আমার মনের RAM এর ভিতর তোমার ছবি ভরা
এই কারনে মাঝ মাঝে কথা শুনি কড়া।
কাজ করি তাই বিষন স্লো, রেসপন্সটাইম বেশি
হ্যেং হয়ে যাই পরলে মনে তোমার বাঁকা হাঁসি।
মুক্তা ঝারা হাঁসির ফাঁদে বিকল প্রোসেসর
মাঝে মাঝে আসে আবার ক্যাশ RAM তে জর।
হায় হায় এ কি যে হলো অচল পুরা সিস্টেম
আমার মনে ক্যেঁন গাঁথলা ভলবাসার ইস্টেম (স্ট্যাপ)।
আকাশছোঁয়া
মিন্টু
একটি ডিজিটাল মনের কবিতা। আপনাদের জন্য টিউন করলাম
আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...
কি টিউন করলেন রে ভাই
এটা কি টিউন হইল ?
সময় নষ্ট হইলরে ভাই,
গুণীজনে কইল ।
গুণীজন মিছা কয় না,
সত্য কথা কয়,
তারা থাকলে এই টিউনের
১২টা বাজাইয়া লয়।
কবিতা অনেক সুন্দর হইচে
আমার ভাল লাগছে।
গুণীজনের বকা শুনে,
বলছি, অনেক খারাপ লাগছে।
এরকম টিউন করবেন না ভাই,
সময়ের দাম আছে।
বলতে চাই সবাইকে আমি,
তাদের কানের কাছে।