সবাইকে অভিন্দন। এটা আমার প্রথম টিউন। তাই ভাবলাম ছোটখাটো হালকা কিছু জোক দিয়ে শুরু করি -
১৯৯৪ এর কথা - আমার মেঝ চাচার কাছে ছোটচাচার কম্পিউটার বিষয়ক প্রথম প্রশ্ন: "দাদা, কম্পিউটার চালাতে (অন করতে) হয় কিভাবে?" প্রশ্নটা প্রথমবার মেঝচাচার কাছে বোধগম্য হয়নি, তাই তার উত্তর ছিল: "কম্পিউটার চালানো তো বেশ জটিল, শিখতে বেশ সময় লাগে..."!!
১৯৯৯ সাল; তখন আমরা কলেজে পড়ি। প্রথম কম্পিউটার আনা হল। একজন অঙ্কের শিক্ষক নিয়োগ হলেন কম্পিউটার ক্লাস করানোর জন্য। তিনি নাকি স্পেশালী কোর্স করে এসেছেন কম্পিউটারের উপরে। যাই হোক, আমাদের তো খুব আগ্রহ। আমাদের কিছু সহপাঠী ছিল যাদের কম্পিউটার হাতানোর সৌভাগ্য ঐবার-ই প্রথম।
আমাদের কম্পিউটারের স্পেশাল ক্লাস। যথারীতি ক্লাসে গেলাম। ৫ টা কম্পিউটার, তার মধ্যে আমাদের সেকশনের পঁচিশটা ছেলে হুমড়ি খেয়ে পড়েছে 'কম্পিউটার কি জিনিস' সেটা দেখার জন্য। আমাদের মধ্যে কয়েকজন অবশ্য আলাদা কারণ আমাদের আগে থেকেই বাসায় কম্পিউটার ছিল।
আচ্ছা আমি মূল ঘটনায় আসি। আমাদের মধ্যে কার যেন সেদিন একটু ঠান্ডা লাগা ভাব ছিল। সে ক্লাসের মধ্যে হঠাৎ একটা হাঁচি দিল। তখন সেই অংকের স্যার বলে উঠলেন: "এই তোমরা ল্যাবে হাঁচি-কাশি দিতেছাউ ক্যা? হাঁচি-কাশি দিইয়ে না; কম্পিউটারে ভাইরাস ধইরে যাবে"!!!
২০০০ খৃষ্টাব্দ(!) সবেমাত্র 'গিগা' টার্ম টা মুখে মুখে চালু। সাধারণ হার্ডডিস্কের সাইজ বেড়ে গিগা'র মুখ দেখল। আমার এক বন্ধু কলেজে এসে ক্লাসে খুব প্রাইড নিচ্ছে: "জানিস, আমার হার্ডডিস্ক কত? ৮ গি-গা-বা-ই-ট!!" ভাল, আমরা তো বেশ চোখ ছানার বড়া বানালাম। পরে আবার কম্পিউটার ক্লাস, এবার টিচার বদল -- আরেকজন টিচার (ইংলিশ) এ্যাসাইন্ড হয়েছেন। তিনি যখন জানতে পারলেন আমার বন্ধুর নতুন কনফিগ, বললেন: "এই কম্পিউটার দিয়ে তুমি কি করবা? পুরা দুনিয়া ঢুকায় রাখবা??" !
এখনকার প্রেক্ষাপট চিন্তা করলে বিষয়টা হাস্যকর-ই বটে.....
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সঙ্গীত-বিষয়ে বিশেষ আগ্রহ।
ভাই কি বুঝাতে চাইলেন কিছুই বুঝলাম না।