"টেকিটউনসে বলুন" এ প্রস্তাব দিতে দিতে আমি বড়ই ক্লান্ত হয়ে গেছি। তাই আজ সরাসরি টিউনেই প্রস্তাব দিচ্ছি। এজন্য আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী। টেকিটউনসকে আমি খুব ভালোবাসি। তাই এর ভালোর জন্য সবসময় উন্মুখ হয়ে থাকি। আমার টেকিটউনস যাতে সুন্দর ও সমৃদ্ধ হয় তাই এই প্রস্তাব
শ্রদ্ধেয় এডমিন গণ মনযোগ আকর্ষন করছি আপনাদের । “বিভাগ” এ “অনলাইন আয়” নামে নতুন একটা বিভাগ শিঘ্রই চালু করুন।কারন অনলাইন আয় নিয়ে টিউন খুব কম হয়।তাছাড়া দেখা যায় যে, বেশিরভাগ টিউনের কমেন্টেই শুধুমাত্র অনলাইন আয় বিষয়ক আলোচনা হয় ও সাইট দেওয়া হয় যা অধিকাংশ মানুষের চোখে পড়ে না। ভবিষ্যতে “অনলাইন আয়” “বিভাগ” এ টিউন করলে তা সকলের চোখে পড়বে,তদুপরি সবাই উপকৃত হবেন এবং আয় করার কৌশল জানবেন আশা করি। আরেকটি কথা,কমেন্টে ইদনিং কোন নির্দিষ্ট টিউনের সম্পর্কে ভালো-মন্দ আলোচনা বাদ দিয়ে “অনলাইন আয়” এর বিজ্ঞাপন এবং সাইট নিয়েই বেশি কমেনট হচ্ছে,যা টিউনারদের জন্য সুখকর নয়। এ জন্য “অনলাইন আয়” আলাদা বিভাগ প্রয়োজন ।তাই আমার পুনঃ আবেদন “বিভাগ” এ “অনলাইন আয়” চালু করা হোক।
আরেকটি প্রস্তাব রাখছি :- টেকিটউনসের প্রথম পাতায় “সাম্প্রতিক মন্তব্যসমূহ” DELETE করে দিন। এতে সবার খুব উপকার হবে এই যে, প্রথম পাতায় টিউনের লিষ্ট বাড়বে।”সাম্প্রতিক মন্তব্যসমূহ” অনেক জায়গা দখল করে রাখে।তাছাড়াও প্রথম পাতায় “সাম্প্রতিক মন্তব্যসমূহ” দেখে কিছু বুঝা যায় না। “বিভাগ” এর নিচে অনেক খালি জায়গা আছে। “বিভাগ” এর নিচে “সাম্প্রতিক মন্তব্যসমূহ” এর একটা ট্যাব রাখুন কারণ । যাতে ক্লিক করলে সাম্প্রতিক মন্তব্যসমূহ দেখা যায় ।
তৃতীয় প্রস্তাব হল টেকিটউনসে টিউনারদের সরাসরি কথোপকথনের জন্য "টেকটিউনস চ্যাট" চালু করলে সবার খুব ঊপকার হবে। কমেন্টে অনেক বাড়তি আলোচনা হয়। "টেকটিউনস চ্যাট" থাকলে টিউনের সম্বন্ধীয় বা অসম্বন্ধীয় এমন অনেক আলোচনা সরাসরি করা যাবে।
আশা করছি সকল টিউনার গণ এই প্রস্তাব গুলো সাপোর্ট করবেন এবং এডমিন গণ একাগ্র চিত্তে প্রস্তাব গুলো সাদরে গ্রহন করবেন। ধন্যবাদ...................................
আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।
আপনার প্রতিটি point ১০০% সঠিক।