টুইটারে রেকর্ড করতে চলেছেন শচীন টেন্ডুলকার

ভারতের ব্যাটিং স্তম্ভ শচীন রমেশ টেন্ডুলকার সম্প্রতি যোগ দিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। ওয়ানডে ক্রিকেটের সব্বোর্চ রানের রেকর্ড বগলদাবা করার পর এবার টুইটারেও করলেন এক রেকর্ড। মাত্র ২০ ঘন্টায় ৮৫ হাজার ফলোয়ার তার দখলে। আর এর মধ্যেই প্রায় ৯৩ হাজার ফলোয়ার হয়ে গেছে তার । এ সংখ্যা বাড়ছে প্রতি মূহুর্তেই । সম্প্রতি টুইটারে যোগ দিয়ে আলোড়ন তুলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এনডিটিভিকে।

২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তার অসংখ্য অর্জন। সর্বশেষ তিনি ওয়ানডে ইতিহাসের সর্ব্বোচ রানের রেকর্ড ২০০ রানও করেছেন। তার ওয়ানডে ক্রিকেটে ৪৪২ ম্যাচ খেলে ১৭,৫৯৮ রান, ১৬৬ টেস্টে ১৩,৪৪৭ রান আছে । তার মোট সেঞ্চুরি সংখ্যা ৯২ এবং আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি সংখ্যা ১৪৭।

প্রশ্ন : কেন আপনি টুইটারে এলেন?

শচীন : আসলে, ফটোগ্রাফার অতুল কাসবেকার এবং অন্যান্যরা আমাকে জিজ্ঞাসা করে আমি টুইটারে আছি কিনা। আমি তাদের বলি না আমি টুইটারে নেই। তখন তারা আমাকে জানালো নকল শচীন হিসেবে কেউ টুইটারে আমার ভূমিকায় আছে এবং সবসময় বিভিন্ন ক্রিকেট ম্যাচ বিষয়ে আসল শচীন সেজে নানারকম মতামত জানিয়ে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো এটা তো ঠিক না। এতে করে মানুষ ভুল ধারণা, ভুল বার্তা পাচ্ছে যার সঙ্গে আমার কোনোই সংশ্লিষ্টতা নেই।

প্রশ্ন: আপনার ট্ইুটারের সঠিক অ্যাকাউন্ট বা ঠিকানা কি @sachin_rt?

শচীন : হ্যাঁ।

প্রশ্ন: প্রথম টুইটটি করতে কি কোনো অনুশীলন বা প্রাকটিস করতে হয়েছে?

শচীন : না। আমি এমনিতেই এটা করতে পেরেছি। আমি এতে অভ্যস্ত। আসলে আমি একটি বার্তা পাঠাতে চেয়েছি যাতে বলেছি, আপনারা আমার সঙ্গে আছেন, আমি টুইটারে এসব মতামত দিই না’।

আমি টুইট করেছি, যাতে মানুষ বিভ্রান্তিতে না পড়ে। আমার নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটার ভুল ধরিয়ে দিতেই আমার টুইটারে আসা। টুইটারে আসার আরেকটি কারণ হলো আমার শুভাকাঙ্ঙ্খীদের সংস্পর্শে থাকা আর তাদের আসল অভিমতগুলো জানানো সেসব বিষয়ে; যেসব বিষয়ে আমি মন্তব্য করেছি।

প্রশ্ন: আপনি কি টুইটারে নিয়মিত থাকবেন?

শচীন : সত্যি বলতে কি, অনেক মতামত দিয়ে বেড়ানো আমার স্বভাব নয়। এ ছাড়াও আমি কিছুটা অর্ন্তমুখী ও রক্ষণশীল। তবে হ্যাঁ, কিছু বিষয়তো আমি সবার সঙ্গেই শেয়ার করবো। কিন্তু একটি বিষয় নিশ্চিত করবো যে আমার ব্যক্তিগত জীবন যাতে এতে বিঘ্নিত না হয় বা জনসম্মুখে না আসে। আমি দুটো বিষয়ের ভারসাম্য রেখেই তারপর মানুষকে জানাবো আমার মতামত। এক্ষেত্রে ভারসাম্যটা বেশি গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : তবে কি এখন প্রাইভেট শচীন থেকে পাবলিক শচীনে রূপান্তর চলেছে?

শচীন : এটাকে এভাবে বলা যায়, বিষয়টি সম্পূর্ণ পাবলিক বা সম্পূর্ণ প্রাইভেট নয়। এটা এমন যে, এ দুটির একটি ভারসাম্য। আর এটি আমার পক্ষে চালানো সম্ভব।

প্রশ্ন : আপনি বলছেন এতো মানুষের সাড়া দেখে আপনি অবাক হয়েছেন কিন্তু অনেক মানুষ কিন্তু মোটেই অবাক হয়নি

শচীন : আমি অবাক হয়েছি, কারণ আমি কেবল রাত সাড়ে ১২ কি একটার দিকে টুইটারে এসেছি। আর এ সময়ের যে সাড়া পেয়েছি বাছবিচারের কোনো সময় পর্যন্ত ছিলো না, যাতে সবাই বিশ্বাস করতে পারে এটিই আসল শচীন। ফলে আমি ব্যক্তিগত কিছু ছবিও আপলোড করে দিয়েছি। এমন ছবি দিয়েছি যে ছবিগুলো একমাত্র আমার কাছে ছাড়া পৃথিবীর আর কারো কাছে ছিলো না।

প্রশ্ন : কাঁকড়া হাতে ধরা ছবিটা তো চমৎকার, কোথায় তোলা?

শচীন : গোয়ায়। ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে কাঁকাড়াগুলো দড়ি দিয়ে বাঁধা আছে। আমি এতো বড়ো কাঁকড়া আগে কখনোই ধরিনি। তারা ভার্চুয়ালি আমার মুখের চেয়েও দ্বিগুণ, অনেক বড়ো এবং জীবন্তও। কাঁকড়াগুলো যে আমার কাছে এনেছিলো পরবর্তীতে সে এগুলো ছেড়ে দিয়েছিলো। এ কারণেই আমি ক্যাপশনে বলেছি আমি শুধু ধরে আছি আমি তাদের খেতে যাচ্ছি না।

প্রশ্ন: আপনার টুইটারে ফলো করছেন মাত্র দুজনকে। দুজন তো কেবল জহির খান এবং অতুল কাসবেকার। আপনি ফলোয়ার সংখ্যা কি আরো বাড়াতে পারেন?

শচীন : অবশ্যই বাড়তে পারে । আমি নতুনতো!

প্রশ্ন : মিড ডে তো ক্যাম্পেইন শুরু করেছে আপনাকে টুইটারে এক নম্বর বানাবে, আপনার প্রতিক্রিয়া কি?

শচীন : (হেসে) দারুণ হবে! আমি চেষ্টা করবো আর এ আশাও পূর্ণ হবে। আমি জানি এটি এটি কঠিন হবে কিন্তু আমার পক্ষে যা যা করা সম্ভব আমি তার সবকিছুই করবো।

জানা গেছে, এখন পর্যন্ত শচীন টেন্ডুলকারের ফলোয়ার সংখ্যা ৯৩ হাজার। আর তিনি ১৯ জনকে ফলো করছেন তার ফলোয়ার তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রায়ার লারা, জন ডোনাভানের মতো ১৯ জন তারকা আছেন।

তথ্য সুত্রঃ বিডি নিউজ

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিটিল মাস্টার সব যায়গায় সেরা ।

এ খবর জানতাম নাতো
অনেক ধন্যবাদ…….

http://noted.tk

Level 0

ভালোত………………………
৬সিক্সার FAIL

ভাল খবর।

ধন্যবাদ সবাইকে।

Level 0

শেয়ার করার জন্য অনেক আনেক ধন্যবাদ।

Level 0

তথ্যটা কই পেলেন???????????????

Sachin আমার Fovourite ক্রিকেটার তাই, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ…
~ !

    কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ…..

sachin the great

Level 0

Sachin is all time great. He is my boss.. http://gsmbd24.blogspot.com/2010/03/about-gsmbd.html

ধন্যবাদ ,শেয়ার করার জন্য।