আমরা অনেকেই টপটিউনার লিস্টের অবস্থান জানতে চাই। তবে প্রত্যেক জনের বর্তমান অবস্থা জানতে পারি না। শুধুমাত্র তার মোট টিউন এবং সে কতটি কমেন্ট করেছে অন্যদের টিউনে তার অবস্থা দেখতে পাই। আশা করি এই টিউনটির ফলে আপনারা টপটিউনারদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন।
প্রথমেই আশা যাক টিনটিন ভাইয়ের দিকে। দেখি তিনি কতটি কমেন্ট করেছেন এবং পেয়েছেন। তার মোট টিউনের কতটিতে তোন কমেন্ট আসেনি। কতটি টিউন তার নার্বাচিত হয়েছে।
তার মোট টিউনঃ ১৭৮ টি
মোট কমেন্ট করেছেনঃ ৮৪৬টি
প্রাপ্ত মোট কমেন্টঃ ১৩২৭
নির্বাচিত পোষ্টঃ ৫৪ টি
টিউনে কোন কমেন্ট পরেনিঃ ৯ টি টিউনে
গড় টিউনে কমেন্টঃ ৭.৪৫ টি কমেন্ট
যদি কোন ভুল না হয়ে থাকে। আর ভুল হলে ক্ষমা মার্যনীয়।
এবার আসি হাসিবের কাছে। দেখি সে কত স্কোর পেয়েছে।
তার মোট টিউনঃ ১৭২ টি
মোট কমেন্ট করেছেনঃ ৭৮৪ টি
প্রাপ্ত মোট কমেন্টঃ ১৮০৭ টি আজকের টিউন বাদে
নির্বাচিত পোষ্টঃ ১ টি মাত্র
টিউনে কোন কমেন্ট পরেনিঃ (০) শূন্যটি বুঝা যাচ্ছে সে খুব চালাক
গড় টিউনে কমেন্টঃ ১০.৬
দেখি টপটিউনার লিস্টে তার পজিশন। কতটিতে সে বাম্পার ফলাফল পেয়েছে।
তার মোট টিউনঃ ১৫১ টি
মোট কমেন্ট করেছেনঃ ২৮৮ টি
প্রাপ্ত মোট কমেন্টঃ ১০৮০ টি
নির্বাচিত পোষ্টঃ ১ টি
টিউনে কোন কমেন্ট পরেনিঃ ১৭ টি
গড় টিউনে কমেন্টঃ ৭.১৫ প্রতি টিউনে
ভুল ত্রুটি মার্যনীয়।
দেখি হাসিবের বসের অবস্থা কি। আশা করি ওর থেকে ভাল হবে।
তার মোট টিউনঃ ১১১ টি
মোট কমেন্ট করেছেনঃ ৬৪০ টি
প্রাপ্ত মোট কমেন্টঃ ১২৫৯ টি কমেন্ট
নির্বাচিত পোষ্টঃ ১ টি
টিউনে কোন কমেন্ট পরেনিঃ ৪ টি
গড় টিউনে কমেন্টঃ ১১.৩৪ টি কমেন্ট
এবার আসি আমাদের কমপিটিশনের শেষ নায়ক আমাদের ডলার ম্যান। দেখা যার টেকটিউনসে তার স্কোর কত।
তার মোট টিউনঃ ৯৭ টি
মোট কমেন্ট করেছেনঃ ১০৩৮ টি মন্তব্য
প্রাপ্ত মোট কমেন্টঃ ১২৮৭ টি কমেন্ট
নির্বাচিত পোষ্টঃ ১টি
টিউনে কোন কমেন্ট পরেনিঃ ১২ টি টিউনে
গড় টিউনে কমেন্টঃ ১৩.২৬ টি কমেন্ট
দেখলেন তো টিউনারদের স্কোর। সময় সল্পতার জন্য বাকি টপটিউনারদের অবস্থা তুলে ধরতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনাদের ভাল লেগেছে। আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ..........
আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভুল বানানে ভুল