মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটি সেমিকণ্ডাকটার চিপস যেটি সাধারণত প্রোগ্রামাররা প্রোগ্রাম করেন। এই মাইক্রোপ্রসেসরের গঠনের মূল একককে বলা হয় মাইক্রোপ্রসেসিং ইউনিট বা MPU.
সাধারণত নিন্মোক্ত অংশ নিয়ে এটি গঠিতঃ
ইনপুট ডিভাইসের গতির সাথে প্রসেসরের গতির পার্থক্য থাকে । যেমনঃ কি-বোর্ড যে গতিতে ডাটা ইনপুট করতে পারে, প্রসেসর ঠিক সেই গতিতে ডাটা প্রসেস করতে পারেনা। তাই গতির এই তারতম্য এড়াতে ব্যবহার করা হয় IDIC (ইনপুট ডিভাইস ইন্টারফেস কণ্ট্রোলার)।
অনুরূপভাবে আউটপুটের সাথে গতির তারতম্য রোধের জন্য ব্যবহার করা হয় ODIC (আউটপুট ডিভাইস ইন্টারফেস কণ্ট্রোলার)। প্রসেসরের ভেতর নানা ধরনের ( কোড সেগমেণ্ট, ডাটা সেগমেণ্ট, স্ট্যাক সেগমেন্ট ইত্যাদি ) রেজিস্ট্রার থাকে। এগুলো স্মৃতি (Memory) ধারণ করে রাখে। মেমোরি অ্যালোকেশানের ক্ষেত্রে যথাক্রমে al , ah , bl , bh , cl, ch ….. অগ্রাধিকার পায়।
এটি একটি প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ যেখানে আইস্যা জ্ঞানী হওয়া যায়।
এর নিম্নোক্ত অংশগুলো থাকে-
সো হিসাব নিকাশ কইর্যা । আমার টিউনে মডারেটর/ সাব-মডারেটররা হাত দিলে কিন্তু আউটপুট অফ কইর্যা রাখমু। দেখি ক্যামনে ইউজার সিগনাল পায়। সো সাবধান!!!!
ঠ্যাংনোটঃ আপাতত কয়েকদিন পর্যবেক্ষন করা হবে। এই হুমকিতে কাজ না হইলে পরবর্তী সাটায়্যার আসছে অতি শিঘ্রই।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
টিউন প্রসেসর = রনি পারভেজ 😉