‘পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন” হাসান ভাইয়ের লেখা দুর্লভ চিঠি

পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন

২রা ডিসেম্বর, ২০০৯
লন্ডন, যুক্তরাজ্য

শ্রদ্ধেয় আব্বা/আম্মা,

আশা করি আল্লাহ্ রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি। এখানে যদিও আজকাল একটু ঠান্ডা পড়েছে, তবুও তা এখন সহনশীলতার মধ্যেই আছে, তাই এ নিয়ে চিন্তা করবেন না।

যে কারনে চিঠিটি লেখা। ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯ বসন্ত যায় যায়, আর আপনাদেরও বোধ হয় একা একা লাগে। তাই কেবলমাত্র আপনাদের একাকিত্ব দূর করতেই অভিভাবকদের জন্য সুন্নত না ফরজ একটা কাজ আছে না, ওটা তো পালন করা সময় হয়েছে। কি বলেন? আশা করি hints বুঝতে পেরেছে। ডাইরেক্ট বলতে লইজ্জা লাগে

আপনাদের নিশ্চয়ই এতদিনই বুঝে যাবার কথা যে এই ব্যাপারটায় আমার নাকটা একটু উচুঁ আর খুতখুতে। তাই যেনতেন কনে বাছাই করে ঘাড়েঁ ঝুলিয়ে দিলে কিন্তু চলবে না। আপনাদের কাজটি যাতে সহজ হয়, সেজন্য কনের কিছু অত্যাবশ্যকীয় গুনের কথা বলতে চাই।

  • চেহারায় ঝলক না থাকলেও চলবে, তবে Google এর মতো সাধাসাধি হলেই যথেষ্ট।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আমি নাই, ওইটা ছাড়া মানুষ বাচেঁ? কনের অন্তত পাচ‍টা সাইট গুগলের প্রথম পাতায় থাকতে হবে। আগেই হুশিয়ার কোনো Black Hat পদ্ধতি ব্যবহার করা চলবে না।
  • রান্না পারুক না করুন, ওয়ার্ডপ্রেস জানতে হবে। রান্না তো গুগলে সার্চ করেও শিখতে পারবে।
  • রোজ রোজ বাজারে যেতে বলতে পারবে না, ইকর্মাসে পারদর্শী হতে হবে। ইন্টারনেটেই যখন বাজার করা যায়, তখন পায়ে হেটেঁ যাবার দরকার কি?
  • Windows ব্যবহার করতে পারে, তাতে সমস্যা নাই কিন্তু ক্রাক কোড নিজেকেই খুঁজে নিতে হবে। আমার এতো টাইম নাই।
  • Facebook এ একাউন্ট থাকতে পারে, কিন্তু Twitter একাউন্ট থাকলে একদম না। ওইটা আমার দু’চক্ষের বিষ।
  • হাতের লেখা যা তা হউক সমস্যা নাই, তবে টাইপিং স্পীড যেন ত্রিশ শব্দের নিচে না হয়। আমার ড্রাফট করা ব্লগগুলো তো ওকেই লিখতে হবে।
  • Bing এর মতো প্রতিদিন রং পাল্টাইলে চলবে না, মেকআপের পিছনে এত টাকা পাবো কই? জিজ্ঞাসা করে নিয়েন Adsense এর কালার প্যালেট কি জানে তো?
  • টুকটাক হার্ডওয়ার আর ট্রাবলশুটিং জানলে ভাল হয়, আমি ওই ব্যাপারগুলি কম বুঝি কিনা?

আশা করি আপনারা আমার পছন্দ বুঝতে পারেছেন। যত শ্রীঘ্রই আপনার কাজটি শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের একাকিত্ব দূর হবে। আপনাদের কথা ভেবেই তো এত কিছু বলা। ওহ আরেকটা কথা, মেয়ের অবশ্যই অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে। ইয়াহু হলেও চলবে কিন্তু হটমেইল হলে খবর আছে।

ভাল থাকবেন।

ইতি,

হাসান

পোষ্টটি লিখেছেন জিন্নাত উল হাসান

http://bn.jinnatulhasan.com/2009/12/2464

তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।

ami shudhu copy pest kore apnader shathe share korlam.

Level 0

আমি মামুন হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চিঠিটা পড়ে মজা লাগল

Level New

হুম

Thanx Opu….
পড়ে সকালবেলাই প্রাণ খুলে হাসতে পারলাম…… 😀 😀 😀

JOTILLLLLLLLL

hahahha……..মজা পাইলাম

২ নাম্বারটা একটু বেশি বেশি লাগলো 🙂

পাত্রের চাহিদা অনুযায়ী পাত্রী পাওয়া গেলে সেই পাত্রী যে কি চাইবে পাত্রের গুনাগুণ হিসেবে, সেইটা জানতে পারলেই আরেকটি কমেডি তৈরী হবে 😛 পাত্রের জন্য সবাই দোয়া করেন, যোগ্য পাত্রী কিন্তু হাসানের সোর্স কোডের বাগ রিপোর্ট বানিয়ে ছাড়বে 😀

darun

জটিল ।

ভাইরে এই রকম বাঙালি মেয়ে বিয়ে করতে হইলৈ আরো ৫ বছর অপেক্ষা করতে হবে।

Level 0

এই ধরনের পোষ্ট শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….. খুবই মজা পেলাম…..