টেকটিউনস Vs মাইক্রোপ্রসেসর ( রম্য টিউন/ সাটায়্যার )

মাইক্রোপ্রসেসরঃ

মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটি সেমিকণ্ডাকটার চিপস যেটি সাধারণত প্রোগ্রামাররা প্রোগ্রাম করেন। এই মাইক্রোপ্রসেসরের গঠনের মূল একককে বলা হয় মাইক্রোপ্রসেসিং ইউনিট বা MPU.

সাধারণত নিন্মোক্ত অংশ নিয়ে এটি গঠিতঃ

  • ১। ইনপুট ডিভাইস (যেমনঃ কি-বোর্ড) ID
  • ২। প্রসেসর (MPU)
  • ৩। RAM
  • ৪। ROM
  • ৫। আউটপুট ডিভাইস (যেমনঃ মনিটর, সেভেন সেগমেন্ট ডিসপ্লে, লেড)

ইনপুট ডিভাইসের গতির সাথে প্রসেসরের গতির পার্থক্য থাকে । যেমনঃ কি-বোর্ড যে গতিতে ডাটা ইনপুট করতে পারে, প্রসেসর ঠিক সেই গতিতে ডাটা প্রসেস করতে পারেনা। তাই গতির এই তারতম্য এড়াতে ব্যবহার করা হয় IDIC (ইনপুট ডিভাইস ইন্টারফেস কণ্ট্রোলার)।

অনুরূপভাবে আউটপুটের সাথে গতির তারতম্য রোধের জন্য ব্যবহার করা হয় ODIC (আউটপুট ডিভাইস ইন্টারফেস কণ্ট্রোলার)। প্রসেসরের ভেতর নানা ধরনের ( কোড সেগমেণ্ট, ডাটা সেগমেণ্ট, স্ট্যাক সেগমেন্ট ইত্যাদি ) রেজিস্ট্রার থাকে। এগুলো স্মৃতি (Memory) ধারণ করে রাখে। মেমোরি অ্যালোকেশানের ক্ষেত্রে যথাক্রমে al , ah , bl , bh , cl, ch ….. অগ্রাধিকার পায়।

টেকটিউনসঃ

এটি একটি প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ যেখানে আইস্যা জ্ঞানী হওয়া যায়।

এর নিম্নোক্ত অংশগুলো থাকে-

  • CEO (পুরাই জিনিশ একখান)
  • CCO ( ইনার সম্ভবত অনেক ট্যাকা আছে ;) )
  • MOderator – ( [বস পাবলিক Boss Indica না কিন্তু :) ])
  • Submoderator হাসিব ( আমার টিউনে হাত দিলে কিন্তু খবর আছে :P )
  • Submoderator রকিবুল হায়দার ( এরে আমি ভোট দিছিলাম রে!! )
  • Submoderator শিমুল (স্মার্ট পাবলিক)
  • Submoderator ফাহিম রেজা বাধন ( এরে আমি ভোট দিছি। খেক খেক!! )
  • আহব্বায়ক ( পোলাডা ভালই আছিল! খারাপ হইয়্যা যাইতেছে দিনদিন!!! )
  • Poll manager ( পোলাডা ভালই আছিল )
  • Tune Roundup Manager (এইটা কিন্তুক আমি। ঘুষ গ্রহন মডারেটর কর্তৃক অনুমোদিত :D আমারে আর পায় কে!!!! )
  • শাকিল আরেফীন

এবার দেখা যাক মাইক্রোপ্রসেসরের সাথে টেকটিউনসের মিল-

  • ►► ID = CCO
  • ►► প্রসেসর = CEO
  • ►► MOderator = RAM
  • ►► Submoderator = ROM
  • ►► তার- টার = শাকিল আরেফীন (চান্সে পাইয়্যা পচাইয়া দিলাম :D )
  • ►► ইউজার = ভিজিটরস + অন্যান্য
  • ►► আউটপুট ডিভাইস = রনি পারভেজ

সো হিসাব নিকাশ কইর্যা । আমার টিউনে মডারেটর/ সাব-মডারেটররা হাত দিলে কিন্তু আউটপুট অফ কইর‌্যা রাখমু। দেখি ক্যামনে ইউজার সিগনাল পায়। সো সাবধান!!!!

ঠ্যাংনোটঃ আপাতত কয়েকদিন পর্যবেক্ষন করা হবে। এই হুমকিতে কাজ না হইলে পরবর্তী সাটায়্যার আসছে অতি শিঘ্রই।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন প্রসেসর = রনি পারভেজ 😉

    প্রসেসররে পাইছি রে!!!!
    খেক………… খেক…………
    ডিসপ্লে বন্ধ কইমু? 😉

    ওরেরে!!!!!!! সিনিয়র র‌্যাম ইতিমধ্যেই ODIC ব্যবহার কইর‌্যা টিউন এডিট কইর‌্যা ফেলছে। প্রসেসররে ধইন্যা। 😛

    ঠ্যাংনোট-২: আপনি এডিট করছেন? (ব্যাপক রাগের ইমো হবে।)

মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটি সেমিকণ্ডাকটার চিপস যেটি সাধারণত প্রোগ্রামাররা প্রোগ্রাম করেন-মাইক্রোপ্রসেসর এর এই সংজ্ঞাটা বোধহয় ঠিক নয়। আমার দৃষ্টিতে এটা এভাবে বলতে পারেন:-মাইক্রোপ্রসেসর (সংকেত µP) হলো প্রোগ্রামযোগ্য ডিজিটাল ইলেক্ট্রনিক যন্ত্রাংশ, যা কম্পিউটার সহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়।
অভিনন্দন জানাই নবনিবাচিত moderator /Sub-moderator , আহব্বায়ক, Poll manager, Tune Roundup Manager সবাইকে। সাধুবাদ জানাচ্ছি টে.টি CEO /CCO কে। অনেক ধন্যবাদ রনি পারভেজকে।

রনি ভাই ভালই লিখছেন।:)

কমেন্ট করার মতো কিছু পাচ্ছি না ।

হম ভালোই হয়েছে । আপনি এখান জিনিস মিয়া 😉

ভালো লেখেছো রনি।
@ ইয়াকুব ভাই: ভাই এটা একটা নন সিরিয়াস রুপক পোস্ট। পরথমে পইড়া ভালোই লাগছিল, আপনার মাইক্রোপ্রসেসর এর বর্ননা পড়ে তার সাথে মিলাইতে গিয়া আউলা লাগতাছে…

CEO (পুরাই জিনিশ একখান)

আমি কি বলব বুঝতে পারছি না, মনে হয় লুকিয়ে থাকা ট্রোজান রুট কীট আমরে এটাক করছে…. 🙂