ডিজিটাল মন (ডিজিটাল বাংলাদেশের কবিতা :-)

আমার মনের RAM এর ভিতর তোমার ছবি ভরা
এই কারনে মাঝ মাঝে কথা শুনি কড়া।

কাজ করি তাই বিষন স্লো, রেসপন্সটাইম বেশি
হ্যেং হয়ে যাই পরলে মনে তোমার বাঁকা হাঁসি।

মুক্তা ঝারা হাঁসির ফাঁদে বিকল প্রোসেসর
মাঝে মাঝে আসে আবার ক্যাশ RAM তে জর।

হায় হায় এ কি যে হলো অচল পুরা সিস্টেম
আমার মনে ক্যেঁন গাঁথলা ভলবাসার ইস্টেম (স্ট্যাপ)।

আকাশছোঁয়া
মিন্টু

একটি ডিজিটাল মনের কবিতা। আপনাদের জন্য টিউন করলাম

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি টিউন করলেন রে ভাই
এটা কি টিউন হইল ?
সময় নষ্ট হইলরে ভাই,
গুণীজনে কইল ।

গুণীজন মিছা কয় না,
সত্য কথা কয়,
তারা থাকলে এই টিউনের
১২টা বাজাইয়া লয়।

কবিতা অনেক সুন্দর হইচে
আমার ভাল লাগছে।
গুণীজনের বকা শুনে,
বলছি, অনেক খারাপ লাগছে।

এরকম টিউন করবেন না ভাই,
সময়ের দাম আছে।
বলতে চাই সবাইকে আমি,
তাদের কানের কাছে।

    আমার কান নাই………………………………………..

    আমি তিন কানে শুনতে চাই

    দুই টি কবিতাই সুন্দর হয়েছে

    Level 0

    kharap na
    কবিতার উত্তর কবিতাতে

আজ কাল টিউনের যা অবস্থা,এগুলি কি ধরনের টিউন আমার বুঝে আসেনা নাকি কিছু একটা লিখে টপ টিউনার হওয়ার চেষ্টা চলছে।

    সে ইচ্ছে কখনইছিলে না। আমার আগেরটিউন গুলো পড়ে দেখুন কার সম্পর্কে মন্তব্য করেতে হলে তার সম্পর্কে জেনে নেয়া টি উচিত নয়।
    ধন্যবাদ

    সে ইচ্ছে কখনই ছিলো না। আমার আগেরটিউন গুলো পড়ে দেখুন কার সম্পর্কে মন্তব্য করেতে হলে তার সম্পর্কে জেনে নেয়া কি উচিত নয়।
    ধন্যবাদ

    টপ টিউনার ইচ্ছে আমার মোটেও নেই। কারো সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে কি জেনে নেয়া ইচিৎ নয়? আমার আগের টিউন গুলে পড়ে দেখুন আমা সাধারনত নিজের তৈরি করা সফটওয়্যা নিয়ে টিউন করি। আপনি শুধু বললেই হতো এ ধরনের টিউন এখানে না করতে। আর সটি কিভাবে বলতে হয় তা শিখেনিন ফাহিম রেজা বাঁধনের রিপ্লই থেকে।
    ধন্যবাদ

    আসলেই আমি কিন্তু মুর্খ এটা আমি নিজেও শিকার করি,তা না হলে আমার টিউনও টেকটিউনে পাইতেন সত্য কথা বলতে আমি লজ্জা পাইনা।আপনি যেই টিউনটা করলেন আপনি বলেন এই টিউনটা আমাদের মতন ছাত্রদের কি কাজে আসবে যারা আমরা টেকটিউন্স ভিজিট করি কিছু শিখার আশায় আর এটার সাথে টেকটিউন্সের সম্পর্কটা কি?

    Entertainment is a part of education আমিতো গান কবিতার ছেন্দেই কোডিং করি। আমি গান ভালবাসি সেই সাথে বিজ্ঞান কে। আপনি শুধু বলেলেই হতো যে এই টিউনটা করা ঠিক হয়নি। আমি কিছুই মনে করতাম না।

    Level 0

    মিঃ আকাশছোয়া

    আমি আতাউর ভাইএর মত ঠোট কাটা মানুস……………
    তবে আমি এখানে নতুন কিছু না বলে বলব
    আমরা বড়দের সম্মান করতে শিখি; আর ছোটদের স্নেহ…………

    আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন নিশ্চই

    আর হে এরক্ম টিউন না করে IT based টিউন করলে সবাই উপকৃত হবে।

    ভাই অন্যায় হইয়া গেছে মাপ কইরা দিয়েন,আর আমার কমেন্ট গুলা দয়া করিয়া ডিলেট করে দিয়েন।আশা করি আমার জন্য আপনার আর মন কষ্ট হবেনা,আমি আপনার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

    Level 0

    আতাউর ভাই আপনি এই কথা বলবেননা, অন্যায় এ করেছে ক্ষমাও সেই চাইবে

    আমি কিন্তু প্রথমেই মেনে নিয়েছি যে টিউনটি করা ঠিক হয়নি। এবং আতাউর রহমান ভাইকে কোথাও অসন্মান করিনি তার পরও যাদি কেউ ভেবে থাকেন আমি তা করেছি তাহলে মনে নিলাম এটা আমার ভুল এবং এর জন্য আবশ্যই ক্ষমা চাইব। সব মেনে নেয়ার পরএ যদি এনিয়ে মন্তব্য করা হয় তাহলে আমার বলার কিছু নেই।

    আতাউর রহমান ভাই আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে ক্ষমা চাইলাম।

আকাশছোঁয়া প্লিজ কিছু মনে করবেন না । আসলে এধরনের টিউন এখানে না কররাই ভালো । কারন সবাই এখানে কিছু শিখতে আছে , মজার করার জন্য ত অনেক বাংলা ব্লগ আছে ।

আমুব্লগ, সামুব্লগ, আলুব্লগ- এগুলোই কবিতা, নাটক, গান প্রকাশের উপযুক্ত জায়গা.

    Level 0

    সঠিক বলেছেন আপনি

মডারাটর ভাইদের দৃষ্টি আর্কষন করছি এই সব পোষ্ট যেন আর না দেখতে হয়। তানাহলে টেকটিউনস ফাইজলামি করার জায়গা হয়ে যাবে।বড়দের কিভাবে সম্মান করে কথা বলতে হয় আমাদের শেখা উচিট।

মডারাটর ভাইদের দৃষ্টি আর্কষন করছি এই সব পোষ্ট যেন আর না দেখতে হয়। তানাহলে টেকটিউনস ফাইজলামি করার জায়গা হয়ে যাবে।বড়দের কিভাবে সম্মান করে কথা বলতে হয় আমাদের শেখা উচিত।

    Level 0

    হ ভাই চুরি ত চুরি আবার শিনা ঝুরি বলে একটা কথা শুনেছিলাম…আজ দেখলাম

Every thing is not digital man. Thanking u.

Thanks . For Sheraing