টেকটিউনস কে সমৃদ্ধ করার কিছু প্রস্তাব

"টেকিটউনসে বলুন" এ প্রস্তাব দিতে দিতে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি। তাই আজ সরাসরি টিউনেই প্রস্তাব দিচ্ছি। এজন্য আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী। টেকিটউনসকে আমি খুব ভালোবাসি। তাই এর ভালোর জন্য সবসময় উন্মুখ হয়ে থাকি। আমার টেকিটউনস যাতে সুন্দর ও সমৃদ্ধ হয় তাই এই প্রস্তাব

শ্রদ্ধেয় এডমিন গণ মনযোগ আকর্ষন করছি আপনাদের । “বিভাগ” এ “অনলাইন আয়” নামে নতুন একটা বিভাগ শিঘ্রই চালু করুন।কারন অনলাইন আয় নিয়ে টিউন খুব কম হয়।তাছাড়া দেখা যায় যে, বেশিরভাগ টিউনের কমেন্টেই শুধুমাত্র অনলাইন আয় বিষয়ক আলোচনা হয় ও সাইট দেওয়া হয় যা অধিকাংশ মানুষের চোখে পড়ে না। ভবিষ্যতে “অনলাইন আয়” “বিভাগ” এ টিউন করলে তা সকলের চোখে পড়বে,তদুপরি সবাই উপকৃত হবেন এবং আয় করার কৌশল জানবেন আশা করি। আরেকটি কথা,কমেন্টে ইদনিং কোন নির্দিষ্ট টিউনের সম্পর্কে ভালো-মন্দ আলোচনা বাদ দিয়ে “অনলাইন আয়” এর বিজ্ঞাপন এবং সাইট নিয়েই বেশি কমেনট হচ্ছে,যা টিউনারদের জন্য সুখকর নয়। এ জন্য “অনলাইন আয়” আলাদা বিভাগ প্রয়োজন ।তাই আমার পুনঃ আবেদন “বিভাগ” এ “অনলাইন আয়” চালু করা হোক।

আরেকটি প্রস্তাব রাখছি :- টেকিটউনসের প্রথম পাতায় “সাম্প্রতিক মন্তব্যসমূহ” DELETE করে দিন। এতে সবার খুব উপকার হবে এই যে, প্রথম পাতায় টিউনের লিষ্ট বাড়বে।”সাম্প্রতিক মন্তব্যসমূহ” অনেক জায়গা দখল করে রাখে।তাছাড়াও প্রথম পাতায় “সাম্প্রতিক মন্তব্যসমূহ” দেখে কিছু বুঝা যায় না। “বিভাগ” এর নিচে অনেক খালি জায়গা আছে। “বিভাগ” এর নিচে “সাম্প্রতিক মন্তব্যসমূহ” এর একটা ট্যাব রাখুন কারণ । যাতে ক্লিক করলে সাম্প্রতিক মন্তব্যসমূহ দেখা যায় ।

তৃতীয় প্রস্তাব হল টেকিটউনসে টিউনারদের সরাসরি কথোপকথনের জন্য "টেকটিউনস চ্যাট" চালু করলে সবার খুব ঊপকার হবে। কমেন্টে অনেক বাড়তি আলোচনা হয়। "টেকটিউনস চ্যাট" থাকলে টিউনের সম্বন্ধীয় বা অসম্বন্ধীয় এমন অনেক আলোচনা সরাসরি করা যাবে।

আশা করছি সকল টিউনার গণ এই প্রস্তাব গুলো সাপোর্ট করবেন এবং এডমিন গণ একাগ্র চিত্তে প্রস্তাব গুলো সাদরে গ্রহন করবেন। ধন্যবাদ...................................

Level 0

আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার প্রতিটি point ১০০% সঠিক।

সহমত………।

Level 0

আমার মনে হয় সম্প্রতিক মন্তুব্য সমুহ না দিয়ে। টপ টিউনারের পশে টপ কমেন্টার থাকলে ভাল হয়।

    Level 0

    একমত টপ কমেন্টারের ব্যাপারে

    Level 0

    আর চ্যাটিং !!!!!!!
    পোষ্ট পড়েই কুল পাননা(সাইট ডাউন),
    আর চ্যাটিঙ্গের কোন প্রয়োজন মনে হচ্ছেনা

ধন্যবাদ!!!!!!! সবাই আরো নতুন নতুন আইডিয়া দিন প্লিজ প্লিজ প্লিজ………..

প্রথমে বলে রাখি ভাই রাগ কইরেন্না আমার কমেন্টে,
আপনার ১ নং দাবি ঠিক আছে অনলাইন নিয়ে একটা বিভাগ খুললে কোন অসুবিধা নাই,
কিন্তু আপনি হলপ করে বলতে পারবেন্না অনলাইন বিভাগ হইলেই কেউ কমেন্টে এড মারবেনা।বরং এইটা কমাতে হইলে কমেন্টরের চরিত্র পাল্টাইতে হবে টেকটিউন্সের নীতিমালা গুলু মানতে হবে,এমনো দেখেছি অনেক ভিজিটরের আইডি ডিলেট করার আগ পর্যন্ত উনার এড মারা বন্ধ হয় নাই।
আপনার ২য় প্রস্তাব, “সাম্প্রতিক মন্তব্যসমূহ” এইটা অনেক উপকারি একটা জিনিস,অনেক ভিজিটর আছে যারা অনেকের কমেন্ট দেখে তারপর ঐ টিউনে প্রবেশ করে যেমন আমিও করি,কারন আমি মন্তব্য দেখে এবং মন্তব্য কারীকে দেখে মোটামুটি টিউনের একটা ধারনা পেয়ে যাই,এবং আমার মতন অনেক ভাল টিউনারকেও বলতে শুনেছি কারন এই রকম একটা প্রস্তাব আরো উঠেছিল টেকটিউন্সে।তাছাড়া দেখেন আজকের প্রথম পাতায়ই এমন কিছু টিউন স্থান পেয়েছে যেই গুলু কোন টিউনের জাতেই পড়েনা,তাই কমেন্ট ও টাইটেল দেখে অনেক টিউনে প্রবেশ করি নাই যা আমার অনেক সময় সাশ্রয়ী হয়েছে।
আপনার ৩য় প্রস্তাব “টেকটিউনস চ্যাট” কিছু দিন আগেই এই নিয়ে একটা টিউন হয়েছিল এবং আমি সেই খানে বিস্তারিত ও বিপক্ষে বলেছিলাম এবং সবাই আমার মতকে সমর্থন করেছেন,তাই এই ব্যাপারে এখানে কিছু বলব না শুধু বলব চ্যাট করতে চান টেকটিউন্স ফেইস বুক ফোরামে গিয়ে করেন টেকটিউন্সকে টেকটিউন্সের মতই থাকতে দিন।সেইটাই টেকটিউন্সের জন্য ভাল হবে।
‘টপ কমেন্টারের’ স্থানে এখন “সবচেয়ে পছন্দের টিউন” দেখা যায় আমার মনে হয় এইটাই ঠিক আছে বলে আমি মনে করি কারন যেহেতু ‘সাম্প্রতিক মন্তব্যসমূহে’ কমেন্টরগন আছেন তাই দুই জায়গায় ইহার দরকার নেই।
বরং আমার প্রস্তাব থাকবে যদি কিছু করতে হয় কিংবা কোন ট্যাগ কমাতে হয় তবে একটা কাজ করেন,
তাহা হইল টেকটিউন্সের উন্নতি কল্পে আরো ভাল ভাবে চলার ক্ষেত্রে যদি পারেন বিজ্ঞাপনের ব্যাবস্থা করেন,কারন কিছু দিন পর পর টেকটিউন্সের সার্ভারের যেই অবস্থা দেখছি তাতে কিছু অর্থ আয় হইলে টেকটিউন্স ভাল সার্ভারে থাকতে পারবে এবং ভাল ভাবে বেঁচে থাকবে।
আপনি প্রথমেই বলেছেন আপনি টেকটিউন্সকে ভালবাসেন আমিও অনেক ভালবাসি কতটুকু ভালবাসি বলতে পারব না শুধু বলব এর বেশী ভালবাসা যায়না।যখন টেকটিউন্সের সমস্যা ছিল তখনও একদিনের জন্য টেকটিউন্সকে ছেড়ে যাই নাই প্রতিদিন ভিজিট করার চেষ্টা করেছি।
তাই আমার প্রস্তাব থাকবে এখন টেকটিউন্স যেই রকম আছে সেই রকমই ভাল আছে যদিও অনলাইন বিভাগের ব্যাপারে আমার কোন আপত্তি নাই,
বিদ্রঃ-এইটা আমার ব্যাক্তিগত মতামত তাই কেউ ভুল বুঝবেন্না হয়ত অনেকে আমার সাথে এক মত থাকতে না পারেন।
অনেক অনেক ধন্যবাদ………………

আতাউর ভাই আপনি হয়ত প্রস্তাব ভালো করে দেখেন নি । আমি “সাম্প্রতিক মন্তব্যসমূহ”(যা দরকারি) কে বাতিল করতে বলিনি,বলেছি যে এর স্থান পরিবর্তন করতে।তাহলে নিচে অনেক জায়গা বাঁচবে এবং এক পাতায় আরো অনেক টিউনের লিস্ট বাড়বে। আর “টেকটিউনস চ্যাট” থাকলে কমেন্টে বাজে মন্তব্য কেউ শুনবেন না।

আর আতাউর ভাইকে বলছি,ঊপদেশ কম দিয়ে নিজে কিছু টিউন করেন।আপনার টিউন একদম চোখে পড়ে না।চোখে পড়ে শুধু কমেন্টে আপনার উপদেশগুলো।

    দুঃখ্য প্রকাশ করছি আমার কথা গুলু ভাল লাগে নাই বুঝতে পারতেছি,
    আমি কিন্তু কোথাও বলিনাই আপনি বলেছেন“সাম্প্রতিক মন্তব্যসমূহ”(যা দরকারি) কে বাতিল করতে,আমি শুধু এর উপকারিতার কথা টুকু বলেছি,
    যাক কথা বাড়িয়ে কোন লাভ নাই আপনার কাছে যখন মনে হইতেছে আমি উপদেশ বেশী দিয়ে ফেলছি একটা কাজ করেন দয়া করে আমার কমেন্ট গুলু ডিলেট করে দেন,কথা দিচ্ছি ভবিষ্যতে আমি আর আসবনা আপনার টিউনে আপনাকে বিরক্ত করতে।
    আবারো বলছি আমাকে ক্ষমা করে দিবেন যদি আপনার বিরক্তের কারন হয়ে থাকি এবং আমার কমেন্ট গুলু অনুগ্রহ পুর্বক মুছে দেন।

    আপনার Tune-টি ভালো হয়েছে…
    অভিজিত says:
    ১০ ডিসেম্বর, ২০১০ at 3:05 পুর্বাহ্ন

    আর আতাউর ভাইকে বলছি,ঊপদেশ কম দিয়ে নিজে কিছু টিউন করেন।
    উপদেশে সমস্যা কোথায়? আর ওনার Comments-গুলো যথেষ্ট যুক্তিযুক্ত।
    পারলে আপনার এই “আতাউর ভাইকে বলছি…” Comment-টি মুছে দিন, না হলে আপনার Tune-এরই সৌন্দর্য্য নষ্ট হচ্ছে…

আমার অন্য কোন ভবিষ্যত টিউনে আপনার কমেন্টের উপস্থিতি কামনা করছি।আমায় ভুল বুঝবেন না।আমি উদাহরণ দিতে একথাগুলো বল্লাম।“টেকটিউনস চ্যাট” থাকলে কথাগুলো আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকতো। আর এখন অন্য কেউ দেখলে মনে করবে আমি আর আপনি ঝগড়া করছি।এখন বিষয়টা পরিস্কার মনে হয়।এ জন্যই “টেকটিউনস চ্যাট” প্রয়োজন

ধন্যবাদ!!!!!!! সবাই আরো নতুন নতুন আইডিয়া দিন প্লিজ প্লিজ প্লিজ………..

Level 0

সহমত। আর সার্ভারের প্রতি নজর দেয়ারও দরকার আছে। টেকটিউনস নিঃস্বার্থভাবে যতটুকু সার্ভিস আমাদের দিচ্ছে তাই অনেক। যেহেতু টেকটিউনস আমাদের অতি আপন হয়ে পড়েছে সেহেতু সেই আপনদের কাছেই দাবী করে বললাম সার্ভার ডাউনের ব্যাপারে একটু সচেতন হওয়া প্রয়োজন।

আমি সব বিষয়ের সাথে একমত কিন্তু চ্যাটিংয়ের বিষয়ে একমত হতে পারলাম না।

হ.. ভাই তাড়াতাড়ি বিভাগটি খুইল্যা দেন।কতদিন আর বেকার বসে থাকব

টেকিটউনসে কোন ভালো প্রস্তাব সহজে গৃহীত হয় না এটা অধিকাংশ টিউনার বন্ধুরাই জানেন ।তাই হয়ত আমার এই টিউনে কমেন্টের সংখ্যা এত কম। এখন আসলেই আমিও তাদের মত অনুভব করছি যে টেকিটউনস কে নিয়ে ভালো চিন্তা করাটাই বৃথা। আমার চেয়ে অন্যদের আরো বেশি ভালো ভালো প্রস্তাব যেখানে গৃহীত হয়না সেখানে আমি তো গূরুত্বহীন। তবুও টেকিটউনসের ভালো চাইবো, এটাই হোক অঙ্গীকার……………….

প্রথম ২টির বিষয়ে একমত।

আমি ও প্রথম ২ টা বিষয়ের সাথে একমত পেষণ করছি।

প্রথম ২টির বিষয়ে একমত।

আপ্নারা যারা আশায় আছেন একটা কিছু হবে তারা শুধু মনে রাইখেন , “সরকারের দীর্ঘপ্রক্রিয়া।”

আমি অনেক দিন ধরেই আছি টিটির সাথে। তাই জানি এডমিনরা প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছেন এটা নিয়ে। আমার ধারনা তারা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। তবে আমি জানি না সেটা কি। আমরা যারা টেকটিউনসের সাথে আছি তারা সবাই একে ভালোবাসি বলেই আছি। তো অপেক্ষায় আছি। দেখি কি হয়।
টপ কমেন্টার আগে ছিল। তাতে যে সমস্যা সেটা হল, এর জন্য অনেকে অযথা এখানে সেখানে অদরকারী কমেন্ট করত।
চ্যাটের কোন প্রয়োজন আছে বলেও মনে হচ্ছে না। এমনিতেই সার্ভার স্লো। তার উপর যদি চ্যাট চালু হয় কেউ টিউন পড়ার জন্য ঢুকবে না, ঢুকবে চ্যাটের জন্য।
তবে সাম্প্রতিক মন্তব্যর প্লানটা ভাল লেগেছে।
আমার দেখা আপাতত একমাত্র সমস্যাটা সার্ভার নিয়ে।

Level 0

আমি শুধু 2 নং টা সাপোর্ট করলাম , সঙ্গে প্রথম পাতায় ””সবচেয়ে পঠিত” এ রকম পোস্ট থাকলে ভালো হয়।