সর্বশেষ যেদিন গ্রামীণ ফোনের কাষ্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার সমস্যার সমাধান হয়নি, সেদিন-
আপনি কল না কাটলে কাষ্টমার কেয়ার অফিসার বলতেন, ''আপনি কি আমার সার্ভিসে সন্তুষ্ট?"
আপনি বলতেন, "জ্বী"
উনি বলতেন, "স্যার, আপনাকে একটা ছোট্ট টিপস্ দিচ্ছি। আপনি যদি দিনের তাজা খবর আপনার মোবাইলে পেতে চান..."
কথার মাঝপথে থামিয়ে দিয়ে আপনি বলতেন, "মোবাইলে যে এলার্ট দেয়, তা তাজা নয়। বরং আগের দিনের বাসী খবর"
উনি তখন শুনতে না পাওয়ার ভান করে বলতেন, "সরি?"
আপনি আরও রেগে গিয়ে বলতেন, "উচিৎ কথা বললে আপনারা ধ্যান্দা হয়ে যান"
উনি আরও বিগলিত হয়ে বলতেন, "গ্রামীণ ফোনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার"
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
কি আর বলার আছে ।