1. যতক্ষন কম্পিউটারের সামনে থাকবেন ততক্ষন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে হাই ভলিউমে গান শুনতে হবে। কারন এটি কম্পিটার সাইন্সের ছাত্র ছাত্রীদেরর স্মার্টনেসের পরিচয়।
প্রয়োজনে সব লেখা পড়া ফেলে
2. ফেসবুক, টুইটার, মাইস্পেস এ সব সোসাল নেটওয়ার্কে অবশ্যই অনেক গুলো একাউন্ট থাকতে হবে। এবং সারাক্ষন বন্ধুদের সাথে চাটিং করতে হবে।
এখানে সকল সোসাল নেটওয়ার্কের লগো আছে। আপনার পছন্দের গুলো বেছে নিন
3. উইকিপিডিয়া, এনচার ডট কম ইত্যাদি শিক্ষামূলক সাইট থকে এক টেরা মিটার দূরে থাকতে হবে। প্রয়জনে আরো বেশি দূরে থাকা যাবে।
এসব সাইটে যাওয়া চলবে না
4. ক্লাশে অনিয়মিত হতে হবে। মাঝে মাঝে গেলেও সাথে নেটবুক নিয়ে যেতে হবে। স্যারের বিরক্তিকর লেকচারের মাঝে চ্যাটিং করে কটিয়ে দেওয়ার জন্য।
5. রাতে নেটিং করার কারনে যেটুকু ঘুম যেতে পারা যায় নি তা ক্লাশে এসে পুশিয়ে নিতে হবে। বাড়তি কিছু ঘুম ও যাওয়া যেতে পারে।
হা এভাবেই
6. কম্পিউটারের সামনে বসে বেশি করে আড্ডা দিতে হবে। এ কাজে যে যত পারদর্শী সে তত বড় কম্পিটার ইঞ্জিনিয়ার। সুতরাং এ কাজটা বেশি করে আয়ত্ত করতে হবে।
7. ছেলেরা মেয়ের নাম ও ছবি দিয়ে সোসাল নেটওয়ার্কে একাউন্ট খুলতে হবে। এটি সময় কাটার উপযুক্ত ব্যবস্থা।
[আমার সহকারি গবেশক নিবিড় ফরহান এর নিচের গুলো]
8. প্রোগ্রামিং কনটেষ্ট এর কথা বলে সব পরীক্ষা মিস করতে হবে।
9. চ্যাটিং করার সময় বাপ-মা কেউ আসলে খুবি সিরিয়াস ভাবে ping test করতে হবে যেনো অভিভাবক মনে করে আমার পোলা না জানি কি বানায়ে ফেললো।
10. সারাদিন ফেসবুকে কাটানোর সময় কেউ উল্টা-পাল্টা কিছু বললে কঠিন ঝাড়ি দিয়ে বলতে হবে, “আমি কি ফেসবুকে আজে বাজে কাজে টাইম লস করতাছি নাকি? আমি ফেসবুকের জন্য অমুক এপ্লিকেশন টা বানানোর চেষ্টা করতাছি। তুমি এই সবের কি বুঝবা?”
11. মনের সুখে গেম খেলার সময় কেউ আপত্তি করলে ঝেড়ে দিতে হবে সেই ঐতিহাসিক ডায়ালগ “গেম না খেললে গেম বানাবো কেমনে করে?”
12. যত দুনিয়ার বই লাগে সব কিনতে হবে + ই-বুক ডাউনলোড করে কম্পিউটার বোঝাই করে রাখতে হবে। কিন্তু সেমিষ্টার শেষে দেখা যাবে, সাকল্যে দুই পাতা উলটানো হয়েছে।
13. কেউ প্রোগ্রামিং কি জানতে চাইলে খুব মুড নিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আর Hello world এর বিদ্যা জাহির করতে হবে (আসলে দৌড় অত টুকুই)
14. পরীক্ষায় যথারীতি ডাব্বা মেরে সবাইকে এটা বার বার বোঝাতে হবে যে আসলে কম্পিউটার সায়েন্সে পরীক্ষা কোনো জিনিসই না, প্র্যাক্টিকালি কি শিখলাম সেটাই আসল। রেজাল্ট ধুইয়া কি পানি খাবো?
15. প্রোজেক্ট জমা দেয়ার ঠিক আগের দিন প্রথম হাত দিতে হবে এবং শেষ পর্যন্ত কিছু না পেরে নেট ঘেটে কিছু একটা কপি পেষ্ট করে নিজের বলে চালিয়ে দিতে হবে।
এটা হচ্ছে প্রথম এডিশন। পরে আরো এড করা হবে।
বিদ্রঃ এটি আমার গবেশনার ফল। কেউ যদি আমার এসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে চান তাহলে এক্ষুনি নেমে পড়ুন। এর জন্য বেশি কিছু করতে হবে না। গবেশনা করে কমেন্টের মাধ্যমে জানান।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
কি করে জানলেন