কম্পিটার সাইন্সে পড়ার শর্ত [টেক হিউমার]

1.   যতক্ষন কম্পিউটারের সামনে থাকবেন ততক্ষন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে হাই ভলিউমে গান শুনতে হবে। কারন এটি কম্পিটার সাইন্সের ছাত্র ছাত্রীদেরর স্মার্টনেসের পরিচয়।

প্রয়োজনে সব লেখা পড়া ফেলে

2.  ফেসবুক, টুইটার, মাইস্পেস এ সব সোসাল নেটওয়ার্কে অবশ্যই অনেক গুলো একাউন্ট থাকতে হবে।  এবং সারাক্ষন বন্ধুদের সাথে চাটিং করতে হবে।

এখানে সকল  সোসাল নেটওয়ার্কের লগো আছে। আপনার পছন্দের গুলো বেছে নিন

3.  উইকিপিডিয়া, এনচার ডট কম ইত্যাদি শিক্ষামূলক সাইট থকে এক টেরা মিটার দূরে থাকতে হবে। প্রয়জনে আরো বেশি দূরে থাকা যাবে।

এসব সাইটে যাওয়া চলবে না

4.  ক্লাশে অনিয়মিত হতে হবে। মাঝে মাঝে গেলেও সাথে নেটবুক নিয়ে যেতে হবে। স্যারের বিরক্তিকর লেকচারের মাঝে চ্যাটিং করে কটিয়ে দেওয়ার জন্য।

5.  রাতে নেটিং করার কারনে যেটুকু ঘুম যেতে পারা যায় নি তা ক্লাশে এসে পুশিয়ে নিতে হবে।  বাড়তি কিছু ঘুম ও যাওয়া যেতে পারে।

হা এভাবেই

6.  কম্পিউটারের সামনে বসে বেশি করে আড্ডা দিতে হবে। এ কাজে যে যত পারদর্শী সে তত বড় কম্পিটার ইঞ্জিনিয়ার। সুতরাং এ কাজটা বেশি করে আয়ত্ত করতে হবে।

7.  ছেলেরা মেয়ের নাম ও ছবি দিয়ে সোসাল নেটওয়ার্কে একাউন্ট খুলতে হবে। এটি সময় কাটার উপযুক্ত ব্যবস্থা।

[আমার সহকারি গবেশক নিবিড় ফরহান এর  নিচের গুলো]

8. প্রোগ্রামিং কনটেষ্ট এর কথা বলে সব পরীক্ষা মিস করতে হবে।
9. চ্যাটিং করার সময় বাপ-মা কেউ আসলে খুবি সিরিয়াস ভাবে ping test করতে হবে যেনো অভিভাবক মনে করে আমার পোলা না জানি কি বানায়ে ফেললো।
10. সারাদিন ফেসবুকে কাটানোর সময় কেউ উল্টা-পাল্টা কিছু বললে কঠিন ঝাড়ি দিয়ে বলতে হবে, “আমি কি ফেসবুকে আজে বাজে কাজে টাইম লস করতাছি নাকি? আমি ফেসবুকের জন্য অমুক এপ্লিকেশন টা বানানোর চেষ্টা করতাছি। তুমি এই সবের কি বুঝবা?”
11. মনের সুখে গেম খেলার সময় কেউ আপত্তি করলে ঝেড়ে দিতে হবে সেই ঐতিহাসিক ডায়ালগ “গেম না খেললে গেম বানাবো কেমনে করে?”
12. যত দুনিয়ার বই লাগে সব কিনতে হবে + ই-বুক ডাউনলোড করে কম্পিউটার বোঝাই করে রাখতে হবে। কিন্তু সেমিষ্টার শেষে দেখা যাবে, সাকল্যে দুই পাতা উলটানো হয়েছে।
13. কেউ প্রোগ্রামিং কি জানতে চাইলে খুব মুড নিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আর Hello world এর বিদ্যা জাহির করতে হবে (আসলে দৌড় অত টুকুই)
14. পরীক্ষায় যথারীতি ডাব্বা মেরে সবাইকে এটা বার বার বোঝাতে হবে যে আসলে কম্পিউটার সায়েন্সে পরীক্ষা কোনো জিনিসই না, প্র্যাক্টিকালি কি শিখলাম সেটাই আসল। রেজাল্ট ধুইয়া কি পানি খাবো?
15. প্রোজেক্ট জমা দেয়ার ঠিক আগের দিন প্রথম হাত দিতে হবে এবং শেষ পর্যন্ত কিছু না পেরে নেট ঘেটে কিছু একটা কপি পেষ্ট করে নিজের বলে চালিয়ে দিতে হবে।

এটা হচ্ছে প্রথম এডিশন। পরে আরো এড করা হবে।

বিদ্রঃ এটি আমার গবেশনার ফল। কেউ যদি আমার এসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে চান তাহলে এক্ষুনি নেমে পড়ুন। এর জন্য বেশি কিছু করতে হবে না। গবেশনা করে কমেন্টের মাধ্যমে জানান।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি করে জানলেন

    ব্যাপক গবেশন করে। আমি ও আবার মাঝে মাঝে কম্পিউটার এর দিকে তাকিয়ে গবেশনা করি তো তাই ।

টেক হিউমার হইলেও কিন্তু বিষয় গুলু অবাস্তব নয়।
দেখি আরো কি এড করেন তার পর আবার কমেন্ট করব।
ধন্যবাদ……………………………………………।

Level 0

জব্বর হইছে দেশী 😀 😀 😀

    কাল আমার পরীক্ষা, আর আমি এ সব নিয়ে গবেশন চালাচ্ছি

৩ নং তা উলটা বলে ফেলেছেন। উইকিপিডিয়া আর গুগল না থাকলে আর চ্যাট করার টাইম পাইতো না কেউ। 😛

ভাই জটিল তিউন।আসলে headline হবে কম্পিউটার সাইন্স এ ফেল করার উপায়।

এসব টিউন না করলেও পারতে ।এতে অনেক ভাল টিউন পরের পাতায় চলে যায়।এবং পরে টিউনের মান খারাপ হয়ে যায়।

    ভুলে যাবেন না এটা টেক হিউমার বিভাগের।

    @ রোমেল ভাই। কেন নয়?
    ভালো টিউনের জন্য কোন ক্যাটাগরি না থাকলেও এ সব টিউনের জন্য টেক হিউমার নামে একটা ক্যাটাগরি রয়েছে। আর এ টিউন হচ্ছে ফান টিউন। মাঝে মাঝে ফান এর ও প্রয়োজন রয়েছে, ধন্যবাদ রোমেল ভাইকে।

    @রোমেল, টিউনে খারাপ কি দেখলেন?

    আমি টিউটো বিডি নামক একজন ব্লগারের লিখা এখন খুজি। উনি কি আবার নিয়মিত লিখবে?

ami cse ta porlao maja maja amio amon kori but ata kora ochit na khokono 🙂 tune valo ki mondo bojta parsi na! mona hoi valo holo na! (not sure) …..confuse

    তাহলে তো আপনি মহা কম্পিউটার ইঞ্জিনিয়ার!!! চলুন আমাকে আরো কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করুন।
    কনফিউজড হলে তো কম্পিউটার ইঞ্জিনিয়াদের চলবে না। এদের যেকোন একটা বেছে নিতে হবে। পারলে সবছেয়ে খারাপ টা। ভালো টার জন্য অন্যরা আছেই !!! 😛

    he he he he 😛

হুমমম……
এক্কেবারে সত্যি কথা বলছেন ভাই। আমার সাথে একদম মিলে গেছে (৩, ৪, ৫, ৬, ৭ বাদে)। আমার শুধু ফেসবুক আর টুইটার এ একটা করে অ্যাকাউন্ট আছে। ফেসবুক এই বেশি ঢুকি। 🙁

ওকে এগুলো থেকে যতটা পারি দূরে থাকার চেষ্টা করবো। কথা দিতে পারলাম না কিন্তু চেষ্টা করবো।

আশা করছি কি করলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভালো করা যায়- এই বিষয় নিয়ে একটা টিউন করবেন। এবং আরেকটা টিউন করবেন “কিভাবে প্রগ্রামিং এ ভালো করা যায়” – এর উপরে। আশায় থাকলাম।

ও আপনার পরবর্তী গবেষণায় এই লাইন টা যোগ করবেন দয়া করে,
“কিভাবে ফ্রীলেনসিং করে ২-৩ টাকা কামানো যায়”

হা হা হা এইটা আমার অনেক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পরা বন্ধুদের মাঝে দেখেছি। যদি আমি নিজেও করি তবু প্রতিদিন খুব বেশি হলে ২ ঘণ্টা। আর ইউনিভার্সিটি থেকে আসার পর ঘুমানোর আগ পর্যন্ত বলতে পারেন প্রায় ৮০% সময় ঐ ১, ২ নাম্বার কাজে নষ্ট করি।

প্রগ্রামিং করতে ভালো লাগে কিন্তু কোড করলে স্যার বলে লজিক এ এতো ভুল কেন ???? :'(
ভাই কি করলে আমার লজিক শক্ত হবে, বলবেন ???

    হুম, আপনি ই পারবেন।
    দূরে থাকা ই ভাল।
    হুম, আমার এসিস্ট্যন্ট প্রয়োজন, এত গুলো নিয়ে একসাথে গবেশনা করা মহা ঝামেলা।
    ভালো কথা।
    ভালো। আরো বাড়ানোর চেষ্টা করবেন।
    পোগ্রামিং করার কি ধরকার? 😛 তার পরে এ না লজিক। একটা টেস্ট হয়ে যাকঃ প্রোগ্রামিং কেন করবো তা নিয়ে লজিক দেখান। হা হা হা…। তার পর বলবো।

ভাই, লেখাটি মজার…
মনে হচ্ছে কারও উপর রাগ করে লিখেছেন…
যা হোক, ভালো…

    আমাদের সকল স্যারদের উপর। পড়া লিখা রেখে এসব করাই ভালো।

আমি ৪/৫ নম্বরটা বাদে বাকিগুলা নিয়মিত সফলভাবে করি, কখনো ফেল করি নাই, তবে রেজাল্ট……………(নাই বা কইলাম)। 3rd semester final চলতেসে, দোয়া রাইখেন।

    সব কিছু মেনে চলার দরকার নেই। কারন এটা সকল অনিয়ম কারীর উদ্দেশে ই লিখা

কথা গুল একদম সত্য । আমরা Computer Engineer হতে চাই , Computer Operator হতে নয় … দোয়া করবেন যেন এগুল থেকে নিজেকে দূরে রাখতে পারি। রুবায়েত ভাইয়া র সাথে একমত …… আমাদের নিয়ে একটা tune করলে ভাল হয়। ধন্যবাদ জাকির ভাইয়া

    দোয়া করি, একজন যেন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারেন।
    এগুলোর উল্টোকরলেই পারবেন।
    আর চেষ্টা করবো। ধন্যবাদ।

প্রোগ্রামাররা আবার মজা করতে পারে নাকি? https://www.techtunes.io/tech-humour/tune-id/44259/

    পারে না? কেন নয়? এই তো আমি নিজেই করলাম।

    জাকির ভাই এর কথা বিশ্বাস করবেন না। সে নিজেকে আসল লাদেন বলে দাবি করতেছে। আপনিই বলুন নামের সাথে আরিজিনিয়াল লেখা থাকলেই কি আসল হয়?
    আরে জেনুইন লাদেন তো আমি এটা সকলেই জানে।

    চান্দুটা দেখি এখনো আমার পিছু ছাড়ে নাই। দিমু নাকি বুশকে খবর। তাহলেই বুঝা যাবে কে আসল লাদেন।

    আপনি ই আসল লাদেন। তা আপনার লেখা পড়েই বুঝা যায়। না ভাই বুশকে খবর দেওয়ার দরকার নেই।

8. প্রোগ্রামিং কনটেষ্ট এর কথা বলে সব পরীক্ষা মিস করতে হবে।
9. চ্যাটিং করার সময় বাপ-মা কেউ আসলে খুবি সিরিয়াস ভাবে ping test করতে হবে যেনো অভিভাবক মনে করে আমার পোলা না জানি কি বানায়ে ফেললো।
10. সারাদিন ফেসবুকে কাটানোর সময় কেউ উল্টা-পাল্টা কিছু বললে কঠিন ঝাড়ি দিয়ে বলতে হবে, “আমি কি ফেসবুকে আজে বাজে কাজে টাইম লস করতাছি নাকি? আমি ফেসবুকের জন্য অমুক এপ্লিকেশন টা বানানোর চেষ্টা করতাছি। তুমি এই সবের কি বুঝবা?”
11. মনের সুখে গেম খেলার সময় কেউ আপত্তি করলে ঝেড়ে দিতে হবে সেই ঐতিহাসিক ডায়ালগ “গেম না খেললে গেম বানাবো কেমনে করে?”
12. যত দুনিয়ার বই লাগে সব কিনতে হবে + ই-বুক ডাউনলোড করে কম্পিউটার বোঝাই করে রাখতে হবে। কিন্তু সেমিষ্টার শেষে দেখা যাবে, সাকল্যে দুই পাতা উলটানো হয়েছে।
13. কেউ প্রোগ্রামিং কি জানতে চাইলে খুব মুড নিয়ে যোগ, বিয়োগ, গুন, ভাগ আর Hello world এর বিদ্যা জাহির করতে হবে (আসলে দৌড় অত টুকুই)
14. পরীক্ষায় যথারীতি ডাব্বা মেরে সবাইকে এটা বার বার বোঝাতে হবে যে আসলে কম্পিউটার সায়েন্সে পরীক্ষা কোনো জিনিসই না, প্র্যাক্টিকালি কি শিখলাম সেটাই আসল। রেজাল্ট ধুইয়া কি পানি খাবো?
15. প্রোজেক্ট জমা দেয়ার ঠিক আগের দিন প্রথম হাত দিতে হবে এবং শেষ পর্যন্ত কিছু না পেরে নেট ঘেটে কিছু একটা কপি পেষ্ট করে নিজের বলে চালিয়ে দিতে হবে।

অটঃ বস কোথায় পড়েন?

    আরে আপনি তো কঠিন গবেশনা করলেন। আপনার কাজে আমি খুব খুশি। যাক আপনাকে আমার প্রধান সহকারি বানিয়ে দিলাম। আর আপনার এগুলো আগামি কাল মডিফাই করে এড করে দিব। ধন্যবাদ।

    বস না, এখানেঃ facebook.com/jakir007

    জটিল সব লিখছেন তাই আবার রিপ্লাই করলাম।

    Level 0

    @নিবিড় ফরহান,জটিলসসসসসসসসস হইছে। তার মানে বুঝা গেল আপনিও এর গুরু।jjj

    বুলবুল ভাই, আবার জিগায় !! আমি তো সব গুলা পয়েন্ট অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করি।
    জাকির ভাই, জটিল তো লাগবেই, মনের কথা গুলো বলে দিলাম। হাজার হোক আমরা সব একই গোয়ালের গরু। :p

    হুম, আপনার আম্মুকে বলার সময় হয়েছে। আমি আসলে পড়া চোর দের ধরার একটা ফাদ দিলাম। আপনি ধরা খেয়ে গেলেন। হা হা হা…।

Level 0

@নিবিড় ফরহান,জটিলসসসসসসসসস হইছে। তার মানে বুঝা গেল আপনিও এর গুরু।

Level 0

হে হে এইগুলা না করলে কি আর কম্পিউটার সায়েন্স পড়া যায়? 😀

Level 0

ভালো লাগলো দাদা একথা গুলো আমার ছোট্ট ভাই এর সাথে একদম মিলে গেছে !!!!!!!!!!! এ সবগুলোই তার রপ্ত, আর রেজাল্ট হয় ৪-৫টা তে ফেল না করলে তে হয়না। ধন্যবাদ

    আপনার ছোট ভাইকে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়াবেন। আর আমার এ টিউন টা পড়তে দিবেন।

প্রায় সব গুলো গুনই আমার আছে…………………….আমি তাহলে বড় কম্পু মেকানিক হমু………….
দোয়া রাখবেন সবাই…………আমি কথা দিচ্ছি যদি আমি এবার কম্পু মেকানিম হউ তহলে সবার বাসায় একটা ল্যাপটপ উপহার দিব। আর বাংলার ঘরে একজন কম্পু মেকানিক বানামু…………………….” সবাই বলেন আমিন……!!

আজব তো কখন Tune টি করছেন এতত গুলো Comment হয়ে গেল আর আমি এখনো বসে বসে বেকার জীবনযাপন করতেছি…এসব গুণ আমার সবই আছে…but কিন্তু ইঞ্জিনিয়ার হইতে যে কত্তবার ইনজুরি হইতাছি আল্লাহপাকই জানেন।এই যেমন গায়ে জ্বরে ভুগতাছি। কিন্তু আমি সব বন্ধুদেরই বলি ইনজুরি না হইলে কী ইঞ্জিনিয়ার হওন যায়।পরিশেষে কী বলবো খুব ভাল লাগল।শুধুমাত্র fun এর জন্য প্রিয়তে নিলাম

    আপনাকে ই তো খুজছে বাংলাদেশ। ধন্যবাদ

আমার তো মনে হয় আমি সবগুলাই করি, আহারে কম্পিউটার সায়েন্স

Vai Computer scince e pore ki lab ?amader emn ekta desh jodi kono jaygey traning korte jai sobai bole sober tranier vhalo but vhalo teacher pawa khub koster to amader unnoti hobe ki babey ?
sobai sudhu taka chay but thik moto kaj sikhay na

    ফান টিউনে এ সব আলাপ পুরো নিষিদ্ধ।

Crazy Coder Lab আপনাদে জন্যঃ http://www.facebook.com/home.php?sk=group_164224280285633&ap=1

আহারে! আমার ব্যবহার হুবুহু ডু্প্লিকেট করে সবারে সামনে এইভাবে উন্মুক্ত করার কি দরকার ছিল?

    ও ও আপননি ও এদের দলে নাকি?

জাকির ভাই কি কম্পিটার সাইন্সের ছাত্র ছিলেন? না কি এখনো কম্পিটার সাইন্সের ছাত্র আছেন? ভাই আপনার কম্পিটার সাইন্স ছাত্রত্ব সফল হোক… 🙂

Level 0

হাসালেন?

    হুম, একটু হেসে দেখান… লাইক 😛

Level 0

Helo Mr. ? Zakir,

May be you are not a student of Computer Science. If you are a Computer Science student you can’t comments this. You should remember that most talent students read this subject. Hope you understand?????????????????

    কম্পিউটার সায়েন্স এর ছাত্র হয়ে এসব লিখা যাবেনা???? :p আসলে রতনে রতন চিনে।

Hello-মিস মম
আমি পুরোটাই কম্পিটার সাইন্সের ছাত্র। আর এটি টেক হিউমার।
টেলেন্ট স্টুডেন্ট এটা পড়ে মজা পাবার কথা।

ব্যপক মজা পাইলাম 😀

Level 0

অনেক মজা পাইলাম জাকির ভাই……….ধণ্যবাদ….ভাই আমার প্রোগ্রামিং শিখার অনেক ইচ্ছা কি দিয়ে শুরু করব….জানালে খুশি হব…ধণ্যবাদ….

    C অথবা C++ দিয়ে শুরু করতে পারেন। ইচ্ছে করলে JAVA দিয়েও শুরু করতে পারেন। তবে শর্ত একটা, যেকোন একটা ভালো করে জানতে হবে।

ভাইয়া আমি লিনাক্স থেকে পোস্ট টা দেখলাম। খুবই মজার!!! কমেন্ট দেওয়ার জন্য উইন্ডোজ থেকে ঢুকে বিটলকার দিয়ে পাসওয়ার্ড নিয়ে লগিন করে কমেন্ট দিলাম।

প্রিয়তে নিছি।

ধনে পাতা আলু পাতা দিলাম না। 😀

    ধনে পাতা আলু পাতা নিলাম না। 😛