প্রায় টেকহিউমার: গ্রামীনফোন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে জিপি ইন্টারনেট স্পিড নিয়ে একপেশে চ্যাট !

গ্রামীনফোন এদেশে মোবাইল ইন্টারনেটের বিপ্লব ঘটিয়েছে সত্যি কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের লক্ষ্য মানুষকে ইন্টারনেটের হাতেখড়ি দেয়া, ইন্টারনেট সেবা প্রদান নয়। সেজন্যেই বোধ হয় নিম্নমাণের মডেম ও স্থানভেদে লজ্জাজনক স্পিডের ইন্টারনেটে আমাদের প্রতিদিন মূলা দেখিয়ে হাতিয়ে নিচ্ছে বিলিওন ডলার। গ্রাহক স্পিড কতটুকু পেল না পেল সেটা বিষয় না, বরং দিনের পর দিন সেই একই ব্যান্ডুইডথ দিগুন সাবস্ক্রাইবারকে কিকরে গেলানো যায় সেই ব্যবস্থা করে যাচ্ছে। আমি তাদের নতুন মডেমটা কিনেছিলাম বিরাট কোন পাপের ফল হিসেবে মনে হয়। হয়ত জেনে থাকবেন জিপি এখন অনলাইনে চ্যাটের মাধ্যমে তাদের কাস্টমার কেয়ার সুবিধা দেয়। সেই মডেম দিয়ে অবশ্য আমি একবারও সেই চ্যাটে ঢুকতে পারিনি। ফলে টাকার শ্রাদ্ধ করে ব্রডব্যান্ড নিয়েছি। স্পিড ভাল, কিন্তু অনেক দাম। সর্বশেষ কিছুদিন আগে আমি হঠাৎ তাদের কেয়ারে চ্যাট করলাম। দেখুন সেই চ্যাটের স্ক্রিনশট।

আমার মনে হয় সমস্যা সমাধান নয় বরং নামেই কিছু তথ্য কপি করে বসে থাকে ওরা, কেউ কিছু জিগ্যেস করলে যতসব গৎবাধা কথা শুনিয়ে বসিয়ে রাখে। পরে আর যোগাযোগও করেনা। যেমন আমার সাথে করেনি।

জিপির সাথে যোগাযোগের পর কিছু জিনিস স্পষ্ট হয়:

-- আমার এলাকায় জিপির গ্রাহক যদি বেশি হয় তাহলে স্পিড কম হবেই। (মনে হয় গ্রাহক বেশি হওয়াটা আমার অপরাধ)।

-- তাদের মডেমখানা দুনিয়ার সেরা মডেম ডিভাইস।

-- উচ্চগতির ইন্টারনেট হল ৪কিলোবাইট/সেকেন্ড !!! (নিজের কান বিশ্বাস করা যায়না! আমি কি একবিংশ শতাব্দিতে আছি?)

-- সারাদিন ডাউনলোড করা যাবে না, এতে অন্য ইউজারদের অসুবিধা হয়। (শুনলে মনে হয় যেন আমিই জিপির কাস্টমার কেয়ারের লোক। স্পিড বেশি দিলেই তো সারাদিন কম্পিউটার ছেড়ে রেখে মাসের শেষে মোটা টাকা কারেন্ট ইলেকট্রিসিটির বিল আমারও দেয়া লাগেনা। কম সময়ে কাজ হয়ে যাবে। ঐ কৌতুকটা মনে পড়ে: বাংলাদেশ থেকে এক লোক গিয়েছে কলকাতা আধখানা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে বলা হল, "দাদা পুরোটা না খেয়ে কিন্তু কোথাও যেতে পারবেন না।")

আমি জিপির নেটই একসময় ব্যবহার করতাম, তাই এর সম্পর্কেই লিখেছি। অতএব এটিকে জিপির বদনাম আর অন্য অপারেটরের সুনাম ভাবলে ভুল করা হবে।

ভাল থাকুন।

আর যারা এখনো কি করে টেকটিউন্স এ নিজের ছবি দিতে হয় বুঝতে পারছেন না, তারা এই লিঙ্ক এ যান।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার ব্যপার ত ,যদিও আমি জুম ইউজ করি, কিন্তু GP তে তো ভালই স্পীড পাই। ৫kb-১৫kb
ধন্যবাদ ভাই

    Level 0

    5kb to 15 kb is not a good speed as U said.
    It can admit as a MOTAMUTI (average) speed.

    I have broadband line of 32 KBps. When I download a file from a good server Suppose mediafire.com or microsoft.com, I get 32 KBps. even 38 KBps also on sometimes.

    সাইফুল ভাই যে স্পিডের কথা লিখলেন সেটা আমাদের দেশেই ‘ভাল’ স্পিড। আমাদের অবস্থা হয়েছে কানা ছেলের নাম পদ্মলোচনের মত ।

তবুও আর কি করার??
জুমের 800 মেগাবাইট 10 দিনেই শেষ হয়ে যায়।
আর হারামীরফোণের 1গিগাবাইট ডাউনলোড বাদে মোটামুটি 25 দিন চলে।

আর আ‍মার এলাকায় ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্রডব্রান্ড কিছুই নাই। বড় দুঃখে আছি।
ধন্যবাদ।

Level 0

আমি বাংলালিঙ্ক ইন্টারনেট ব্যবহার করি….নরমালি আমি দব্ন্লাদ স্পীড পাই ১২-১৮ KBps আর গভীর রাতে তো আরো বেশি ২২-৩২ KBps

    ভাল কথা। আমার ধারনা কিছুদিনের মধ্যেই এই স্পিডে আর সন্তুষ্ট থাকবেনা জনগণ। কারন ভিডিও কল/ভিডিও চ্যাট সহজলভ্য না করলে এদেশে হবে না। এগুলোর জোয়ার উঠছে।

আমি WIMAX(qubee) ব্যবহার করি l 66-72 KBps স্পীড পাই…

    Level 0

    তার মানে আপনি ৫১২ লাইন ইউজ করছেন,
    আমি নিজেও কিউবি এর ইউজার +প্রোবাইডার + ব্রডব্যান্ড

    হা হা হা । সবাই দেখি স্পিড নিয়ে কথা বলছে । আমার সর্বনিম্ন ইন্টারনেট ডাউনলোড স্পিড হলো ২ মেগাবাইট পার সেকেন্ড , একটা MP3 গান ডাউনলোড করতে 2-3 সেকেন্ডর বেশী লাগেনা ।কারন আমি বাংলাদেশে নাই, আমি আছি ইংল্যান্ড এ। যে অবস্হা দেখতেছি হারামি মোবাইল অপারেটর আর হারামী সরকার মিলে আপনাদের জীবন অতিষ্ট করে তুলেছে আর আমরা যারা বিদেশে আছি তারা তো রীতিমত থ্রেট এর মুখে আছি যে, “খবরদার দেশ আসবি না , তাহলে তোর জীবনও অতিষ্ট করে দেবো ।”

    হা হা হা…. অধিক শোকে হাসি আসে (কারণ অল্পশোকে কাতর , অধিক শোকে পাথর ) । এই জন্যেই কি দেশ স্বাধীন করতে গিয়ে ত্রিশ লাখ এর মত লোক প্রাণ দিয়েছিল ? এই কি স্বাধীন দেশের নমুনা ?

    ইমরান ভাই, কি যে বলি, এদেশটা কিছুদিনের মধ্যেই একটা আন্দোলন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। মাইর না দিলে এদেশে কাজ আগায় না ।

কেবি শুনলেই কেমন জানি লাগে, কারণ আমি যে ইন্টারনেট ব্যবহার করি তার ডাউনলোড স্পীড ১২.৯৪ এমবি/সেক এবং আপলোড স্পীড হলো ১১ এমবি/সেক ॥
এইবার বাংলাদেশে গিয়ে প্রথম দিন gp ইন্টারনেট ব্যবহার করেছিলাম যার স্পীড ছিল ৩.৪ কেবি, এরপর সিটিসেল zoom ultra ব্যবহার করে মোটামুটি ভালোই স্পীড পেয়েছি ॥আপনারা যখন কেবি তে পাওয়া স্পীডকে ভালো বা এভারেজ স্পীড বলেন তক্ষণ চিন্তা করতে বাধ্য হই দেশ কি আগে যাচ্ছে নাকি পিছনের দিকে হাঁটছে, আর কতটুকুই বা digital হলো বাংলাদেশ!!!!
তবে টিউনার ভাই ও বোনেরা এক কাজ করতে পারেন, আপনারা BTCL এর DSL কানেকশন ব্যবহার করতে পারেন ॥

    হা হা প গে…ভাই বাংলাদেশ সামনের দিকেই হাটছে, কিন্তু চোখ বন্ধ করে……

    Level 0

    ভাই , আমি শুধু একটা কথাই বলব,
    আমরা ইচ্ছে করলে এই স্পীডটাকেও অনেক কাজে লাগাতে পারি,
    তবে তার জন্যও মিনিমাম স্পীড লাগে,
    দু”খের ব্যপার অনেক সেটাই পায়না

    BTCL এর DSL খুব অল্প জায়গায় আছে। তাও ফোন কানেকশন থাকা মাস্ট। কিকরে মানুষ ব্যবহার করবে? তাও দাম এমন আকাশ পাতাল তফাত কিছু না অন্যদের সাথে। ২০০-৩০০ কম ম্যাক্সিমাম।

আমি জুম আল্ট্রা ১৫০ কেবিপিএস ১.৫ জিবি ইউস করি চালানো যায় কোনমতে ।

    Level 0

    ১৫০/৮=১৮.২.২ কে বি পি এস
    খারাপনা

মিনিমাম ১ মেগা স্পিড চাই আসলে নিজের কাছেই লজ্জা লাগে

আপনারা যখন কেবি তে পাওয়া স্পীডকে ভালো বা এভারেজ স্পীড বলেন তক্ষণ চিন্তা করতে বাধ্য হই দেশ কি আগে যাচ্ছে নাকি পিছনের দিকে হাঁটছে, আর কতটুকুই বা digital হলো বাংলাদেশ!!!! সহমত

তবে টিউনার ভাই ও বোনেরা এক কাজ করতে পারেন, আপনারা BTCL এর DSL কানেকশন ব্যবহার করতে পারেন- এটাতে লাভ কি একটু বলেন

    আমি সিটিসেলের জুম আল্ট্রা ব্যবহার করি। তবে BTCL এর DSL কানেকশন ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে আপনি অন্তত ইন্টারনেট স্পিড সম্পর্কে জানতে পারবেন। যেমন youtube এর ভিডিও গুলো আপনি বাফারিং বাদেই দেখতে পারবেন। যা আমাদের মোবাইল ব্রডব্যন্ড বা মডেমে এখনো পর্যন্ত সম্ভব নয়। আবার ভূলকরে BTCL এর ডায়াল আপ লাইন নিয়ে বসেন না। তহলেই কিন্তু বিপদ। এটার গতি কে কচ্ছপ গতি বলাযেতে পারে। ধন্যবাদ।

    বিটিসিএল লাইনের একটা শাপেবর আছে। স্প্রেড করতে চাচ্ছিনা। কারন আমিও হয়ত এ সুযোগটা নেব। তবে বিটিসিএল ভালই দিচ্ছে।

Level 0

BANGLALION use korte paren.Fair usage policy nei.Je package neben,shei speed e paaben.Qubee ar problem 2 ta. 1.Fair usage policy , 2.Expensive.

http://www.banglalionwimax.com/plan.php

    তারা ভয় দেখায় ফেয়ার ইউজ পলিসি আছে বলে, তবে আমার যতদূর মনে হয়, নেই।

    আমি ১৫ দিনে ২৫ গিগা ডাউনলোড করেছি। ২৫৬ প্যাকেজ, এখনও স্পীড ৩৮ থাকে 😛

আমিতো আপনাদের টিউন দেখে চিন্তায় পরে যাচ্ছি,
কারন আমি যখন দেশে আসব তখনতো কিছু দিনের জন্য নেট নিতে হবে তখন কোনটা নিব সেইটাই এখন ভাবার বিষয় হয়ে দাড়িয়েছে,
ধন্যবাদ দিহান ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম ভাল আছেনতো?

    Level 0

    আগে আসেন আতাউর ভাই,
    তারপর আমরা থাকতে চিন্তা কি?

    –আমি মোটামুটি ভাল। আপনাকেও দেখে ভাল লাগছে খুব। আশা করি আপনিও ভাল আছেন।
    আর যা বললেন, আপনি আসতে আসতে আরো উন্নতি হবে আশা করা যায়।

এই সব উল্টা কথা শুনে মাথার মেজাজ ধরে যায়। এই ভাবে আমার কাছ থেকে ৩৪৫ টাকা ছিনতাই করছিলো। ইন্টারনেট সেবার নাম দিয়ে সন্ত্রাসী করছে দিন দুপুরে।

    Level 0

    সহমত । ভ্যাট, ফ্যাট, ক্যাট, ব্যাট ইত্যাদি আরও কত কি লাগে বুঝতে পারিনা, কয় ৩০০ নেয় ৬০০।শদেলাংবা লটাজিডি একেই বলে।

    বলা যায়।

Level 0

সব বাদ দিয়ে ব্রড ব্র্যান্ড নিছেন এটাই ভাল করছেন। আসলে সিম দিয়ে নেট ইউস করা খুব টাফ।

লাইফ এর সবচেয়ে বড় ভুল করছি জিপি মডেম কিনা । এই ভুলের খেসারত আজও দিয়া যাইতেছি । গত মাসে একটেল ইউজ করলাম,একই অবস্থা! আল্লাহ্ তাদেরকে হেদায়াত করুন।

    Level 0

    ভাই অয়াই ম্যাক্স জোনে থাকলে তা নিয়ে নেন, না হয় ব্রডব্যন্ড

Level 0

ভালোই হিউমার, নিত্যমৈমিত্তকি ব্যাপার গাদার ফোনের জন্য,
তবে চিন্তার বিষয় হল এই হারামির ফোনরে দেইক্ষা অন্যগুলাও ফাইজলামি সুরু করতাসে

Level 0

আমি আগে গ্রামীনফোনের নেট ইউস করতাম । আমার বাড়ি থেকে টাওয়ার ১ কি. মি . দুরে তবু ডাউনলোড স্পীড পেতাম 25-32 (২৫-৩২) KBps ।
তবে এখন স্পীড নিয়ে ভাবি না কারন চুরি করে V-Sat ইউস করি। স্পীড ও খারাপ না। আকাশ পরিষ্কার থাকলে 2-8 (২-৮) MBps স্পীড পাওয়া যায়।

আমি কোন মডেম ব্যবহার করিনা। এতক্ষন আপনাদের সমস্যা গুলি পড়লাম। আসলে ডিজিটাল হতে হলে সরকার এই বিষয়গুলির প্রতি নজার দিতে হবে।

i want to know about “V-Sat ” anybody can help me

ভাই আমি জিপি মোডেম কিনে বিপদে পড়ছি, কেউ কি জানাবেন জুম আলটরা ৫১২ কেমন কাজ করে?

এই হারামীর কখা আর বইলেন না. নাম গ্রামীণ কিন্তু গ্রামে তাদের নেটের কোন কভারেজই নেই. আমাদের এলাকাটা একেবারেই ইন্ডিয়ার কাছে সেখানের প্রায় প্রতিটা ইউনিয়নে বাংলালিংকের টাউয়ার আছে. আর গ্রামীণের হাতেগনা ২/৩টা টাউয়ার কভারেজটা কেমন বুঝতেই পারেন

    আমার মনে হয় আপনার ওখানে বাংলালিংক ভাল অবস্থায় বলে জিপি অতিরিক্ত ইনভেস্ট করে মার খাবার ঝুকি নিতে চাচ্ছেনা

আমার স্পিড ও কিন্তু খারাপ না। এভারেজ 15 পাই। 7-30 আপডাউন করে। স্পিডটা এরিয়ার উপর নির্ভর করে। চ্যাট এর হিউমারটা ভালো লাগলো।

    হ্যা এটাই। বাট ১৫ আজকাল সহ্য হয়না, বিশেষ করে দরকারি ডাউনলোড এর সময়

আমি একটা বেপার বুঝিনা জিপির সাথে আমার বন্ধুত্ব কই, আমি জিপির মডেম ইউজ করে হোক আর মোবাইল ইউজ করে হোক স্পিড পাই ৩০-৩৫কেবোপিএস

    ভ্রাতা, আপনি যেটা পাচ্ছেন সেটা হল kbps (কিলো বিট পার সেকেন্ড) যেটা গড়পড়তা 4 kBps (কিলো বাইট পার সেকেন্ড) হয়। জিপি এই স্পীডই দেয়। (1kBps=8kbps) সো, হিসাব ঠিক আছে 🙂

    হিসাবে সামান্য ভুল আছে। হয়ত ৩০ পান, কিন্তু ৩৫ হল থিওরি। এমন অনেক যায়গাই আছে। বাট ১০ মিনিট ধরে ডাউনলোড দিয়া রাখেন, কইমা ১০কেবি হইয়া যাবে

    @মুক্ত , আমি এত বড় গাধা না যে kbps & KBps এর মানে বুঝি না,

    @ দিহান, আসলে জিপির স্পিড নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন একটা গ্রামে গেলে অলটাইম স্পিড পায় ৩০কিলোবাইট এর উপরে কারন ওখানে মোবাইল ইউজার আছে বাট নেট ইউজার নাই, আর যেসব এলাকায় টাওয়ার বেশি সেখানে ইউজার অনুপাতে ব্যান্ডউইডথ যথেষ্ট থাকে , আমার বাসা আধো গ্রাম আর আধো শহরের আভাসে, আর আমার এলকায় ১০কিমি স্কয়ারে ৫টা টাওয়ার, আর ইউজার মনে হয় হাতে গোনা ৮-১০ জন আছে সো বুঝতেই পারছেন, আর আমি গরিলা ফোনের মডেম ইউজ করি না, মোবাইল ইউজ করি

Level 0

Nice conversation

Level 0

n

Level New

GP er cheye Banglalink Onek Valo. Khorocho Kom.

Akare hasa kota.