“গ্রামীণ ফোনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার”

সর্বশেষ যেদিন গ্রামীণ ফোনের কাষ্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার সমস্যার সমাধান হয়নি, সেদিন-
আপনি কল না কাটলে কাষ্টমার কেয়ার অফিসার বলতেন, ''আপনি কি আমার সার্ভিসে সন্তুষ্ট?"
আপনি বলতেন, "জ্বী"
উনি বলতেন, "স্যার, আপনাকে একটা ছোট্ট টিপস্ দিচ্ছি। আপনি যদি দিনের তাজা খবর আপনার মোবাইলে পেতে চান..."
কথার মাঝপথে থামিয়ে দিয়ে আপনি বলতেন, "মোবাইলে যে এলার্ট দেয়, তা তাজা নয়। বরং আগের দিনের বাসী খবর"
উনি তখন শুনতে না পাওয়ার ভান করে বলতেন, "সরি?"
আপনি আরও রেগে গিয়ে বলতেন, "উচিৎ কথা বললে আপনারা ধ্যান্দা হয়ে যান"
উনি আরও বিগলিত হয়ে বলতেন, "গ্রামীণ ফোনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার"

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি আর বলার আছে ।

এত ছোট টিউন কেন? লেখছেন যখন আরো একটু বড় করে লেখতেন, পইড়া আনন্দ পাইতাম !
আরো একটু পর তো বিতর্ক শুরু হয়ে যাবে, “এটা কি ধরনের টিউন ?”

Level 0

রিপন ভাই, ভাল, কিন্তু আর কিছু গুএণ গান গাইতেন ধন্যবাদ,,,,,,,,,,,,।

আহারে ভাই লিখার মত কিছু পাইলেন না? যাক আমরা যাহারা প্রবাসে আছি। আমাদের হয়তো কারেন্ট ,এবং নেটের প্রবলেম নাই। কিন্তু যাহারা দেশে আছে, তাহারা এই ধরনের
টিউন পড়ে কি ভাববে। আপুনি চিন্তা করে দেখেন।

    এত নেট স্পীড নিয়াও আমার প্যাচবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আজ ২ দিন ধইরা পেন্ডিং অবস্থায় রইছে। বলেন, আপ্নের এত নেট স্পীড থাইকা কি লাভ ?

হুম ১০০% সঠিক কথা।

কিন্তু ভাই উইন্ডোজ আর গ্রামীণ ফোন ছাড়া যে চলেনা।

আমার মনে হয় টেকটিউনস্ এ এরকম টিউন করা উচিত না,কম টিউন করুন কিন্তু গুণগত মান বজায় রাখুন।

অনুতসাহিত হবেন না । পিচ্চি হলেও মজা হইছে ।

আজো মনে পরে

এক কাস্টমার মাইয়া রে একটা ইনফো জিগাইছিলাম যদিও আমি জানতাম আগে থেকেই

তারপর আমারে কয় এটা পসিবল না, আমি কই কয়দিন থাইকা জিপি তে আছেন ? কয় ৩ বছড় ,,

আমি কইলাম ৩ বছরে আমি যা জানি তার ১ কানিও জানেন না আপনে

আমারে আপনি কি বলতে চান ? আমি বললাম কেন ইংরেজী তে কইছি নাকি ?
আমারে কয় না ,
তাইলে ?

আমারে কয় স্যার আপনার কিছু বলার আছে
আমি কইলাম

আপনে কিছুই জানেন না সো আপনাকে জিগাইয়া কাম কি ? আপনের থেইকা আমি ভালা জানি

বইলা দিলাম কাইটা লাইন

এর পর আর ফোন দিয়া বকা হয় নাই

vai,
beadobi niben na . eta kon dhoro ner tech tune. amar mone hoy blog e edhoroner tune na deai valo.
tobuo apnake thanks.

haaa haaaa!