টেকটিউনসের টেক হিউমার বিভাগে বিল গেটস্ মারা গিয়েছেন। যমদূতরা তাকে ঈশ্বরের কাছে নিয়ে গেল, তাকে স্বর্গে পাঠানো হবে নাকি নরকে? ঈশ্বর বিল'কে বললেন, তুমি সমাজের অনেক উপকার করেছো, ঘরে ঘরে কমপিউটার পৌছে দিয়েছো, তাই ভাবছি তোমাকে স্বর্গে পাঠাবো। কিন্তু তোমার উইন্ডোজ ৯৫'এর কথা ভাবলেই মনে হয় তোমাকে নরকে পাঠাই। ভাবতে ভাবতে ঈশ্বর বিল'কেই সুযোগ দিলেন স্বর্গ আর নরকের মাঝে তার ব্যাক্তিগত পছন্দ বেছে নিতে। স্বর্গ কিম্বা নরকের কোনোটিরই ধারনা বিল গেটসের নেই, তাই ঈশ্বর তাকে নিয়ে দুটি দেখাতে গেলেন। বিলের ইচ্ছায় প্রথমেই নরক দেখতে যাওয়া হচ্ছে।
নরকে এক অপরূপ এবং মনোরম স্থানে আসলেন ঈশ্বর এবং বিল। শান্ত নীল নদী বয়ে যাচ্ছে, নদীপারে অপরূপ রূপসীরা হাসছেন, দৌড়োদৌড়ি করে খেলে বেড়াচ্ছেন। রৌদ্রজ্জ্বল দিন, সুন্দর আবহাওয়া সেখানে। বিল অনেক খুশী হলেন। তিনি এইবার স্বর্গ দেখতে চাইলেন। মনে মনে বিল গেটস্ প্রচন্ড উত্তেজিত, এই যদি নরক হয় তাহলে না জানি স্বর্গে আরো কি কি আছে! স্বর্গ নীল আকাশের সাদা তুলোর মতো মেঘের মাঝে। সেখানে অনেক অপ্সরা বীণা বাজাচ্ছে। অন্যদিকে স্বর্গের সভার গায়ক গান গেয়েই চলেছে।
বিল গেটস্ খুব বিরক্ত বোধ করে নিজের পছন্দ স্থির করে ফেললেন, তিনি নরকেই যেতে চান। ঈশ্বর তার ইচ্ছা পূর্ণ করে দিলেন।
কয়েক মাস পরে ঈশ্বর ভাবলেন যে বিল কেমন আছে তা দেখে আসবেন। তিনি গিয়ে দেখলেন তাকে দৈত্যরা গরম তেলের কড়াইতে ফেলে দিয়েছে, যন্ত্রণার বিল চেঁচাচ্ছে। ঈশ্বর বিল'কে জিজ্ঞেস করলেন, কেমন চলছে সব বিল? ভালো আছো তো? বিল প্রচন্ড ক্ষেপে গিয়েছেন এই প্রশ্ন শুনে। রাগী কন্ঠে ঈশ্বরকে বিল বলছে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আমাকে মিথ্যা PREVIEW দিয়েছিলেন নরকের! ঈশ্বর সামান্য হেসে জানালেন, উত্তেজিত হয়োনা বিল, ওটা ছিল নিতান্তই একটি SCREENSAVER, তোমারই তৈরী!
-----
একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অস্বস্তিকর প্রশ্ন করা হয়েছে - "ধরুন আপনি এইমাত্র বিমানে উঠেছেন এবং জানতে পারলেন যে এই বিমানের ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যারটি আপনারই সংস্থার বানানো। আপনি কি করবেন? নেমে যাবেন? নাকি নিশ্চিন্তে আকাশপথে ভ্রমণ করবেন? কারন বুঝিয়ে উত্তর দিন"
একজন বাদে বাকি সবাই উত্তর দিয়েছে যে তারা নেমে যাবে, ভ্রমণ করবেনা। নেমেই যেহেতু যাবে, তার মানে নিজের কোম্পানীর কাজের উপরে ভরসা নেই, এই কারন আর কেউ আলাদা করে দেখাননি। যিনি উত্তর দিয়েছেন যে তিনি নেমে যাবেন না, তিনি কারন দেখিয়েছেন এইরকম:
"আমাদের টিমের সফটওয়্যার দিয়ে বিমান পার্কিং গেট থেকে রানওয়ে পর্যন্তই পৌছানোর সম্ভাবনা নেই! আকাশে ওড়া তো অনেক দূরের ব্যাপার!"
----
(দুটিই অনেক পুরোনো, ২০০৩ সালের)
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
😀 😀 😀
ব্যাপক মজা পাইলাম।