অনেকে কোন অনুষ্ঠানে গিয়ে যখন কাওকে কীবোর্ড বাজাতে দেখেন তখন অনেকই মনে মনে বলে ইস আমিও যদি কীবোর্ড বাতে পারতাম।আপনি সেই ইচ্ছা অনলাইনেই সেরে ফেলতে পারেন।
আপনি অনলাইনেই বাজাতে পারেন সুন্দর ভার্চুয়াল কীবোর্ড।তো চলুন দেখি অনলাইনে কীবোর্ড বাজাতে হলে কি করতে হবে।
প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে।এটি একটা ফ্লাশ সাইট।এই সাইটে গিয়ে পেজ লোড হবার পর স্ক্রীনে ক্লিক করলেই আপনার ভার্চুয়াল কীবোর্ডটি বাজানোর জন্য প্রস্তুত।এখানে আপনি আপনার কম্পিউটারের কীবোর্ড মাধ্যমে বাজাতে পারেন আবার মাউসের মাধ্যমেও বাজাতে পারেন।পছন্দটা আপনার।আসুন একনজরে দেখে নিই কোন কোন রিডে আপনি বাজাতে পারবেন
১।পিয়ানো
২।অরগান
৩।সেক্সোফোন
৪।বাশীর সুরে
৫।পেন পীপস
৬।গিটার
৭।ডার্মস
৮।ডাবল বেস এ।
তো শুরু করে দিন ভার্চুয়াল কীবোর্ড বাজানো।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আই ফোনে বাজাই 😀