অ্যাপেল ও স্যামসাং এর মধ্যে যে একটা স্নায়ুযুদ্ধ হচ্ছে তা আমরা সবাই জানি। যার প্রভাব ভোক্তাদের উপরও পড়েছে। আইফোনের মডেলগুলো নিয়ে এন্ড্রয়েড জগতে চালু আছে নানারকম কৌতুক। যেমনঃ আইফোন এর ক্রমান্বয়ে দৈর্ঘ্যে বড় হয়ে উঠা নিয়ে নানা হাস্যরস। এরকমই কিছু নমুনা নিচে দেয়া হল। এই ছবিগুলো আইফোন ৫ বের হবার আগে ও পরে বের করা। ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। অনুপ্রেরনায়, এন্ড্রয়েডকথন এর সজীব ভাইয়ের ব্লগ।
লম্বায় বড় হতে থাকা আইফোন
আইফোন ১০
আইফোন ১০ ও ১১
আইফোন ১১ এর ভ্যারিয়েশন
আইফোন ১২ ও ১৩
আইফোন ২০
আইফোন ৩০
আইফোন ৩০ এস
আইফোন ৫০ এর কয়েকটি ভার্সন
আইফোন ১৪ ও ১০০
আইফোন ১০১
আইফোন ২০০ ও ৫০০
আইফোন ৩০০ এস
আইফোন ১০০০
আইফোন এন
স্মার্টফোনের জগতে বিভিন্ন কোম্পানির টানটান প্রতিযোগিতা নিয়ে চলছে নানা কৌতুক। তারই একটা হল ডিসপ্লে সাইজ। এরকমই একটা রম্য ছবি নিচে দেয়া হল। নিজ দায়িত্বে অর্থ বুঝুন। সবাইকে ধন্যবাদ।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইফোন ২০ আর আইফোন ১০১ চরম লাগলো। শেয়ারিং এর জন্য ধন্যবাদ