ফেসবুক বিপ্লবে দেশ ভেসে যাওয়ার মতো অবস্হা, নানা ধরনের বিপ্লব, ভাষা সংক্ষেপের বিপ্লব, e-বাংলিস নামে নতুন ভাষা চালু (নোবেলের আবেদন করা যায় না), অলিতে-গলিতে ফেসবুক পেজ (সেগুলোর নাম FDC-র বাংলা ছবির চেয়েও নিকৃষ্ট), তবে সবাই একটা জিনিসই চায় -
নীচে এ রকম একটা পেজের কিছু চিত্র তুলে দিলাম ।
*** আচ্ছা ভাই, লাইক কি দেশে বিক্রি করা যায়? বা ডলার কামানোর কোন ব্যবস্হা আছে?
আমার খুব জানতে ইচ্ছা করে এরা এই লাইক দিয়ে কি করে?
Click on Image for Larger Size
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা লিখেছেন একদিকে কিছুটা ঠিক হলে হতেও পারে,কিন্তু আসলে শুধুমাত্র নেতিবাচক দিকি একতরফাভাবে প্রকাশে কোন মহত্ত আছে বলে মনে হচ্ছেনা।এই টাইপের পেজের বিপক্ষে অনেক ভালো পেজ ও পাওয়া যাচ্ছে।আর লাইক বা কমেন্ট চেয়ে এডমিনরা কতখানি ভুল করেন সেটা বোঝার বিষয়।নিজের পকেটের টাকা খরচ করে তারা অসম্ভব কস্ট করেই পেজে পোস্ট করেন,এটাও এখন এক ধরনের জনমতের মত কাজ করে।দেশের লাস্ট অনেকগুলো ইস্যু তে এডমিনদের কর্মসূচী প্রশংসার দাবি রাখে।হ্যা এটা ঠিক কিছু ক্ষেত্রে অতিরিক্ত হয়ে যায় তবে ঘরে সূর্যের আলো প্রবেশ করালে ধূলো প্রবেশের কথাও মাথায় রাখতে হবে।আমরা সামাজিক প্রাণী বলেই হয়তবা আমাদের এই কাছে থাকতে চাবার প্রবণতা।তাই প্রিয় অভিনেতার ছবির নিচে তার জন্য লাইক চাওয়াটা মনে হয় দোষের কিছু না।আর একটু ভাবলে মনে হয় আপনিও ধরতে পারবেন টাকা কামানোর জন্যই দেশের সব কাজ করা হয় না,তাহলে আবেগ নামের অন্য একটা কিছু থাকতো না।আমি নিজে এক সময় পেজ চালানোর কাজ করতাম তাই বুঝি আবেগটা।