডোজ এইট এসে নিজেদের শ্রেষ্ঠত্ত প্রমান করলেও এবার সকল রেকর্ড, সকল ধ্যান ধারনা, প্রযুক্তির সকল বাধা ছিন্ন করে,মানুষ্য জাতির বিজ্ঞান কে নতুন দিগন্তে তুলে দিয়ে জনজীবনে আলোড়ন সৃষ্টি করে নিজের পদ ধ্বনি ঘোষনা করল উইন্ডোজ নাইন।

অতি শিঘ্রই এটি বাংলাদেশের বাজারে প্রবেশ করবে বলে গোপন সুত্রে খবর পাওয়া গেছে।

শোনা গেছে উইন্ডোজ নাইনে এমন এমন কিছু ফিচার থাকছে যেগুলা আগামী একশ বছরেও টিউনারদের পক্ষে কল্পনা করা সম্ভব হবে না।
নাইনের কী(key) ফিচারগুলি এতই অভাবনীয় যে তার পরিপুর্ন খবর পাওয়া এবং লিখে টিউন করা সম্ভব হচ্ছে না।

তবে গোপন সুত্রে অনেক কাঠখড় পুরিয়ে নাইনের ছোট ছোট কয়েকটি ফিচার সম্পর্কে ধারনা পাওয়া গেছে, এগুলো দেখলেই মূল ফিচারগুলির অভাবনীয়ত্ত সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া গেলেও যেতে পারে।

আসুন দেখে নেই উইন্ডোজ নাইনের নগন্য ফিচারগুলার কয়েকটি

  • ১) DOS ও 95 কম্পাটিবলিটিঃ DOS এবং 95 এর সেইসব ঐতিহাসিক গেমস এবং সফটওয়ারগুলা চালানোর সৌভাগ্য থেকে এতদিন প্রযুক্তি বিশ্ব বঞ্চিত হয়ে আসছিলো, সেই হতাশা দুর করতে প্রথমবারের মত উইন্ডোজ নাইন দিচ্ছে DOS এবং 95 এর 1000% কম্পাটিবলিটি লেয়ার।
    গোপন সুত্রে জানা গেছে নাইনের অমানুষিক গ্রাফিক্স রেন্ডারিং এন্জিনের বদৌলতে DOS এর ঐতিহাসিক Prince Of Persia 1 গেমটি নাইনে চলমান অবস্থায় যেরকম গ্রাফিক্স দেয় তার কাছে বর্তমান হলিউডের অ্যানিমেশন মুভিগুলার গ্রাফিক্স নিতান্তই শিশুতুল্য।
  • ২) ডাটা সিকিউরিটিঃ ডিলিট করা বা হারিয়ে যাওয়া ডাটা তো নিমিষেই ফিরিয়ে আনে এবং ভবিষ্যতে তৈরী হবে এরকম ডাটাও বর্তমান সময়েই তৈরী করে ফেলতে পারে। এছাড়া আপনার চাহিদামত যেকোন ডাটা বানিয়ে দেওয়াও নাইনের কাছে কোন ব্যাপারই নয়।
    গোপন সুত্রে খবর পাওয়া গেছেঃ নাইনকে কমান্ড দেওয়ার 0.00000001 ন্যানোসেকেন্ডের মধ্যেই সে শাকিব খান ও ঐশরিয়া বচ্চনের ধ্রুপদী ড্যান্সের 750350KiloP SUPER HD ভিডিও তৈরী করে দিয়েছে
  • ৩) রিসোর্সঃ উইন্ডোজ নাইনের অতিজাগতিক ওএস আরকিটেকচারের বদৌলতে পেন্টিয়াম ১, 100MHz প্রোসেসর , 64MB র্যাম যুক্ত কম্পিউটার থেকে "খোড় নোস ৯৯" প্রোসেসর যুক্ত কম্পিউটারেও পুর্ণ গতিতে চলতে সক্ষম।
  • ৪) রিভাইভড প্রোসেসিংঃ উইন্ডোজ নাইনের আরেকটি শ্বতান্তকারী আবিস্কার হচ্ছে রিভাইভড প্রোসেসিং, নাইন যেকোন প্রসেসকে সর্বোচ্চ 5555.3333% রিভাইভ করে চালাতে পারে। ফলে সফটওয়ারগুলা কার্যক্ষমতা 7658.7545% পর্যন্ত বৃদ্ধি পায় চোখের পলকে। বিষয়টা বর্তমান আউটডেটেড প্রযুক্তির ওএসগুলিতে অবিশাষ্য মনে হতে পারে, কিন্তু নাইন এটিকে সত্য করে দেখিয়েছে, একটি উদাহরন দিলেই বিষয়টা পরিস্কার হবে।

উইন্ডোজ নাইনের হাইব্রিড ISO টির সাইজ ১১ গিগাবাইট মাত্র, নাইনের রিভাইভড প্রোসেসিং টেস্ট করার জন্য ISO কেই gzip কম্প্রেস করা হয়, অত্যান্ত আশ্চর্যজনক ব্যাপক এইযে এটির আকার তখন দাড়ায় মাত্র 9.9MB । এরপরও ওটিকে আবার 7z কম্প্রেস করার পরে তার আকার দাড়ায় মাত্রওওওওও 1.8KB ।
হ্যা প্রিয় টিউনার বৃন্দ, নাইনের অভাবনীয় প্রযুক্তির কল্যানে ১১ গিগাবাইটের ISO এর কম্পেসড অবস্থা মাত্র 1.8KB

তাহলে আর দেরি কেন ? আমাদের গোপন সুত্রের মাধ্যমে পাওয়া ডাবল রিভাইভ্ড কম্পেসড উইন্ডোজ নাইন টেস্ট করতে এক্ষনি ডাউনলোড করে ফেলুন নিচের লিংক থেকে,

ডাউনলোড করার পর  Windows Nine Ultimate.ISO.7z নামে একটি ফাইল পাবেন, এটিকে 7zip সফটওয়ারের মাধ্যমে এক্সট্রাট করুন। প্রথমবার করার পর 9.9 MB এর  Windows Nine Ultimate.ISO.gzip এবং আবার এক্সট্রাট করলে 11GB এর Windows Nine Ultimate.ISO ফাইলটি পাবেন।
তবে নাইনের স্বয়ংকৃয় ISo এর কারিশমায় আপনি একবার এক্সট্রাট করেও 11GB আকারের Windows Nine Ultimate.ISO পেয়ে যেতে পারেন, নাইনের কাছে অসম্ভব বলে কিছুই নেই।

Level 0

আমি উইন্ডোজ লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sotti boltacen naki golpo? amar mathar tar cera jaba mona hochaa apnar tuine pora.

    মাথার তার ছিড়বে কেন? ছিড়লে জোড়া লাগান 🙂 আমি কিন্তু উপভোগই করছি। ভাল লাগলো।

    এটা একটা জটিল টেক হিউমার। এটা পড়ে তার ছিড়ার প্রশ্নই আসে না।। :))

আপনার গান্জার পুরিয়ায় ভেজাল আছে…..অরিজিনাল হইলে উইন্ডোজ নাইনটি দেখতে পাইতেন চউক্ষের সামনে………

    ওবুন্টু বা লিনাক্স যে কি জিনিস সেটা আপনাদের মতো বাচ্চাদের বুঝার কথা না।

      আগের কমেন্টটিও কৌশিক ভাইয়ের উদ্দেশ্যে না লেখকের উদ্দেশ্যে।

Level 0

11 mb আই এস ও দিয়ে কিভাবে কি করবো তা বল্লেন না ভাইয়া?

    একটা ডিস্কে রাইট করে নিন। তারপর ইন্সটল করুন।

    ISO Size is 11GB

    এন্ড দেয়ার ইজ অলসো 25 জিবি ডিস্ক।

    ভাই Windows Lover এর উপর ভূতের আচর পড়ছে । সাবধান!!!!

    Level 0

    ভাই আমি জানি যে ওএস এর আইএসও সিডি/ডিভিডি তে রাইট করতে হয়। কিন্তু এই ১১ জিবি ফাইল টাকে কিভাবে একটা ডিভিডি তে রাইট করবো? ডিভিডি তো মাত্র ৪,৭ জিবি!

জনাব,উইন্ডোজ লাভার,আমার প্রশ্ন হচ্ছে পাগলাগারদ থেকে কবে এবং কিভাবে পলায়ন করলেন?সেখানকার সিকিউরিটি কি এতই খারাপ?আপনার মত পাগলকে শিকল দিয়ে বেধে রাখা উচিৎ ছিল।

ঠিক বুঝলাম না। আমার জানামতে উইন্ডোজ নাইন ২০১৩ সালের শেষে আসার কথা আর টেস্ট ভার্ষন হিসেবেত উইন্ডোজ ৮ ও আসে নাই। আপনি কি এটি চালিয়ে দেখেছেন??? কনফিগারেশন কেমন হতে হবে বিস্তারিত জানান। তবে এটি আসলেই অবাক করার মত মনে হয়েছে আমার কাছে ১.৮কেবি এর ভিতরে ১০ গিগার আই এস ও ফাইল?????? ভাই বিস্তারিত লিখুন।

    ভাই পাগলের প্রলাপ বিশ্বাস করবেন না।

    @রহস্যময় অভিযাত্রী
    বিশ্বাস না হলে ডাউনলোড করে একট্র্যাক্ট করে দেখুন। এত ছোট করা কিভাবে সম্ভব হয়েছে সেটা তো টিউনেই বলে দেয়া হয়েছে।

    আমি আগেই ডাউনলোড করে এক্সট্রাক্ট করে দেখেছি। তবে আমার আসলেই অবাক লেগেছে কিভাবে ১.৮কেবির ভিতর ১০ জিবি কম্প্রেসড হল। আর এত বিশাল সাইজের ডিস্ক কোথায় পাব দাম কত? আরেক টি ব্যাপার পিসি কনফিগারেশন কেমন হতে হবে? মাইক্রোসফ্‌ত এটাড় টেস্ট ভার্ষন মুলত কোথায় ছেড়েছে??

Level 0

কিতা দিলেন কিছুই তো নেই, সকাল বেলাই মজার জোক করলেন

U don’t have the right to say that Ubuntu is the operating system of POLA-PAIN. This operating system helps us to lead a life without piracy. At least, I can say that I am not a CHOR (thief). I m proud to say that the operating system of my PC is UBUNTU.

মজা করবেন ভাল কথা, বিভাগ টেক হিউমার দিলেইতো হয়। এটা দেখে বেশি মজা লাগল যে একজন ১১গীগা এর ফাইল কম্প্রেস করে ১.৮কেবি করা যায় তা মোটামোটি বিশ্বাস করে ফেলেছেন।

    ভাই, আপনার বিশ্বাস না হলে ডাউনলোড করে একট্র্যাক্ট করে দেখুন। করা যায় কি যায় না, তারপর বলবেন।

    কাগু লো… মুই ত ইনিসটল কোরি গেছি গা… কি জিনিস মাইরি…………………..

আপনার প্রায় কথাতেই লিখা- গোপন সূত্রে পাওয়া খবর। প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট কি তাহলে আপনাকে জানানোর জন্যই Windows 9 রিলিজ করছে? আপনার উপর কি তাদের এতটাই আস্থা? হা হা হা না কেঁদে পারলাম না।

আপনি বলেছেন- বাচ্চাকাচ্চাদের খেলনা OS UBUNTU নিজেদের সেভেনের সমতুল্য দাবি করার সাহস দেখাচ্ছে। ভাইরে ধরেই নিলাম আপনার
Windows 9 ঠিকই আসছে। তবে মাথায় রাখতে হবে আজ যেটি নতুন আগামীকাল সেটি পুরাতন। আর আপনি যেসব বাচ্চা কাচ্চাদের কথা বলেছেন তারাতো খুবই Brilliant কারণ জন্মের পরই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। খেলতে খেলতেই তো শিখবে। তাও আবার UBUNTU দিয়ে। তারা মনে হয় বুঝতে পেরেছ বৈধ জিনিসই তারা ব্যবহার করবে। আপনার দৃষ্টিতে UBUNTU হতে পারে সাদামাটা কোনো OS. আমি সেটি নিয়েই গর্ব করবো যেটির জন্য আমাদের কেউ পাইরেসির তৃতীয় তালিকায় রাখবেনা। পরিশেষে একটি কথাই বলবো- বাবুই পাখিরে বলে ….. কুড়ে ঘরে থেকে করে শিল্পের বড়াই। আসুন না আজ থেকে মুক্তবুদ্ধির চর্চা করি।

    ব্যক্তিগতভাবে আমি লিনাক্সের ব্যবহারকারী। এটা একটা ফানিপোষ্ট এখনও আপনাদের মাথায় আসলোনা কেন তা ভাবতেই মাথা ঘুরাচ্ছে। কেউ কি ধরতে পারলেন না। আমি প্রথমে বুঝেছি কিন্তু…. বলিনি

    জিনাতপু আপনি কিন্তু ভারি অন্যায় করে ফেলেছেন। তারজন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আপনি বুঝতে পারার পরও জানাননি এটি ছিল ফানি পোষ্ট তাহলে কি ধরে নেব অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েছিলেন। যাহোক প্রথমে যে শাস্তির কথা বলেছিলাম সেটি হচ্ছে আপনি LINUX এর কোন ভার্সন ব্যবহার করেন আর আপনি কি লিফোর সদস্য?

    রিজভী ভাইয়া, নামটা ভাল করে লিখুন। আর হ্যা আমি Ubuntu ব্যবহারকারী। আপনি উবুন্টুকে সাটামাট বলছেন!!! আপনি কি ঠিক আছেন? উপলব্ধি করুনতো এটা কতটা শক্তিশালী।

    কি আর করব বলুন সবাই যে এখন শর্টকাটে কাজ সারতে চায়। এই যেমন বাংলা ছবির নাম শর্টকাটে বড়লোক, পোশাকের নাম শর্ট শার্ট, শর্ট কামিজ ইত্যাদি। তাইতো আপনাকে বললাম জিনাতপু (জিনাত+আপু=জিনাতপু)। বুঝতে পেরেছি আপনি মাইন্ড করেছেন। স্যরি।
    আমি UBUNTU কে সাদামাটা বলেছি এজন্য যে- লেখক ভদ্রলোক Windows নিয়ে যে পরিমাণ উৎসাহের সাথে LINUX কে সাদামাটা বুঝাতে চেয়েছেন তাই প্রতুত্তরে এ কথা বলেছি। তাছাড়া UBUNTU কে সাদামাটা যদি বলতাম তাহলে আমি এই যে মন্তব্য করলাম সেটি কেন লিনাক্স থেকে করলাম।
    লিনাক্সর প্রতি ভালোবাসার কারণে আমার পেশাগত কাজে প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। তাই কিছু কিছু গ্রাফিক্সের কাজ আছে যেগুলো আমি উইনডোসে গিয়ে সারতে হয়। চেষ্টা করছি কাটিয়ে উঠার জন্য। এ হিসেবে বলবো ভালো নেই। আর আপনার মন্তব্য পড়ে মনটা আরো খারাপ হয়ে গেল। পরিশেষে আবারো স্যরি আপনার নাম নিয়ে আপনাকে কষ্ট দেবার জন্য আসলে সবাই চায় সবার নাম যথাযথভাবে উচ্চারণ করা হোক। ভাল থাকুন।

    আরে ভাই, একটা হিউমার নিয়ে মজা করতেছেন কেন? আল্টিমেটলি তো উইন্ডোজই পচঁল!

Level 0

ভাই এইটা একটা ভাইরাস

Level 0

ডাউনলোড করার পর শুধুই আশ্চর্য হয়েছি যে, ১.৮কেবি থেকে ১০জিবি বের হয়ে আসলো ।
এখন বলেন কিভাবে ডিভিডি তে কপি করব?

    Level 0

    ভাই এটা কি ৪.৭জিবির ডিভিডি তে রাইট করা যাবে?
    আর আপনার একটা স্ক্রীণশট দেওয়া উচিত ছিল।

    ঘোড়ার ডিমের ভিতরে ছাগলের ডিম পাওয়া গেছে মনে হয়।

হ্ য ব র ল ……………….
vai apnara ektu clear koren

This may be a hacked version of 7

আপনি ১১ গিগাবাইট কে ১.৮ কিলোবাইট করেন আর নাইলে ৩৬০ গিগাবাইট কে ১ কিলোবাইট করেন তা আপনের ব্যাপার, কিন্তু আপনি উবুন্টু কে “বাচ্চাকাচ্চাদের খেলনা ওএস উবুন্টু” বলেন কোন সাহসে?? আপনি হয়ত উইন্ডোজ কে একটু বেশি-ই ভালবাসতে পারেন – তাই বলে যারা লিনাক্স এর মধ্যে নিজের স্বাধীনতা খুঁজে পেয়েছে তাদের-কে তো আপনি এভাবে আঘাত করতে পারেন না……সে অধিকার আপনাকে কেউ দেয় নি……..আপনার মত সবাই তো আর গোপন ভাবে মাইক্রোসফট এর কাছ থেকে উইন্ডোজ আনতে পারে না……!!! এভাবে নিজের মান-সম্মান নিজেই খোয়ানোর ব্যাবস্থা করবেন না………..আশা করি ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে ১১ বার চিন্তা করবেন……….

“গোপন সুত্রে খবর পাওয়া গেছে”
এই গোপন সূত্র ভূয়া তা বোঝা যাচ্ছে।
আর আপনি এই বাজে টিউন করার জন্য এখানে রেজিস্টার করেছেন…আপ্নি কি মনে করেন সবাই আপনার মত পানার পাগলা গারোদ থেকে পালাইছে…যে বললেন ১১ জিবি জিপ করলে ১.৮ কেবি হই আর সবাই তাই গিলবে…বিল গেটস আপনার শ্বশুর যে আপনাকে বলেসে লিনাক্স বচ্চা দের আর উইন্ডোজ আপনার মতন পাগল দের…আশা করি ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 120 বার চিন্তা করবেন তার পর বলবেন…

vai dload hoise extract o hoise 10GB paisi then r hoi na …..10 Gb ekta rar file paisi oita extract korte gele bole j no archive found

what is surprised!! ভাই মনে হয় এটা রাতে দুঃস্বপ্ন দেখছেন…তাই আবোল তাবোল লিখতেছেন…আপনি হইত বা windows কে বেশি ভালবাসেন তাই বলে Linux user করে যারা তাদের স্বাধীনতায় বাম হাত দেওয়ার কোন মানে হয় না …এবার বলেন বিল গেটস কি স্বপ্নে এসে আপানাকে ঘুষ দিয়েছিল এরকম Fake Advertise করার জন্য । তাই এইখানে লিখার সময় ১১*১২০*১০ বার চিন্তা করে লিখবেন যাতে অন্যর স্বাধীনতায় বাম হাত না পরে ।

উইন্ডোজ এর দালালি করার জয়গা পান নাই না। যা করছেন আর কইরেন please। ৩ নং এ কি লিখছেন, পুরিয়া কম হইছে না?

ভাই দালালি করার জন্য মাইক্রোসফট আপনাকে প্রতিমাসে কতো টাকা বেতন দেয়? ফালতু একটা টিউন করেছেন… আশা করছি আগামিতে এই ধরনের টিউন আর করবেন না… ডাউনলোড করার পরে মেজাজটাই খারাপ হয়ে গেলো।

7-zip 64 Bit নাকি 32 Bit কোনটা দিয়ে Extract করতে হবে তা কিন্তু আপনি আপনার টিউনে উল্লেখ করেন নাই!!!

vai 10GB Paisi but now when i exact ISO file then it say there is no file here,,,but why????plz know me what can i use window 9.

ara sob baiera sonen eta ekta windows 7 er hacked version download korar por extract koira dekhi matro 2.1GB ekta iso image file.eta windows 7

Level 0

আপনার পাগলামির উত্তর দিবার জন্য রেজিস্টার না করে পারলাম না। ১ম কথা হল উইন্ডোজ ৮ কি আপনি দেখেছেন? হা হা। ২য় কথা হচ্ছে উবুন্টু বাচ্চাদের? কি বলেন?? ৩য় কথা কোন ভিডিও আউপপুট দেয়া OS এর ব্যাপার না। সিস্টেমের ব্যাপার।

আসুন আপনার জিপ ফাইলের মিস্ট্রি সলভ করে দিই। সবাই শুনে নিন।
মনে করুন আপনি একটি ১১জিবি ফাইল ডাউনলোড দিয়েছেন। সেটা ০.৭% হতেই অর্থাৎ ৯মেবা মত ডাউনলোড হতেই সেটাকে স্টপ করে দিলেন। যার অর্থ দাড়াল যে আপনার ফাইলটি বর্তমানে ৯মেবা। কিন্তু ফাইল চেক করে দেখলেন যে সেটা ১১জিবি কেননা সাইজটা প্রথমেই মাউন্ট করে নিয়েছে ডাউনলোডার। এবার এটাকে কমপ্রেস করলেন সেটা হয়ে গেল আবার ৯মেবা। এবার এটাকে হাই কমপ্রেসন করে আবার করে ফেললেন ১.৬ কেবি কেননা ফাইলটা ISO না ফাইলটা ছিল একটি মাল্টিমিডিয়া ফাইল। এজন্য ভাল কমপ্রেস হল। মাঝখানে আপনি এটাকে ISO হিসেবে রিনেম করে দিলেন। আর এমন একটি পোস্ট দিয়ে বিখ্যাত হবার চেষ্টা করলেন।

অথবা কাজটি অন্য কেউ করেছে আপনি বোকার মত তাকে বিশ্বাস করলেন। হা হা হা।
যে কেউই ফাইলটি যেকোন ISO ম্যানেজমেন্ট প্রোগ্রাম দিয়ে খুলে দেখতে পারে। সেখানে বলে যে কারাপ্টেড ISO 😛
হা হা হা হা হাসতেই আছি হা হা হা।

Level 0

বুঝলাম উবুন্টু বাচ্চাদের । কিন্তু উইন্ডাজ কি চিটারদের ? অাপনার পোস্ট পড়ে তাই তো মনে হচ্ছে ।
অাপনার পোস্টের কোন কথার কোন ভিত্তি নেই । ১.৮ কে.বি. কম্প্রেশ করে খুব বাহবা চাচ্ছেন । ইউজারদের এভাবে ঠকায়ে লাভ অাছে ? Large File Creator 1.0.2.0003 দিয়ে যত বড় ফাইল তৈরী করা যায় । কিন্তু ওই ফাইলে ০০০০০০…….. ছাড়া অার কিছু থাকেনা । যা কম্প্রেশ করলে ১.৮ কে.বি.ই হয়ে যায় । যারা হাতে কলমে এই জিনিস টেস্ট করতে চান , তাদের ফেসবুক থেকে Mazhar Ahmed নামে একজনের কমেন্ট তুলে দিচ্ছি …

too simple. too too too simple. The file itself is nothing just some space mount.

I mean that file does not contain any data but it mounts a large amount of space. When you zip or rar whatever it it will be almost 0 due to no data. 😀

try th…is:::
Start a 5GB file download in torrent. when > 0% stop the download. Look at the file it’s 5GB. then zip it and see 😀

2.1 GB iso file ta DVD ta write korta gia dekhi the file is not vaild.

ভাই, আমি অত কিছু বুঝিনা, টেকটিউনকে অনুরোধ করবো, এই মিথ্যা টিউনটি যেন ডিলিট করা হয়।

চরম

ধাপ্পাবাজ

“গুজব শোনা যাচ্ছে কয়েকজন টিউনার নাকি উইন্ডোজ নাইন ইন্সটল করে ফেলেছে”, অনেকে কল করেও জানতে চাচ্ছে- ঘটনাটা কি? আমি নিজেও দেখেছি আমার কম্পিউটারে এক্সট্রাক করে ফাইলটা ISO এবং ১১ জিবি। এটা কি ভাবে রাইট করতে হয় জানা নাই। তবে অনেকেই নাকি তাদের পোর্টেবল ড্রাইভ দিয়ে সেটাপ দিয়েছে। এবং এটার গ্রাফিক্স নাকি আগের গুলোর চেয়ে ভালো এবং দারুন স্পীড। তবে একে মডিফাই করা হয়েছে যা সম্পূর্ন আলাদা। যেমন নতুন উইন্ডোজ ৭ এ জাবার পর যেমন পরিস্থিতি হয়েছিলো।
এখন আমি আছি দ্ধিধা-দন্ধে। কেউ কি বলবেন-১১ জিবি ISO কি ভাবে রাইট করা যাবে ???

    নিড ফর স্পিড হট পারস্যুট ২ গেমটার সাইজ দেখেছেন ??? প্রায় ৮ গিগা। কিভাবে ডিভিডিতে দিয়েছে বলুন দেখি। 😉

    Level 0

    জ্বি। সেটা দুই ডিভিডির গেম । এখন ব্লুরের যুগ । সব গেমের সাইজ দুই ডিভিডি , যেমনটা হয়েছিল সিডির যায়গায় । আপনার মত ফাইলে কোটি কোটি শূণ্য ভরে ছেড়ে দেয়না 😛

    উ…. ব্যফক বিনোদন…. 😉

    Level 0

    @জিনাত রেহানা: lol

i guess nobody in here understands what is called irony!! its a pure joke guys!dont just start arguing on any point.the writer didn’t mean any of these!

Level 0

[img]http://designrdm.files.wordpress.com/2009/04/windows9.png[/img]
জানালার বাতাস খাইতে কি মজা 😀

এটা কাজ করছে। কি সুন্দর পরিচ্ছন্ন ডেস্কটপ। আমি কিন্তু খুব সহজে করতে পেরেছি। আমার বড় ভাইয়া আমাকে হেল্প করছে। তবে আপনি এটুকু বললেই পারতেন যে ৩২জিবি পেনড্রাইভ অথবা পোর্টেবল হার্ডড্রাইভ দিয়ে করতে হবে। তাহলে এত টেনশন হতোনা। তারপরেও পারলাম। ধন্যবাদ উইন্ডোজ লাভার। এরকম টিউনই চাই।

    Level 0

    খাইছে আমারে আপনার বড় ভাই কি বিল কাগুর লগে লাম করে নাকি।আয় হায় দেশে দেখি আবুলে ভর্তি হয়ে গেছে।

    আপা আপনি একবার ওয়েব ক্যামেরার সামনে আসবেন? আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে এতদিন আমরা গাঁজা খেয়ে কম্পিউটার শিখেছি! তাই আপনার কাছ থেকে আমার কম্পিউটার শেখার খুব দরকার মনে হচ্ছে। আর আপনার বিলগ্রেস্ট ভাইতো আছেই।

    আমিন ভাইয়া,
    ভদ্রতার একটা সীমা আছে। মেয়েদের কাছে কেন! ছেলেরা কি নেই? ভাষা ব্যবহারে সাবধান হোন। এখানে আপনার যেমন অধিকার আছে কথা বলার, ঠিক আমারও। আর ভাইয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। শুধু উইন্ডোজ নিয়া পড়ে থাকেন। ম্যাক চালিয়েছেন? লিনাক্স?

    কম্পিউটারে বয়স কত আপনার? ছবিতেতো বাচ্চা বাচ্চা লাগছে। গাজা গাজা করছেন কেন? খেয়েছেন? ওয়াক……..

    Level 0

    আপু বিল গেটসরে বইলেন তো একটু যোগাযোগ করতে আমার সাথে । ব্যাটা আমার কাছ থেকা উইন্ডাজ নাইন রেডিমেড চুরি করা পলান দিল । এখন দেখেন না পুলাপান বিল্লু বুঝতাছে না এইট না ছাড়া নাইন বাজারে ছারলে প্রবলেম আছে :/

    আমি এখনই একটা মেইল দিচ্ছি। দেখি কি বলে। আপনার সাথে সে দেখা করতে পারলে তার জীবনটাই ধন্য।

    কাগু লো… মুই ত ইনিসটল কোরি গেছি গা… কি জিনিস মাইরি………………….. মুর তঁ আর পিছি অফ করতেই ইছছা করছেনা গ……………………… 3:D

    ও আচ্ছা বলতে ভুলে গেছিলাম, আমিল ভাইর একখানা দারুন দামী খ্যামেরা আছে। উহার সামনে আমাকে আসতে বলেছেন।

    এটাও ব্যাপকভাবে বিনোদিত হইল 🙂

    আপু আপনি যে ক্যামেরা নিয়ে এত কথা বলছেন কিন্তু আপনি আপনার পিকচার টাই ত ফেক দিয়েছেন…আমি অন্তত ২০ টা fb profile এ এই প্রোফাইল পিকচার দেখেছি…আর আপনি যদি সেটআপ দিতে সফল হন তবে prove করে দেখান…………fajlami koren na..

    @ফাইয়াদ ইফতিখার রাফী,

    ভাই এইটাতো ফাইজলামি করার জায়গা!!!

    আপনে দেখি ফাইজলামি ও বুঝেন না!!!

একটা উইন্ডোজ ৯ এর স্কীন সর্ট পেলামঃ

সত্যিই পাগলা গারদে আইসা পরলাম। সবাইরে(যারা ফাইল সাইজ নিয়া দ্বিধায় আছেন) বলি, ফেক বা ডামি ফাইল তৈরি করা কোন ব্যাপারই না অনেকভাবেই এটা করা যায়।

নাহ! দারুন জিনিষ সেয়ার করেছেন। মনে হচ্ছিল একটা বাজে মন্তব্য লিখি! কিন্তু তারপরও লিখলাম না! কেন জানেন? কারন টেকটিউনস এর সম্মান আছে। টেকটিনস এর নীতিমালাতে যে কথা গুলো লিখা আছে সেগুলো হয়তো আপনি পড়েন নাই। আপনি যে টিউনটি করেছেন সেখানে মজার কথা খুব ভালই লিখেছেন কারন আপনি লিখতে পারেন কিন্তু স্ক্রিনশট দেন নাই কেন? আপনার কাছে উত্তর সম্ভবত নাই (না থাকার কথা) কারন আপনি তো আর সেই ১১ জিবি (Windows Nine Ultimate.ISO) ফাইলটির মধ্যে প্রবেশ করে দেখেন নাই তাই এটার স্ক্রিনশট দেয়া সম্বব হয়নায়। আর এটা পেন্টিয়াম ১ র‍্যামঃ ৬৪ এম্বি সম্বলিত পিসিতে খুব ভাল ভাবেই চলবে কিন্তু এটা কিভাবে সম্ভব? পেন্টিয়াম ১ গল্প কি আপনার দাদীর কাছে শুনেছেন? আর সারাজীবনে আপনি কি পেন্টিয়াম ১ দেখেছেন? আরে মফিজ মিয়া পেন্টিয়াম ১ এ ১ জিবি থেকে সম্ভবত ৬ মত হার্ডডিক্স থাকে সেখানে কিভাবে ১১ জিবি দিব এটা তো দারুন চিন্তার বিষয়। এই ফাইলটি যে ১০০% নষ্ট তা আমার কাছে প্রমানিত। এই ফাইলটির মধ্যে কি কি আছে তা দেখা আমার পক্ষে সম্ভব হইনায়।

তাই কিভাবে এটা ব্যবহার করবো তা আওট অফ কন্ট্রোল !

কম্পিটারের ” ক ” বুঝেন না আবার ” পিউটার” বাদ দিয়ে টেকটিউনস এর ব্যবহার কারীদের নিয়ে ব্যস্ত!

    ক্যান ভাই ??? পেন্টিয়াম ১ প্রসেসর এর সাথে হার্ডডিস্কের কি সম্পর্ক ??? ক্যানো মাত্র ৬ গিগাই হার্ডডিস্ক থাকবে ???
    প্রসেসর এর সাথে মেমোরীর লিংক থাকতে পারে, স্টোরেজের ক্যানো থাকবে ?

    মাথায় চক্কর শুরু হইছে। পি১কিভাবে নাইন দিবান?

টিউনটি মুছে ফেলা হোক।
আর এই ধরণের ভূয়া অথবা মজা করার জন্য টিউন লেখলে অবশ্যই টাইটেলে জানিয়ে দেবেন।
আশা করি বুঝতে পেরেছেন।

    ইহা কোন বিভাগে রহিয়াছে তাহা খেয়াল করেন নি?

    জিনাত রেহানা উইন্ডোজ লাভার এর আরেকটা নিক।আইপি ট্রেস করলে বুজা যাবে।প্রক্সি ইউজ করলেও ধরা খাবে। 😀

    Level 0

    তা ভাই নিশাচর আপনি যে একটা আবুল এটা কি না বুঝালেই না।

    আবুল বলতে আমারও লজ্জা হচ্ছে। আবুলদের অপমান করা হবে। হাহাহাহ 🙂

টিউন টি দেখছি বিভাগ= টেক হিউমার
তারপরও আপনারা কেন যে,,,,,,,,,,,,,,,

    শেষে আপনিও.. 🙂

    Level 0

    টিউনটি করেছেন আপনি। ( জিনাত রেহেনা) হা হা বিয়াপক বিনোদোন। 😀 🙂 😛 😳 😥 👿 😈 🙄
    থ্যাংকু

    Level 0

    হায়রে এক পোস্টেই এত বিনোদন।এই বিনোদন বিনোদন না আরো বিনোদন আছে।এই জিনাত নিয়ে যাবে আবুলদের সেই বিনোদনের কাছে।

    জিনাত আফা, আমাগোও একটু বিনোদন দেখান

Level 0

কষ্ট করে “টেকটিউনস” নীতিমালাগুলো কি আর একবার দেখা যায় কি?
https://www.techtunes.io/terms/ এই লিংকটা একটু দেখুন
আশা করি সামুর মত বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন
ধন্যবাদ

    Level 0

    আরে খাইছে কিছু আবুল তো দেখি মজাও নিতে দেয় না।কি সুন্দর জিনাত আপা মজা দিল।এখন কিছু আবুল আসছে নীতিমালা দেখাইতে।আরে তাইলে এডমিন আবুলদের বলেন এই বিভাগ তুইলা ফেলতে।

    হিহিহিহিহিহ কি মজা 🙂

    এখানের মানুষগুলো এত রসকসহীন জানতাম না। উইন্ডোস ব্যবহারকারীদের মাঝে কোনো রসকষই নাই।

    ব্যফকভাবে উইন্ডোজ লাভার মজা লুটে লিলরে 🙂

    জটিল বললেন 😀 তবে মজা পেয়েছি। যাদের হার্ডড্রাইভে জায়গা বেশী এটা দিয়ে ওগুলো ড্রাইভ ফুল করে দেয়া যাবে।

    @wintu,
    হাত থাকতে মুখে কি??

    Level 0

    @ দিহান ভাইজানের কি নামের মতই মগজটাও কি হিমায়িত নাকি।আর কথা শুনে ভুই পাইছি।চাপাতী লীগের কর্মী নাকি?তয় আবুল লীগের নেতা নলে মনে হয়।

টেক হিউমার না হলে ,লেখককে অনেক কিছু বলার ছিল।

ভাগ্যিস আমার ইয়েলো রে রাইটার ছিল… তাছারা তো ইনস্টল এ দিবার পারতাম না…

আজকে মাত্র সেভেনের একটা নতুন ফিচার পাইলাম
উইন ৭ এ স্টার্ট থেকে নেট সার্চ করতে পারেন !
http://www.online-tech-tips.com/windows-7/search-the-internet-from-your-windows-7-start-menu/

৯ আসবে তবে মিনিমাম ৫-১০ বছর পরে

ভাই আপনি ভুল ঠিকানায় এসেছেন……
আপনি বললে পাবনার হেময়তপুর এ আপনার সংগীদের জন্য একটা ফোরাম খুলে দিব………. ঐখানে যা পারেন পোস্ট করেন॥ কেও কিছু বলবেন…..
আর মাইক্রোসফ্ট নিজের business নিয়ে চিন্তা না করে তার সব প্রোডাক্ট যদি গোপন সুত্রে publish করে তাহলে তো তার লাল বাত্তি জলবো….
আর যদি সত্তি এ win9 বের হয় এবং তার link আপনি official website ছাড়াই publish করতে পারেন তাহলেতো আপনি one of the pirates যারা
soft চুরি করে………………..
সর্বশেষে………………………. ধন্যবাদ…..

অনেক অনেক ধন্যবাদ জটিল একটা TUNE এর জন্যে।

প্রথমে মনে হইতেছিল এইটা আমার PC তে SUPPORT করবে না, কারণ আমার
PENTIUM 1.1 , 512KB RAM, 1000KB HDD….

কিন্তু এইটা আমার PC তে INSTALL হইছে……! কেমনে হইল আমি জানি না, আমি শুধু আমার RED-RAY disk দিয়া install মারছি।

জটিল “উইন্ডোজ“ ! আমার তো এখন PC বন্ধই করতে মন চাইতেসে না। কি সুন্দর ! কি সুন্দর!

TUNER কে এরকম আরও অনেক জটিল জটিল TUNE উপহার দেয়ার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি।

Level 0

Lekhar jonno thanks

হা হা হা হা খুব মজা পেলাম টিউনেটা পরে উনি আসলে উইন্ডোজ লাভার না উইন্ডোজ পাগলা।

Level 0

@কৌশিক, নিঃসঙ্গ, রিজভী, মাহ্ফুজ, ফাইয়াদ ইফতিখার রাফী ,নিরবে একজন, Manajir Ahsan, আব্দুল মালেক ,আবদুল বাকী, আমিনুল, সাইফুল ইসলাম, সিংুলারিটি….আপনাদের উদ্দেশ্যে বলছি। আপনাদের মাথায় কি টিউমার আছে? যে হিউমার কি জিনিস সেটা বুঝতে পারেন না। এতদিন শুধু শুনেই এসেছি টেকটিউনে বেশ কিছু ব্ল্যাক বেংগল ছাগল আছে। আজকে সেটার জলজ্যন্ত উদাহারন পেলাম। আর যারা পোস্টটার মজা নিতে পেরেছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু কষ্ট করে যে কয়টা ব্ল্যাক বেংগল ছাগল আছে তাদের মাথার টিউমার অপসারন করে হিউমার ভরতে পারেন কিনা দেখেন। সবশেষে পোস্টকারীর উদ্দেশ্য বলবো, ব্যাফক বিনুদুন। হা হা হা হা হা।

    Level 0

    টিটির সাবাই হয়ত একটু রসকস হীন। তাই বলে সাবাইকে ব্ল্যাক ব্যঙ্গল ছাগল বানাইয়া দিলেন? 😥
    নাকি আপনার কমেন্টও একটি হিউমার কমেন্ট////////// 😈 🙄

    আলম ভাই, ডোজ একটু কমাইয়া দেন না? 😀 😀

    Level 0

    @BULBUL ভাই, হাই ডোজ উইথ হিউমার
    @দিহান ভাই, অল্প অল্প ডোজ যদি শুরু থেকেই এডমিন দিতো তাহলে এই কড়া ডোজের দরকার হতোনা। আশা করি টিটির কিছু সদস্যদের মাথার টিউমারের বদলে হিউমার ডুকবে এবং টিটির এই টেক হিউমার বিভাগটা আরো সমৃদ্ধশালী হবে।

    @alamctg, আমি আপনার ভাষায়ই কথা বলছি।আপনার মাথায় যে খালি হিউমারই ঘুরে বুঝা যাচ্ছে।নাহলে আমার কমেন্ট পড়ে বুঝতে পারতেন আমি কি বলেছি।টেকটিউনস হয়ত আমাদের মত কতগুলো ব্ল্যাক বেংগল ছাগলদের জন্যই তৈরী,আপনার মত যমুনাপাড়ি ছাগলের জন্য নয়।এটা সামু নয়,এখানে আসতে হলে অনুগ্রহপূর্বক ভদ্রতা শিখে আসবেন।আপনার মত কিছু বিদ্যান ছাগল টেকটিউনসে এসে ছাগলের সংখ্যা না বাড়ালেই ভাল হয়।এই টিউন পড়ে শিশু শ্রেণীর বাচ্চাও বুঝবে যে এটি একটি ফান টিউন।এখানে যারা কমেন্ট করেছেন তারা ফান করেই করেছেন,সেটা হয়ত আপনার উর্বর মস্তিষ্কে ঢোকে নাই।
    আমার নিম্নোক্ত কমেন্টটি ভালভাবে পড়ুন।
    নিঃসঙ্গ says:
    ১৭ জানুয়ারি, ২০১১ at 4:31 পুর্বাহ্ন

    উপরের দিকে আমি একটি কমেন্ট করেছি।তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেন।পরে টেক হিউমার নামে যে একটি বিভাগ আছে তা তাকে মণে করিয়ে দেয়া হলে তিনি তা এডিট করেন।সুতরাং যারা মজা লুটছেন এই বলে যে টিউনটি টেক হিউমার বিভাগে করা হয়েছে,আপনারা দেখেননি,আপনারা বোকা।তাদেরকে বলছি তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেছিলেন।প্রথম কয়েকটি লাইন পড়লেই বোঝা যায় এটি টেক হিউমার বিভাগের টিউন।অন্য বিভাগে দেয়াতে আমি তাকে উপরোক্ত মন্তব্যটি করেছি।পাঠকদের প্রতি প্রশ্ন রইল,প্রথমে খবর বিভাগে টিউন করে তিনি কি ভুল করেননি?

    এরপরেও যদি বিষয়টি আপনার বিদ্যান মাথায় প্রবেশ না করে থাকে,তাহলে আপনাকে আবারও বলি আপনি একটা যমুনাপাড়ি ছাগল।

আসলে গত কয়েকবছরে আপনাদের শুধু দেখেই আসছি। রসকষহীন টিটি পাড়া যেন খা খা করছে। তাই আপনাদের ব্যফক বিনোদনের লেখক / লেখিকার অনন্ত প্রয়াস নিশ্চয়ই ভাল লাগছে।

কিন্তু আমাকে নিয়ে বাজে সব কথা বলায় এখানে আর আসা সম্ভব নয়। আর হ্যা ছবিটি আমারই। কত ছবি চাই? ফেসবুকে একসময় ভাল লাগতো। এখন এত পচা হইছে। আবার আসবো সে পর্যন্ত ভাল থাকুন এবং বিনোদন কি জিনিস তা আবার বুঝে নিন। না বুঝলে শীতের
রাতে নদীতে গিয়ে ২০০ডুব দিয়ে আসুন বিনোদন কাহাকে বলে।

লেখাকে নয়, লেখককে উৎসাহিত করুন। যাহোক ভাল থাকুন সুস্থ থাকুন। ওপেনসোর্স এর চর্চা করুন। এসব চোরাই জিনিস ব্যবহার করে নিজেকে চোর বানাবেন না।

মূল লেখা দেখতে : http://forum.projanmo.com/topic22155.html

বিষয়টি আপনারা কেন মার নিচ্ছেন না বোধগম্য হচ্ছেনা। কোন বিভাগের কি কাজ আপনারতো জানেনই 🙂

টিটিপাড়া রকস।

রাশেদুল কবির লিখেছেন:
ভাই, আপনারা যারা উইন্ডোজ নাইন নিয়ে হাসাহাসি করছেন, আপনারা কি আসলেই আই এস ও টি পরীক্ষা করে দেখেছেন? না জেনে কেন এমন করছেন? জানেন উইন্ডোজ কত ভালো একটি ওএস? কালকে রাতে আমি এই উইন্ডোজ নাইন এর খবর পাই। আইএসও টি নিয়ে প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত বড় আইএসও , ডিভিডি তে কিভাবে বার্ন করব। অনেক ভেবেচিন্তে কোন কূল পেলাম না। পরে এক বড় ভাই তার ৩২ গিগা পেনড্রাইভ দিলেন। আই লাইভ ইউএসবি বানিয়ে বুট করে হতবাক!
এত সুন্দর ওএস! কি বলব ! এত ফাস্ট!
কিন্তু প্রথমেই লাগল সমস্যা। sad আমার মাউস কাজ করে না। কি করা যায় ভেবেই পাই না। তারপর হটাৎ মনিটরে চোখ পড়ল। দেখি এক যায়গায় লিখা “যারা যারা টাচ মি টাচ মি টাচ মি”। আমি কি করব বুঝতে পারছিলাম না। শরমে হাত দেই নাই। হটাৎ হাত দিতেই দেখি ওআআআআওওওওওও ! ! ! আমার মনিটর অটো টাচ হয়ে গেছে। উইন্ডোজ নাইনের এক অতুলনীয় ফিচার হল এই টাচ মি।
শুধু এখানেই শেষ নয়, একটি ক্র্যাক ফাইলের মাধ্যমে আমি উইন্ডোজ নাইনের “ফিল মি” ফিচারটি ও চালু করে নিলাম। এটি দিয়ে আপনি টাচের সাথে ফিল ও করতে পারবেন। সম্পুর্ন রিয়াল ফিলিংস! আমি বিশ্বাসই করতে পারি নি প্রথমে এমনটা সম্ভব। পরে ধরে দেখি আসলেই তাই ! (কি ধরেছি বলা যাবে না)

এরপর আমি গান শুনতে চাইলাম। শীলা কি জাওয়ানি আমার ডেস্কটপেই ছিল। ক্লিক করতেই আমার অবস্থা শেষ। আমার মনিটর পুরা থ্রি ডি ! শীলা দেবি আমার টেবিলার উপরেই নাচা শুরু করল… আর সাথে সেই অনবদ্য টাচ মি- ফিল মি ফিচার! ভাবতে পারেন? আমি অবস্য বেশিক্ষন চালাতে পারিনি। টেবিলের উপর এত নাচানাচি করলে তো আমার টেবিল নস্ট হয়ে যাবে।
রিয়াল থ্রীডি দেখতে হলে উইন্ডোজ নাইনের কোন বিকল্প নেই। যে কোন সিআর টি মনিটরকেই এটি থ্রীডি বানিয়ে দেয় শুধুমাত্র ইন্সটলে।
তার উপর এটিতে ব্যাবহার করা হয়েছে ন্যাচারাল ইফেক্ট ইঞ্জিন। আপনি যখন গেম খেলবেন বা মুভি দেখবেন আপনার আসেপাশের সবকিছুর একটা অনুভুতি তৈরি হবে। আমি কিছুক্ষন রেসিং গেম খেলে দেখেছিলাম। দেখি মনিটরের পেছন দিয়ে গাড়ির ধোয়া বের হয়।ধোয়ার জন্য খেলতেই পারি না। পরে ক্যামেরা চেং করলাম। গাড়ির ভেতরে বসলাম। আর কি বলব, পুরান গাড়ি sad গাড়িতে পেট্রলের গন্ধ পাচ্ছিলাম।
আর বাংলা ভয়েস সাপোর্টের কথা তো আগেই শুনেছেন। আমি আর কি বলব । তবে খবর নিয়ে যানতে পারলাম এই ওএস নাকি ১২৮ বিট এ চলে। যাদের প্রসেসর সবসময় ৬০% এ কাজ করে তাদের প্রসেসর এ এটি ১০০% লোড দিতে সক্ষম সবসময়।
গ্রাফিকাল ইন্টারফেসের কথা আর কি বলব। গ্নোম তো এর কাছে একটি মলিন ফুলবাগান। আর কেডিই ? ধুর! ওইটা তো কিছুই না। এর ইফেক্ট এর কাছে কম্পিজ নাতিপুতি! আরো কত নাম জানা না জান ফিচার যে আছে এই ওএস এ আর কি বলব।

আপনারাও বাচ্চাকাচ্চাদের উবুন্টু আর টিনেজ পোলাপানের স্যুসে ছেড়ে একবার উইন্ডোজ নাইনের লাইনে আসুন। জীবনের লাইফেই তখন লাইন খুজে পাবেন।
——————————–
এটাকি ইন্ডিয়ান হাইব্রিড নাইন??? এটা হল বাংলাদেশী তাই শিলা আর মুন্নির যৌবন দেখতে চাই না। আমরা ব্যাপকভাবে বাঙলা দেখতে চাই অবম্যই কাটপিস ফেলে।

আমরা থ্রিডি দেখবো অফু বিশ্বাস, সাকিরা খান, সাকিব খান, কাউয়া খান এছাড়া নামি ডামি আরও কটো লায় লায়িক যে আছে বাঙলায় তা লিখলে প্রজন্মর পাতা শেষ হয়ে প্রজন্ম কেন্দে দিবে।

যাহউক, আমাদের দাবী, এটাকে ইন্ডিয়ান হাইব্রিড না করে বাঙলা ব্রিড করার জন্য ভিণীত আনুরধ করছি মাইকলোষফটএর কাছে।
——————————–
আর কইয়েন না, এক ফ্রেন্ড রে শালা কইয়া গালি দিতেই বিল গেটসের ছবি চলে আসল। শুয়র কইতেই দেখি ডেক্সটপে নিজামীর ছবি। গরু কোথাকার তোর গোয়ালঘরে থাকা উচিত কইতেই টিটিপাড়ার সাইট খুলে গেল আইই৪২০ এ।

ফানিপোষ্ট

    জব্বর দেখালে বাবা ইউন্ডোজ প্রেমী,:d

    আর হাসতে পারছি না অনেক হাসা হল!

    ja dekhalen boss.
    wah wah wah.
    onek din por real moja pailam.

    আপনারটা পোস্ট করলে আরো মজা পেতাম ।। হা হা হা। জটিল

    Level 0

    আপনার কথা আমার ভাল লাগল সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি যাদুকরি জিনিসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য । আর কারও না লাগলে ও আমার এইটা না হলে চলবেই না । আপনার মঙ্গল কামনা করছি এবং সেই সাথে আর বিস্তারিত জানার জন্য অপেক্ষায় রইলাম । চালিয়ে যান আমি আপনার পাশে আছি ।

ভাইয়া প্লিজ আমাকে মেইল করেন… ডাউনলোড লিংক পাচ্ছিনা…

[email protected]

খুশি হব… মেইল করলে… এক কথায় দারুন পোস্ট… ওয়াও

ওয়াও এক কথায় অসাধারন । iso ফাইলটির ভিতরেই স্ক্রীনশটসহ ইন্সটলের নিয়ম দেয়া আছে । জোস… ভাল লাগল । আরো মজার ব্যাপার হল… এক এ্কটা স্ক্রীনশট… বা্পরে ২৪ মে.বা. । আরে জুম করতে থাকবেন তারপরেও কোন ফাটাফাটি নাই… কি দারুন না। 😀

কি আর বলব? আমার জন্মে এমন উইন্ডোজ ব্যবহার করি নাই। আমার ইন্টারনেট কানেকশন ছিল না। এইটা লাগানোর সাথে সাথে কৈ থেকে জানি ১ মেবা স্পিডের নেট আইসা হাজির। এই স্পিড পাইয়া অভিভূত হইয়া বর্তমানে উইন্ডোজ ১০ ডাউনলোড দিতেছি !!! 😛

    Level 0

    দিহান ভাই, আপনি দেখি স্পীড কম পাইতেছেন। আমি তো পুরা ৯ মেগা স্পীড পাইতেছি। তাও আবার ৯ মেগাবিট না ৯ মেগাবাইট কইরা!!!!

একটা মানুষকে এতটা অপমান করা ঠিক না।

Level 0

সাদা মানুষ says:
ধন্যবাদ

উপরের দিকে আমি একটি কমেন্ট করেছি।তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেন।পরে টেক হিউমার নামে যে একটি বিভাগ আছে তা তাকে মণে করিয়ে দেয়া হলে তিনি তা এডিট করেন।সুতরাং যারা মজা লুটছেন এই বলে যে টিউনটি টেক হিউমার বিভাগে করা হয়েছে,আপনারা দেখেননি,আপনারা বোকা।তাদেরকে বলছি তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেছিলেন।প্রথম কয়েকটি লাইন পড়লেই বোঝা যায় এটি টেক হিউমার বিভাগের টিউন।অন্য বিভাগে দেয়াতে আমি তাকে উপরোক্ত মন্তব্যটি করেছি।পাঠকদের প্রতি প্রশ্ন রইল,প্রথমে খবর বিভাগে টিউন করে তিনি কি ভুল করেননি?

আমি হাসতে হাসতে অজ্ঞান হইয়া গেলাম! ভাই, আমাকে একটু ধরেন…!

@alamctg, আপনি আমার “গান্জার পুরিয়া” র কথা বোধ হয় খেয়াল করেন নি……….অবলীলায় আমাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল এর সাথে তুলনা করলেন,,,,,,আমি আপনাকে কিসের সাথে তুলনা করবো সেটা খুঁজে পাচ্ছিনা………আপনি আসলেই মাল……….মূল পোস্ট করার ১ দিন পরে এসে এখানে হিউমারের গন্ধ শুকে বেড়ান…….এটা যে হুমার ছিলো আবালদেরই একদিন লাগে…….বাকিরা পোস্ট পড়েই বুঝতে পারে………..(এইজন্যই এই কমেন্ট করেছিলাম:
কৌশিক says:
১৫ জানুয়ারি, ২০১১ at 4:54 পুর্বাহ্ন
আপনার গান্জার পুরিয়ায় ভেজাল আছে…..অরিজিনাল হইলে উইন্ডোজ নাইনটি দেখতে পাইতেন চউক্ষের সামনে………)

আপনি আসলেই আবাল, আমার হিউমার আপনি বুঝতে পারেননি……..আপনার মতো আবাল টেকটিউনসে ১ পিস ই আছে………..

কৌশিক says:
১৯ জানুয়ারি, ২০১১ at 2:29 পুর্বাহ্ন

@alamctg, আপনি আমার “গান্জার পুরিয়া” র কথা বোধ হয় খেয়াল করেন নি……….অবলীলায় আমাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল এর সাথে তুলনা করলেন,,,,,,আমি আপনাকে কিসের সাথে তুলনা করবো সেটা খুঁজে পাচ্ছিনা………আপনি আসলেই মাল……….মূল পোস্ট করার ১ দিন পরে এসে এখানে হিউমারের গন্ধ শুকে বেড়ান…….এটা যে হিউমার ছিলো সেটা বুঝতে আবালদেরই একদিন লাগে…….বাকিরা পোস্ট পড়েই বুঝতে পারে………..(এইজন্যই এই কমেন্ট করেছিলাম:
কৌশিক says:
১৫ জানুয়ারি, ২০১১ at 4:54 পুর্বাহ্ন
আপনার গান্জার পুরিয়ায় ভেজাল আছে…..অরিজিনাল হইলে উইন্ডোজ নাইনটি দেখতে পাইতেন চউক্ষের সামনে………)

আপনি আসলেই আবাল, আমার হিউমার আপনি বুঝতে পারেননি……..আপনার মতো আবাল টেকটিউনসে ১ পিস ই আছে………..

@alamctg, আমি আপনার ভাষায়ই কথা বলছি।আপনার মাথায় যে খালি হিউমারই ঘুরে বুঝা যাচ্ছে।নাহলে আমার কমেন্ট পড়ে বুঝতে পারতেন আমি কি বলেছি।টেকটিউনস হয়ত আমাদের মত কতগুলো ব্ল্যাক বেংগল ছাগলদের জন্যই তৈরী,আপনার মত যমুনাপাড়ি ছাগলের জন্য নয়।এটা সামু নয়,এখানে আসতে হলে অনুগ্রহপূর্বক ভদ্রতা শিখে আসবেন।আপনার মত কিছু বিদ্যান ছাগল টেকটিউনসে এসে ছাগলের সংখ্যা না বাড়ালেই ভাল হয়।এই টিউন পড়ে শিশু শ্রেণীর বাচ্চাও বুঝবে যে এটি একটি ফান টিউন।এখানে যারা কমেন্ট করেছেন তারা ফান করেই করেছেন,সেটা হয়ত আপনার উর্বর মস্তিষ্কে ঢোকে নাই।
উপরের দিকে আমি একটি কমেন্ট করেছি।তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেন।পরে টেক হিউমার নামে যে একটি বিভাগ আছে তা তাকে মণে করিয়ে দেয়া হলে তিনি তা এডিট করেন।সুতরাং যারা মজা লুটছেন এই বলে যে টিউনটি টেক হিউমার বিভাগে করা হয়েছে,আপনারা দেখেননি,আপনারা বোকা।তাদেরকে বলছি তিনি প্রথমে টিউনটি খবর বিভাগে করেছিলেন।প্রথম কয়েকটি লাইন পড়লেই বোঝা যায় এটি টেক হিউমার বিভাগের টিউন।অন্য বিভাগে দেয়াতে আমি তাকে উপরোক্ত মন্তব্যটি করেছি।পাঠকদের প্রতি প্রশ্ন রইল,প্রথমে খবর বিভাগে টিউন করে তিনি কি ভুল করেননি?

এরপরেও যদি বিষয়টি আপনার বিদ্যান মাথায় প্রবেশ না করে থাকে,তাহলে আপনাকে আবারও বলি আপনি একটা যমুনাপাড়ি ছাগল।

    এটা যে টেক হিউমার বিভাগে প্রকাশ করা ঐচিত, সেটা আপনি লেখককে স্মরণ করিয়ে দেননি। আপনার পোস্ট পুরো আক্রমণাত্তকই ছিল। কথাটা শুধু আদনান ভাই লেখককে স্মরণ করানোর চেষ্টা করেছিলেন। প্লীজ এখন কথা ঘুরানোর চেষ্টা করবেননা। কোনটা ফানি কমেন্ট আর কোনটা এটাকিং সেটা নিশ্চয়ই বোঝা যায়।

    লেখককে আমি স্মরণ করিয়ে দিয়েছি আমি সে কথা বলিনি।”এতদিন শুধু শুনেই এসেছি টেকটিউনে বেশ কিছু ব্ল্যাক বেংগল ছাগল আছে।”কোন ব্যক্তি টিটি এর সদস্যদের নিয়ে এ ধরনের কথা বললে সেটা হয়ত আপনার ভাল লাগতে পারে,তাই বলে অন্য কারো নয়।alamctg,যে ভাবে কথা বলেছেন,আমিও সে ভাবেই বলেছি।আপনার এত লাগার কোন কারণ দেখতেছি না।আমি কথা ঘোরানোর চেষ্টা করছি না।

টেক হিউমার হিসেবে অসাধারন। তবে কারো কারো আজিব সিরিয়াসনেস দেখে আরো বেশী মজা পাইলাম।
এইটা রম্য পোষ্ট সেইটা কি ট্যাগ দেখে বুঝতে হয় নাকি, পড়লেই তো বুঝা যায়

Level 0

ভাই পোষ্ট টি যিনি দিয়েছেন উনি সফল! আমি উনাকে কমেন্টস করছি না, আমি আপনাদের কমেন্টস করলাম, এই বাজে পোষ্টে কমেন্টস করার জন্য…

screenshot den????????????

Level 0

উইন্ডোজ 9 আমি হতভম্ব………… আরে বন্ধু, আপনার টিউন থেকে এ কি শুনছি……… খুবই ভালো….. হিংসার কোন কারণ নেই…….. ভালো হলেই কাজে লাগবে….. আপনার টিউন খুবই সুন্দর ও কাজের….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….