বিল গেটস্, ১৯৮১ সালে বলেছিলেন - সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কি 640KB বেশি RAM লাগতে পারে?
পপুলার মেকানিকস্ ম্যাগাজিন, ১৯৪৯ সালে লিখেছিলো - বিজ্ঞান যেভাবে এগোচ্ছে এবং মানুষের যা চাহিদা, তাতে ভবিষ্যতের কমপিউটার ১.৫ টনের বেশি ওজন হতে পারে।
১৯৫৭ সাল, চিফ এডিটার, প্রেন্টিস হল পাব্লিকেশান - আমি সারা দেশে ঘুরে অনেক নামীদামী টেকিদের সাথে কথা বলার পরে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে ডেটা প্রসেসিং বিষয়টি বেশিদিন চলবেই না।
১৯৬৮ সাল, IBM'এর ইঞ্জিনিয়ার, Advanced Computing Systems Division বলেছিলেন - মাইক্রোচিপ? এটা দিয়ে ভালো কিছু করার সম্ভাবনা আছে নাকি?
কেন্ ওলসন, প্রেসিডেন্ট/চেয়ারম্যান, ডিজিটাল ইক্যুইপমেন্ট, ১৯৭৭ সালে বলেছিলেন - মানুষ তার নিজের বাড়িতে কমপিউটার কিনে ব্যবহার করবে এমন কোনো কারন আমি দেখতে পাচ্ছিনা।
Marecha Ferdinand Foch, Professor of Strategy, Ecole Superieure de Guerre, বলেছিলেন - উড়োজাহাজ খুবই সুন্দর একটি খেলনা, কিন্তু সামরিক শক্তিতে কাজে লাগানোর মতো কোনো বৈশিষ্ট এর নেই।
১৮৯৯ সাল, চার্লস ডুয়েল, মার্কিন পেটেন্ট অফিস, বলেছিলেন - যা যা আবিষ্কার করার ছিল সব করে ফেলা হয়েছে, আর কিছু আবিষ্কার নতুন করে হওয়ার নেই।
পিয়্যেরে প্যাচেট, ফিসিওলজির প্রফেসর, ১৮৭২ সালে বলেছিলেন - লুই পাস্তুরের থিওরী অফ জার্মস আসলে একটি কাল্পনিক গল্প।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
হু…… ধন্যবাদ পুরোন জিনিস নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য।