গুগল সংকল্প করেছে ইন্টারনেটে তার প্রতিপক্ষকে টিকতেই দেবেনা। কাছাকাছি ইয়াহু এবং বিং, এদেরকে মুছে ফেলাই গুগলের প্রধান লক্ষ্য। গুগল ম্যানেজমেন্ট ডেস্ক সর্বদাই নতুন কিছুর ভাবনা ভেবেই চলেছে এবং কিছুদিন পরে পরেই মনোরম ফিচার নিয়ে তারা হাজির কোটি কোটি নেটিজেনদের সামনে। প্রতিবারই নেটিজেনরা খুবই পছন্দ করছেন গুগলের নানান উপযোগী ফিচার। কিন্তু গুগল জানে তাদের প্রধান এক্সপার্টাইজ হল সার্চ ইঞ্জিন নিয়ে। নিচের ছবিতে সামান্য আঁচ করা যাচ্ছে যে গুগল কর্তৃপক্ষ তাদের লঙ টার্ম পলিসি হিসেবে কি কি চিন্তা করছে। খুব ভালো করে সার্চ অপশানগুলি দেখে নিন 😛
গুগল ইমেজ সার্চ দিয়ে এই ছবিটি খুঁজে পেয়েছি। আপনাদের সামনে হাজির করলাম। যারা ইতিমধ্যেই এই ছবিটি দেখেছেন, তারা মতামত প্রকাশ করুন, যারা নতুন দেখছেন, তারাও মতামত প্রকাশ করুন। সার্চ অপশানগুলি দেখেই আমার ভীষণ হাসি পেলো, তাই টেক হিউমার বিভাগেই এটা দিলাম।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
ওয়াটিং এ রইলাম……………………।।