সিকিউরিটির মতো ভেজাইল্লা জিনিস না এবার একটা মজার টিউন করলাম । ইন্টারনেটে মজা দেখতে আমরা কে না ভালবাসি। তাই ঝটফট একটা যাদু হয়ে যাক।...... প্রথমে আপনাকে গুগলে যেতে হবে।
সেখানে Image এ ক্লিক করতে হবে। সেখানে টাইপ করুন : bikes, flowers, cars
এরপর সার্চ করুন । এখানে আপনি অনেক ধরনের ছবি পাবেন থাম্বল মুডে। এবার আপনি সরাসরি চলে যান উপরে এড্রেস টুলবারে । পুরো URL টি মুছে ফেলুন । এবং নিম্নোক্ত জাভা স্ক্রীপ্টটি পেষ্ট করে দিন।
javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images ; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= 'absolute' ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( 'A()',5); void(0)
এবার খেলা দেখ বাঙ্গালি...................... ( মজা করলাম )
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
আপনি তো একদম জাভা যাদুকর এমন স্ক্রীপ্ট কি ভাবে লিখলেন চম?কার টিউন এগিয়ে চলুন আরও কিছু নতুন টিউন নিয়ে
দারুণ!!!!!!!! এক্কেবারে ঠিক যেন রোলার কোস্টার!!!!
@টিনটিন ভাই উপরিউক্ত zahirulislam ভাইয়ের লিংকে যেয়ে “;” চিহ্ণ বাদে বাকি আংশ কপি পেস্ট করে দেখুন, ছবিগুলো কি খেলাই না দেখায়!!!! ভাল কথা এটা FixeFox-e কাজ করে, আমার নিজের পরীক্ষিত…
ভাই টিনটিন এবং অন্যরা যাদের যাভা কোডটা কাজ করেনি , আসলে কেনো এটা হচ্ছেনা এটা আমি বুঝতে পারছিনা । কিন্তু এটা আমি কয়েকবার আমি নিজে টেষ্ট বরে দেখেছি । তারপর টিউন করেছি। আর অনেকেরতো হয়েছে । আমার মনে হয় কোথাও কোনো লজিকেল প্রবলেম হচ্ছে। আমি আবার কোড টি দিলাম :
javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images ; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= ‘absolute’ ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( ‘A()’,5); void(0)
একি প্রসিডিউরে যেয়ে যাস্ট পেস্ট করে দিন । হয়ে যাবে ইনশাআল্লাহ ……..
ভাইয়েরা আরেকটি ব্যপার আমার ছোট্ট একিট ব্যপার ধরতে সময় লেগেছে বলে দুখঃ প্রকাশ করছি । যাদের কম্পিউটার এ হচ্ছেনা এটা ফন্ট গত সমষ্যা । আমি দেখলাম ওয়র্ড সথেকে কপি করে ্টেনে টিউনের পাতায় পেষ্ট করলে কিছু কিছু স্ক্রীপ্ট মিসিং বা ভুল দেখায় । নিচের কোড টি আমি টিউনের সাথে মিলিয়ে পেস্ট করেছি ।
আশা করি কাজ হবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আবার দুঃখ প্রকাশ করছি । কোডটি হবে এমন :
javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images ; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= ‘absolute’ ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( ‘A()’,5); void(0)
এইটা ট্রাই করে দেখুন টিনটিন ভাই…
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= ‘absolute’; DIS.left=Math.sin (R*x1+i*x2+x3) *x4+x5; DIS.top=Math.cos (R*y1+i*y2+y3) *y4+y5}R++} setInterval (‘A()’,5); void(0);
হলো না, এখানে পেষ্ট করলেই কিছু একটা সমস্যা হয়ে যাচ্ছে। জহিরুল ভাইয়ের দেয়া লিংক থেকে কপি করে এক্সপ্লোরারে দিলে হচ্ছে, কিন্তু যখনই টেকটিউন্সে পেষ্ট করছি, সেটা কপি করে এক্সপ্লোরারে দিলে কাজ হচ্ছে না।
এটা ফন্টগত সমস্যা । প্রতমবার আমি যখন পাঠিয়েছিলাম সেটি ছিল ভিন্ন ফন্টের। আমি যে কোডটা দিয়েছি সেখান থেকে ’ চিন্ন সুমুহ বাদ দিয়ে পেস্ট করুন । টিনটিন ভাই, তারপর হতে পারে। এই চিন্ন্গুলো ওয়ার্ড থেকে পেস্ট করার পর টিউনে নিলে অটো চলে আসে। এটা টেকটিউনস এর কোনো টেকনিক্যল প্রবলেম ।
যাইহোক এটা হবে অবশ্যই।
আসলে আমি কালকে নেটে বসতে পারিনি। তাই জানতেই পারলামনা আমার টিউনে কি বাজে মন্তব্য করা হয়েছে। যাই হোক এধরনের কাজ আশা করা ঠিক না। টেকটিউনস ভদ্র লোকের জায়গা। zicobaby ভাইকে ধন্যবাদ । ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশের আইটি কে সাপোর্ট দিচ্ছেন । আর একটা কথা আমার দেয়া কোডটি সবার যে কাজ করেনি এমন নয়। এটা অনেকের কাজ করেছে। আমার মনে হয় যারা ইউনিজয় সফ্টওয়ারটি ইনষ্টল করেছেন তাদের এটা কাজ করেনি। এটা খুব সম্ভবত যে জাভা স্ক্রীপ্টে লেখা হয়েছে সেই ফন্টের সাথে টেকটিউনস এর ফন্টে কোনো দিক দিয়ে কনফ্লিক্ট হয়েছে। তারপরেও আপনাদের সবার সাপোর্ট পেয়েছি বলে আবার ধন্যবাদ
তানভীর ভাই কিছুই তো হইল না!!