শুরুতেই আমার প্রিয় টেকটিউনারদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমাদের মিটিং অত্যন্ত চমৎকার সাফল্যের সাথে সম্পাদন করতে সব রকমের সহযোগীতা করার জন্যে।
গতকাল আমাদের একজন জনপ্রিয় টিউনার টেক হিউমারে টিউন করে আমার অনেকদিনের পুরোরে দিনের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। আমি এখনও আমার একজন প্রিয় টিউনার শফিউল ভাইকে টেক হিউমার বিষয়ক টিউনে মিস করে থাকি। জানিনা তিনি কেমন আছেন, তবে তিনি যদি আবার টেক হিউমারকে চালু করতে পারেন তাহলে আমার চাইতে বেশী খুশি আর কেউ হবেনা।
এবার আসা যাক কাজের কথায়। ব্রাউজার নিয়ে মাতামাতিটা শুধু অনলাইন জগতেই নয় আজকাল ব্রাউজার নিয়ে টেকটিউন্সেও মাতামাতি হয়। আমরা এক একজন এক এক ব্রাউজারের চরম ফ্যান। আর আমাদের আদরের ছোট ভাই "সাবটাইটেল মামুন" ত ক্রোম এর নাম শুনলেই লাফ দিয়ে উঠে। আজ এই সমস্ত চেনা জানা কয়েকটা ব্রাউজারের স্পীড এবং ট্রান্সপোর্টেশান কোয়ালিটি নিয়ে ফান করব -
আমার প্রিয় ব্রাউজার। শুরু থেকেই এর সাথে আছি এবং কোয়ালিটি ধরে রাখতে পারলে এর সঙ্গ ছাড়ার কোন ইচ্ছাও আমার নাই। এর ছবি দেখেই বুঝতে পারেন কতটা এ্যাকশান প্যাক ব্রাউজার এটি। ব্রাউজার মার্কেটের সবাইকে নকআউট করে দিতেই এই গেটআপ তার।
যদিও জন্ম শুধু ম্যাক ইউজারদের জন্যে তবে ইদানিং উইন্ডোজ প্ল্যাটফর্মেও ভালোই ব্যবহার করা যায়। সাধাসিধে ইউজারদের জন্যে বেশ মানানসই। গতির ব্যাপারটা আমি জানিনা। ব্যবহার করা হয়নি। তবে আইফোনে কিন্তু আমাকে সাফারি ই ব্যবহার করতে হয় 😉
ব্রাউজার মার্কেটে অনেক বেশি জনপ্রিয় আরেকটি ব্রাউজার। অনেককেই নীরবে সার্ভিস দিয়ে আসছে। টেকিদের মতে ছোট্ট খাট্ট একটা চমৎকার একটি গতিময় ব্রাউজার।
কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। ছবিই কথা বলে ।
কিছু বলতেও ভয় লাগে। আমাদের বৈধ মামুন না আবার আমার উপরে ক্ষেপে যায়। তার খুবই সাধের ব্রাউজার এটি। অবশ্যই প্রসংশনীয় এবং গতীময়। তাদের এক্সটেনশান লাইব্রেরী আরেকটু রিচ হলে আমিও হয়ত সুইচ করব ক্রোমে। তবে যে ব্যাক্তিটি ক্রোমের রকেটে বসে আছে সেটি কিন্তু নিঃসন্দেহে আমাদের মামুন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
😀 😀 😀 জটিল একটা টিউন , একেবারেই টেক হিউমার । ধন্যবাদ টিনটিন ভাই । : P