তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একেবারেই কাটখোট্টা নয়। এর মাঝেও রস আছে। ঠিক সেরকমই ই-মেইলে পাওয়া কিছু মজার টেক-রম্য চিত্র দিলাম। ক্যাপশনগুলো অনুবাদ করে দিলাম। রম্যচিত্র হলেও ভাল করে খেয়াল করলে দেখা যাবে এর মধ্যেও একটা মেসেজ আছে। আসলেও কোথায় যাচ্ছি আমরা?
সরি স্যার আমরা আপনার পিঁজা ই-মেইলের এটাচমেন্ট হিসাবে পাঠাতে পারব না।
তো আপনি একজন ওয়েব ডিজাইনার পদের জন্য আবেদন করছেন?
স্বর্গের দ্বারপ্রান্তে
তুমি আমার ই-মেইল পাও নি?
বাবা এণ্ডি, কেমন আছ? তোমার মা আর আমি ভাল আছি। আমরা তোমাকে মিস করছি। এখন কি একটু পি সি লগ অফ করে নিচের তলায় খেতে আসবে? - শুভেচ্ছা, তোমার বাবা
রোমিও আর জুলিয়েটের পরিচয় হয় চ্যাট রুমে। কিন্তু জুলিয়েটের হার্ডডিস্ক ক্র্যাশ করার কারণে তাদের সম্পর্কের করুণ পরিণতি ঘটে।
নেই জন্ম, মৃত্যু, খাদ্য, প্রেম - আমার মনে হয় আমরা একটা স্ক্রিণসেভারের অংশ
গৃহহীন - - - ওয়েবসাইটহীন
ঘাবড়াবেন না বস! এটা ওয়ারলেস টেকনোলজির নতুন ফ্যাশন
কি বললে বেয়াদব ছেলে, তোমার হোমওয়ার্ক দেখতে আমাকে তোমার হোমপেজে যেতে হবে?
না বাবা তোমাকে ডাউনলোড করা হয়নি, তোমার জন্ম হয়েছে
ওজন কমানো ফোরামে আপনাকে স্বাগতম! ১ পাউন্ড কমানোর জন্য ৬ মিলিয়ন বার মাউসে ডবল ক্লিক করুন
আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানতে লগ ইণ করুন http://www.heaven.gov এ
এই ওয়ারলেস ঘুম টেকনোলজির মাধ্যমে আমার স্বপ্নের লোকজন তোমার স্বপ্নের লোকজনের কাছে ই-মেইল/ফ্যাক্স করতে পারবে
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে।