বিলগেটসের কাছে একজন নতুন কম্পিউটার ব্যবহারকারীর খোলা চিঠি

প্রিয় বিল গেটস,

আজ একটা কম্পিউটার কিনলাম । কিন্তু এতে কিছু সমস্যা দেখা গেছে। আপনার জ্ঞাতার্থে সেগুলো পয়েন্ট আকারে তুলে দিচ্ছিঃ

১। কম্পিউটারে একটা স্টার্ট বাটন থাকলেও কোন "স্টপ" বাটন নাই। বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি।

২। একটা বিষয় নিয়ে বেশ সন্দেহে পড়েছি। কম্পিউটারে "রি-সাইকেল" খুজে পেলেও কোন "রি-স্কুটার" খুজে পেলাম না। :(
উল্লেখ্য, পারিবারিকভাবে ব্যবহারের জন্য আমাদের একটা স্কুটার আছে।

৩। কম্পিউটারের 'Find' বাটনটা ঠিকমতো কাজ করছে না। আমার বউ গত সপ্তাহে চাবি হারিয়ে ফেলেছে। আমি অনেক চেষ্টা করেও সেটা খুজে পেলাম না। :(
'Find' বাটনটাকে রেক্টিফাই করার জন্য অনুরোধ করছি।

৪। আমার ছেলে "মাইক্রোসফট ওয়ার্ড" সম্পূর্ণ শিখে ফেলেছে। এখন সে "মাইক্রোসফট সেন্টেন্স" শিখতে চাই। আপনারা কবে নাগাদ "মাইক্রোসফট সেনটেন্স" সরবরাহ করবেন? :|

৫। ৫। একটি করে কম্পিউটার, সিপিইউ, কি-বোর্ড এবং মাউস কিনলেও শুধুমাত্র 'My Computer' আইকনটি দেখা যাচ্ছে। 'My CPU', 'My Key-Board', 'My Mouse' - এই আইকনগুলি আমি কবে দেখতে পাব?

৬। কম্পিউটারে "MY Pictures" লেখা দেখে খুব আগ্রহের সাথে সেখানে প্রবেশ করি। কিন্তু দুঃখের বিষয় সেখানে আমার একটিও ছবি নাই :((
সেখানে আমার ছবি কবে রাখা হবে?

৭। কম্পিউটারে "মাইক্রোসফট অফিস" দেখলাম। খুব ভাল লাগলো। কিন্তু আমিতো কম্পিউটার বাসায় ব্যবহার করি। "মাইক্রোসফট হোম" থাকলে খুব সুবিধা হতো।

৮। আরেকটা জিনিস লক্ষ্য করলাম 'My Recent Documents'.'My Past Documents' নামে অনুরূপ কিছু থাকলে ভাল হতো না?

৯। 'My Network Places' সরবরাহ করেছেন খুব ভালকথা। দোহাই আপনাদের 'My Secret Places' নামে কোনকিছু যেন কম্পিউটারে যুক্ত করা না হয় । অফিসের পর আমি কোথায় যায় তা আমার বউকে আমি জানতে দিতে চাইনা :((

ধন্যবাদান্তে
মিস্টার ডটডটডট

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার চিঠি, পড়ে আনন্দ পেলাম।ওর সব কথায় যুক্তি আছে।

    ধন্যবাদ সাইমুন।
    ইংরেজী একটা লেখা থেকে ভাষানুবাদ করলাম এটা। অনুবাদ ভাল হয়নি সম্ভবত 🙁 🙁

onek anodo pailam.ai rokom 1 ta mojar chiti upohar dawer jonno donnobad.

চিঠিটা কোন দেশ থেকে লেখচে, জানেন কিছু ?

    ছবিটা আমারই বানানো। গুগল থেকে কালেক্ট করে একটু এডিট করেছি আরকি (বিল গেটসের ঠিকানা আমিই বসিয়েছি) আর পোস্টটা বহুল প্রচলিত একটা জোকস। জোকসের জন্য খ্যাত “শান্তা-বান্তা” থেকে নিয়ে অনুবাদ করেছি আমি। সত্যিকারের চিঠি না এটা। জোকস করেই লেখা।

    আমিতো ভাবছি সত্যি সত্যি !!! ( একটা ডস খাইলাম )

    খেক…. খেক……….. 😉

হা-হা-হা-হা-হা………দারুণ চিঠি। অনেকদিন পর সত্যিকার অর্থে হাসির কিছু পেলাম। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাসার জন্য এ সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়ার কারণে……আপনার কাছ থেকে আরো ভাল ভাল টিউনের অপেক্ষায় রইলাম।

    থ্যাঙ্ক ইউ ফাহিম আহমেদ ।
    আরও ভাল টিউন করতে পারব কিনা জানিনা তবে চেষ্টা করব ইনশাল্লাহ।

very funny,thanks.

ব্যাপক মজা পাইলাম।প্রথমটা জোস…………………….

আমি প্রথমে মনে করেছিলা সত্যি সত্যিই কেউ বিল গেটসের কাছে চিঠিটি লিখেছে:”>

মন্তব্য না করে পারলাম না

হা হা হা হা হা……………………..

Level New

আমি প্রথমে মনে করেছিলা সত্যি সত্যিই কেউ বিল গেটসের কাছে চিঠিটি লিখেছে:”>(copy fromঅদ্ভত)

Level 0

bepokz………

মজা পাইলাম।

মজাক খাইলাম

ওনেক মোজা পাইছি………………..।

Level 0

kita moja failam re ba….. 🙂

Moja pelam brother. . . . . . .

haaa haaa
jotilssss

so funnyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

Level 0

বাঃ…………খুবই সুন্দর পোষ্ট…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

পড়ে আনন্দ পেলাম।