গত কয়েক দিন যাবৎ গ্রামীন ইন্টারনেট ব্যবহার করছি, তাদের নেটের স্পিট এত খারাপ যে কি বলব...। এমন অবস্থায় টেকটিউনে ডুকতে প্রায় ১০ মিনিট সয়ম লাগে আর কমেন্ট করলে তো কথাই নাই। এ জন্য প্রায় অনেক টিউনে আমি কমেন্ট করতে পারি না। তার উপর কারেন্টের সমস্যা। তাই বাধ্য হয়ে টিউনটি করা। আমি চাই টেকটিউন ওয়ার্ডপ্রেস থেকে সরিয়ে জুমলা দিয়ে তৈরী করুক। তাতে পেজ অনেক দ্রুত লোড হবে এবং কমেন্ট করতেও সমস্যা হবে না। এতে বিভিন্ন সমস্যা হবে জানি তারপরেও আমাদের মত ক্ষুদ্র ক্ষুদ্র টিউনারদের জন্য টেকটিউনস কি এতটুকুও করতে পারবে না?
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকাল ১১ টা থেকে দুপুর পযন্ত সমস্যা থাকে, পেইজ লোড হতে অনেক সময় নেয়।