Google Search Engine এ একটা সময় ছিল শুধু মাএ English এ সার্চ সুবিধা ছিল । কিন্তু বর্তমানে সার্চ বাংলায় সুবিধা চালু আছে তাই আমরা ইচ্ছে করলে বাংলায় সার্চ করতে পারি । আপনারা হয়তো এর মধ্যে ভাবছেন যে , এটি পুরাতন খবর হ্যা আসলেই এটি পুরাতন খবর । আমার বক্তব্য হচ্ছে আপনারা একবার দেখেছেন যে বাংলা সার্চ করার কি অসুবিধা যদি না দেখে থাকেন তা হলে একবার A চাপুন এবং দেখুন কি আসে , B চাপুন এবং দেখুন কি আসে C চাপুন এবং দেখুন কি আসে, D চাপুন এবং দেখুন কি আসে,M চাপুন এবং দেখুন কি আসে , T চাপুন এবং দেখুন কি আসে, P চাপুন এবং দেখুন কি আসে Y চাপুন এবং দেখুন কি আসে আর চাপতে হবে না । এবার বলুন বাংলা ভাষা বিশ্বে একমাএ আর্ন্তজাতিক মাতৃভাষা আর সেই ভাষায় সার্চ করলে কি আমার অপরাধ ? আসলে Google Search Engine এর কোন দোষ দেয়া কি ঠিক হবে ? “ না “ আসলে আপনাকে তথা আমাকে বদলাতে হবে ।আপনারা যারা S.E.O. করেন তাদেরকে বলছি এ লজ্জা আমরা রাখবো কোথায় ? আপনাদের বলছি আপনি বদলাতে শুরু করুন তা না পরবর্তি প্রজন্মের কাছে ছোট হয়ে থাকবেন ।
আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।
হা হা হা