“ব্রো, মাদার নট ওয়ার্কিং”:আই. টি. রম্য-১

কদিন আগে একটা সাইবার ক্যাফের নেটওয়ার্ক সেটাপ করলাম। তো সবকিছু শেষ করে ক্যাফের মালিক কে সবকিছু ট্রায়াল দিয়ে, কোনটা কিভাবে অপারেট করতে হবে দেখিয়ে দিয়ে চলে আসলাম। আজ এমনিতেই আমার ছুটির দিন, তাই কাল দেরী করে ঘুমিয়ে ছিলাম, আজ দেরী করে উঠব বলে। হঠাৎ সকাল আটটায় ফোন বাজল। ধরতেই, উত্তেজিত গলা ভেসে এল "ব্রো, মাদার নট ওয়ার্কিং"। আমি তো টাশকি খেয়ে গেলাম, এই সকালে কার না কার মা কাজ করতেছেনা, সেটা দিয়ে আমার কি? আর মা কাজ করতেছেনা, কথাটাও তো কেমন কেমন জানি।
একটু কথা বলতেই ব্যাপারটা বোঝা গেল, ঐ সাইবার ক্যাফে থেকে ফোন। ওদের সার্ভার পিসিটা কাজ করছেনা। ভাবলাম সার্ভার রে মাদার বলে এই টার্ম তো এতদিন আই. টি. পড়াশোনায় জানলাম না। তো তাকে কেমনে কি করতে হবে, সেটা বুঝিয়ে দিয়ে ফোন রেখে আবার ঘুমিয়ে পড়ার আগে একটা ভাবনা খেলল মাথায়। যদি এমন করে সবাই মাদার দিয়ে সার্ভার কে বোঝানো শুরু করে তাহলে তো বিপদ। কেউ গুগলের সার্ভার হ্যাক করলে বলবে, "আইজকা গুগলের মারে...............

Level 0

আমি বাংলাটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক ভাই উনি হয়তো নতুন, কিন্তু আপনার টিউন থেকে কিছুই শিখতে পারলাম না।

    ভাইজান মনে হয়, এই পোস্টের টাগ আর বিভাগটা খেয়াল করেন নাই!!

ভাই কি বঝাইতে চাইলেন ।
ঘুমের কে মন হইছে তা না কি অন্য কিছো।

Level 0

মজা পাইলাম …। 😀

মজাই পেলাম

ধন্যবাদ,ভাই। ভাল থাকবেন

চলে,পরে আশা করি দৌড়াবে

হো হো হো। টেকটিউনসের মায় মাঝে মাঝেই ডাউন দেয়। হা হা।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত