টেকটিউনসের কাছে আমার একটি আবেদন……

গত কয়েক দিন যাবৎ গ্রামীন ইন্টারনেট ব্যবহার করছি, তাদের নেটের স্পিট এত খারাপ যে কি বলব...। এমন অবস্থায় টেকটিউনে ডুকতে প্রায় ১০ মিনিট সয়ম লাগে আর কমেন্ট করলে তো কথাই নাই। এ জন্য প্রায় অনেক টিউনে আমি কমেন্ট করতে পারি না। তার উপর কারেন্টের সমস্যা। তাই বাধ্য হয়ে টিউনটি করা। আমি চাই টেকটিউন ওয়ার্ডপ্রেস থেকে সরিয়ে জুমলা দিয়ে তৈরী করুক। তাতে পেজ অনেক দ্রুত লোড হবে এবং কমেন্ট করতেও সমস্যা হবে না। এতে বিভিন্ন সমস্যা হবে জানি তারপরেও আমাদের মত ক্ষুদ্র ক্ষুদ্র টিউনারদের জন্য টেকটিউনস কি এতটুকুও করতে পারবে না?

Level 0

আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সকাল ১১ টা থেকে দুপুর পযন্ত সমস্যা থাকে, পেইজ লোড হতে অনেক সময় নেয়।

    শুধু তাই নয় আমিতো সারা দিনই এই অবস্থায় থাকি। কমেন্ট করতে একবার কপি করা রাখতে হয়।পোষ্ট না হলে তা আবার পেষ্ট করে আবার সাবমিট কি যে অবস্থা রে ভাই শুধু না মরে বেচে আছি।

    একদম সঠিক কথা। যা সময় লাগে পেজ লোড হতে,বিশেষ করে কমেন্ট করতে গেলে। কর্তৃপক্ষের একটু এই ব্যাপারে নজর দিলে ভাল হত।

    Level 0

    প্রসেসর ভাইএর মত আমিও তাল মিলিয়ে বলব
    সারাদিন বসে বসে পড়ি আর কমন্ট করি
    যাই হোক শুধু আল্লাহ তাআলা যানেন আমি কিভাবে টপ কমেন্টেটর হইসি!!!!!(ভাই চান্সে ঢোল পিটাইয়া লইলাম আর কি ;D)

    ইয়া আল্লাহ ইহার পরিত্রানের ব্যবস্থা কর

অদ্ভুত ভাইয়ের সাথে আমিও একমত,সব সময়ই লোডিংয়ে সমস্যা হচ্ছে যা খুবই বিরক্তি কর।তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন কিছু একটা করেন দয়া করিয়া।

    আতাউর ভাই আমার এই টিউন এর লিংক কপি করে “টেকটিউনসে বলুন” এ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কসন লিখে পেষ্ট করে দিন তাহলেই কর্তৃপক্ষের সারা পাওয়া যাবে। ধন্যবাদ

    হে হে হে , “টেকটিউনসে বলুন” এ দিলে কোন লাভ হবে না। কারণ ঐ খানে কিছু লিখে কোন প্রতিকার পাওয়া যায় না। তার জলন্ত উদাহরন আপনি । কারণ ঐ খানে কিছু লিখে যদি কোন কাজ হত, তাহলে আপনি এই টিউন করতেন না, আপনার লেখা গুলো ঐখানেই দিতেন।
    খেয়াল করলে দেখবেন, ঐ খানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, বলতে পারেন কয়টার উত্তর টেকটিউন্স কতৃপক্ষ দিয়েছে ?

    সব কিছুর জন্য……….. ভাই তারা উত্তর দেয় না কিন্তু তারা তা ঠিকই দেখে এবং পড়ে। তারপরেও টিউন করলে বেশী ভালো।

Level 0

আসলেই টেকটিউস সাইট যে একটু ধীর এ কথা অস্বিকার করা যাবেনা। এই মন্তব্য করার সময় ও এই রকম মেসেজ দেখিয়েছে।

Service Temporarily Unavailable

The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later.

Additionally, a 503 Service Temporarily Unavailable error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache/2.2.15 (CentOS) mod_ssl/2.2.15 0.9.8l DAV/2 mod_auth_passthrough/2.1 FrontPage/5.0.2.2635 Server at techtunes.io Port

আবার এমন ও দেখায় কখনো কখনো……….

Network Error (tcp_error)

A communication error occurred: “”
The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.

For assistance, contact your network support team.

    আপায় দেহী সবগুলা কপি কইরা রাখছেন……… 🙂

হ্যাঁ টেকটিউনসে ইদানিং এই সমস্যাগুলো খুব বেশী হচ্ছে । আশা করছি দ্রুত সমাধান হবে । ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য ।

আন্দোলনে নামতে হবে।
টেকটিউন্সের এই ধীর গতির ইস্যু নিয়ে “আগামী ২৭ শে জুন” সারা দেশে সকাল-সন্ধা হরতাল আহ্ববান করা হল।

Level 0

টেকটিউনস যেমনে লোড হয়, মনে হয় যেন Flash site চালাইতেছি

এই জ্বালা সইতে পারি নারে বাবা………………..পাগলা বাবা এমন একটা তাবিজ দেন, যে তাবিজে ২ সেকেন্ডে টেকটিউনস হয় ওপেন!!!!!!!!!!!!!!!

    ভাই দুইটা নিয়েন, আমার কম্পিউটারের একটা লাগবো

Level New

Techtunes নিয়ে এই সমস্যা দীর্ঘদিনের। এখন আমি যে মন্তব্য করব তার জন্য Techtunes Admin রা আমাকে ব্লক করবেন কিনা জানিনা। তবুও মন্তব্যটি না করে পারছিনা। কারণ আমিও এই সমস্যার জন্য রীতিমত বিরক্ত। কিন্তু আগেই আমি বলে নিই যে এই সমস্যাটি WORDPRESS এর নয় আর Techtunes কে Joomla তে convert করলেই যে সমস্যার সমাধান হবে তা নয়। Joomla! বলুন WordPress বলুন কি Drupal বলুন । এই প্রতিটি CMS ই নিজ নিজ গুনে বলিয়ান এবং অসাধারণ। যদিও অনেকে WordPress কে CMS বলতে নারায। অনেকে বলে থাকেন WordPress হল Blogging software আসলে কথাটি পুরোপুরি থিক নয় একটু বুদ্ধি খাঁটিয়ে Customize করে নিলে WordPress কেও Joomla! ও Drupal বা অন্যান্য CMS এর মত ব্যবহার করা যায় অনায়াসে। যাই হোক এত বক বক না করে আসল প্রসঙ্গে আসি। Tectunes এত slow হবার কারণটা হলঃ

১) Techtunes এর server খুবই Slow.
২) Techtunes কর্তৃপক্ষ বেশি পন্ডিত বলে তারা আবার বিদেশী Hosting Company থেকে webspace না কিনে নিজেদের Rack Server ব্যবহার করেন। যদিও আমি জানিনা তাদের Server এর configuration কেমন? কিনতু এইটুকু অবশ্যই বলতে পারি যে বিদেশী একটা মোটামোটি মানের Hosting Company যে server provide করতে পারবে Tectunes এর বাংলাদেশী Server কি তত High End হবে????
৩) ছোট্ট উদাহরণঃ Hostgator/ Godaddy এই সব বিশ্বখ্যাত Hosting Provider এর Shared Server এর ও Configuration এই রকম ঃ
Processor : Dual Xeon E5520 Quad Core 16 threads core
RAM : 16 GB
Net Speed : 100 GB per second

এই যদি হয় তাদের Shared Hosting এর Configuration তাহলে তাদের dedicated Hosting এর Configuration কেমন হবে ভাবুন একবার!!!

৪) Techtunes কর্তৃপক্ষ কিছুদিন আগে Rack Server কিনেছে। অথচ পন্ডিতি না করে তারা যে টাকা দিয়ে তারা Rack Server কিনেছে তার তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে তারা বিখ্যাত কোন কোম্পানি থেকে Dedicated Hosting ই কিনতে পারত। তাদের টাকা ও বাঁচত আর আমরা Visitor রা অহেতুক Slow Loading এর সমস্যায় পড়তাম না। আমার প্রশ্ন হল তারা যেহেতু Server কিনেছেই তারা কি famous Hosting Provider দের মত তাদের server এ 100 না হোক 10 GB পের second এর ও নেট সংযোগ দিতে পেরেছেন?

৫) আসলে আমি জানি যে ইউরোপ / আমেরিকার অনেক বিখ্যাত Site আছে যারা কারও কাছ থেকে Hosting কেনেন না নিজেরাই Server কিনে তা ব্যবহার করেন। Techtunes ও বাংলাদেশে অন্যতম TOP 10 জনপ্রিয় সাইট তাই Techtunes কর্তৃপক্ষও ইউরোপ / আমেরিকার বিখ্যাত সাইটগুলোর মালিকদের মত কাজ করতে চেয়েছে। কিনতু আসলে আমাদের মনে রাখা উচিত এটা ইউরোপ / আমেরিকার নয় এটা হল বাংলাদেশ। তাদের ইন্টারনেট এর যে স্পীড তার ১০০ ভাগের এক ভাগও আমাদের নেই। Techtunes কর্তৃপক্ষও যতই Premium Bandwidth এর net ব্যবহার করুক না কেন তারা বিদেশী একটা Hosting Company এর Provided Speed এর ধারে কাছেও যেতে পারবে না।
৬) আর সবসশেষে একটি কথা অশ্বীকার করবনা। আমি আগে বলেছি Techtunes বাংলাদেশের অন্যতম TOP 10 জনপ্রিয় সাইটগুলোর একটা। তাই প্রতি সেকেন্ডে এই সাইট এ কমপক্ষে ১০০ জন Visitor ক্লিক করেন ! তাই এই বিশাল Traffic এর কারনেও সাইটটি slow. যা Techtunes এর Server সামাল দিতে হিমসিম খাচ্ছে ।

সবশেষে এটাই বলতে চাই এই সমস্যা সমাধানের জন্য Techtunes কে কোন বিদেশী Dedicated Hosting এ Transfer করা হোক। তাহলেই সমস্যার সমাধান হবে। WordPress থেকে Joomla! বা Drupal বা অন্যকোন CMS এ নিয়ে গেলে যে লাউ সেই কঁদুই রয়ে যাবে কোন লাভ হবে না।

    কিজানী আমি আপনাদের মত এত কিছু বুঝিনা তাই…………

হাহাহা…
টেকটিউন্স শুধু এই লোডিং টাইমের জন্যই যে কত ভিজিটর হািরয়েছে এবং হারাচ্ছে তার ইয়ত্তা নেই!
আমি নিজেও টিউন করি না স্লোনেস এর ভয়ে …ভাইরে টিউন করতে গেলে কমপক্ষে 30 মিনিট হাতে রাখা লাগে শুধু টিউনটা পোস্ট করতে …বুঝেন অবস্থা…
আর এখন তো আরেক সমস্যা হইছে Server এতজনের Connection একসাথে গ্রহণ করতে পারে না 😆
১ সপ্তাহে একবার আসি শুধু এই কারণেই!

    আসলেই বর্তমানে বিরক্তির পর্যায়ে চলে গেছে আমাদের প্রিয় টেকটিউন্স শুধু মাত্র স্লো হওয়ার কারনে।মাঝে মাঝে একটা কমেন্ট করতে কয়েক বার কপি আর পেষ্ট করতে হয় মাঝে মাঝে দেখা যায় কোন ফাকে একই কমেন্ট দুইবার হইয়া গেছে টেরই পাওয়া যায় না তাই প্রসেসর ভাইয়ের মত বলতে হয়, কি যে অবস্থা রে ভাই শুধু না মরে বেচে আছি।

    Level 0

    আমি দিনে ৭ বারের ও বেশি আসি

    কারন আমি নিজে কিছু দিতে এবং কিছু নিতে চাই