ডিজিটাল বাংলাদেশের পথের পথিক আমরা সবাই। ডিজিটাল পণ্য যেন বন্দী হাতের মুঠোয়। প্রতিনিয়ত আমরা ডিজিটাল পণ্যর প্রতি আসক্ত হয়ে পড়ছি। আমরা কম বেশী সবাই ডিজিটাল পণ্য ব্যবহার করি এবং এর ব্যবহার ক্রমাগত বাড়েই চলেছে। ডিজিটাল পণ্যের সহজলভ্যটা ও ব্যবহার এর নানা উৎকৃষ্ট দিক তরুণ প্রজম্মকে বেশী আকর্ষণ করে ফলে তরুণ প্রজম্ম এর মাঝেই ডিজিটাল পণ্য বেশী ব্যবহার হয় এবং তাদের মাঝে এর প্রভাব ও বেশী। তাই বর্তমান তরুণ প্রজম্মকে বলা হয় ডিজিটাল প্রজম্ম।
ডিজিটাল পণ্যের মাঝে Notebook ও Net book বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত। অনেকেই Notebook বা Net Book কিনে ফেলেছেন। আবার অনেকেই হয়ত কিনার কথা ভাবছেন।
আজ আমি আমার প্রথম Note Book এর টিউন করব। Note Book টি হল প্রখ্যাত British ব্র্যান্ড WH Smith এর SN3 3RX ।
এই নোটবুক এ রয়েছে wide ruled টানা ১৬০টি পৃষ্ঠা। উন্নত মানের সাদা Ruled টানা পৃষ্ঠায় আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারেন খুব সহজেই। যে কোন বলপেন দিয়েই আপনার প্রয়োজনীয় তথ্য লিখতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুৎ না থাকলেও আপনি তথ্য লিখতে বা পড়তে পারবেন 😆 আর এটির জন্য কোনও বিদ্যুৎ সংযোগ এর প্রয়োজন নেই। Pink color এর Note Book টি খুবই stylish 😎 । ৭০ গ্রাম ওজনের Note Book টি খুব হালকা ফলে আপনার চলার পথে অথবা ক্লাস বা মিটিং এ সহজেই এর ব্যবহার করতে পারবেন। এ্যালুমনিয়ামের রিং দিয়ে Note Book কে বাইন্ডিং করা হয়েছে যাতে সহজে ছিঁড়ে না যায়। প্রয়োজনে এর পৃষ্ঠাগুলকে খুলে চিরকুট হিসেবেও ব্যবহার করা যায়। এই Note Bookটির আন্তর্জাতিক দাম আনুমানিক ৩০০+ টাকা। এই Note Bookটির সম্পর্কে বিস্তারিত জানতে visit করুন http://www.whsmith.co.uk ।
যারা উপরের ছবি দেখে ভড়কে গেছেন তাঁদের জন্য আমার নোটবুক এর কিছু ছবি দিলাম। নোটবুক টির সত্যিকার কিছু ছবি দেখুন...
আমি রাশেদুল আলম অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
he he he…. 😛 awesome