একটি ফেসবুক পেজের আত্নকাহিনী – লাইকে দে, কমেন্ট দে!!!

ফেসবুক বিপ্লবে দেশ ভেসে যাওয়ার মতো অবস্হা, নানা ধরনের বিপ্লব, ভাষা সংক্ষেপের বিপ্লব, e-বাংলিস নামে নতুন ভাষা চালু (নোবেলের আবেদন করা যায় না), অলিতে-গলিতে ফেসবুক পেজ (সেগুলোর নাম FDC-র বাংলা ছবির চেয়েও নিকৃষ্ট), তবে সবাই একটা জিনিসই চায় -

লাইক দে, কমেন্ট দে

নীচে এ রকম একটা পেজের কিছু চিত্র তুলে দিলাম ।
*** আচ্ছা ভাই, লাইক কি দেশে বিক্রি করা যায়? বা ডলার কামানোর কোন ব্যবস্হা আছে?
আমার খুব জানতে ইচ্ছা করে এরা এই লাইক দিয়ে কি করে?

Click on Image for Larger Size

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যা লিখেছেন একদিকে কিছুটা ঠিক হলে হতেও পারে,কিন্তু আসলে শুধুমাত্র নেতিবাচক দিকি একতরফাভাবে প্রকাশে কোন মহত্ত আছে বলে মনে হচ্ছেনা।এই টাইপের পেজের বিপক্ষে অনেক ভালো পেজ ও পাওয়া যাচ্ছে।আর লাইক বা কমেন্ট চেয়ে এডমিনরা কতখানি ভুল করেন সেটা বোঝার বিষয়।নিজের পকেটের টাকা খরচ করে তারা অসম্ভব কস্ট করেই পেজে পোস্ট করেন,এটাও এখন এক ধরনের জনমতের মত কাজ করে।দেশের লাস্ট অনেকগুলো ইস্যু তে এডমিনদের কর্মসূচী প্রশংসার দাবি রাখে।হ্যা এটা ঠিক কিছু ক্ষেত্রে অতিরিক্ত হয়ে যায় তবে ঘরে সূর্যের আলো প্রবেশ করালে ধূলো প্রবেশের কথাও মাথায় রাখতে হবে।আমরা সামাজিক প্রাণী বলেই হয়তবা আমাদের এই কাছে থাকতে চাবার প্রবণতা।তাই প্রিয় অভিনেতার ছবির নিচে তার জন্য লাইক চাওয়াটা মনে হয় দোষের কিছু না।আর একটু ভাবলে মনে হয় আপনিও ধরতে পারবেন টাকা কামানোর জন্যই দেশের সব কাজ করা হয় না,তাহলে আবেগ নামের অন্য একটা কিছু থাকতো না।আমি নিজে এক সময় পেজ চালানোর কাজ করতাম তাই বুঝি আবেগটা।

    @Ochena Balok: ভালো পেজগুলোকে আমি must respect করি কিন্তু ভাই “সশরীরে অশরীরী” যে কথাটা বলেছেন সেটা তো অস্বীকার করার কোন পথ নাই । আমি এই কথাটায় বলতে চেয়েছি । অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের প্রয়োজনীতাকে যেন অতিক্রম না করে । এটা গুরুত্বর্পর্ণ ।
    আপনার আবেগে আঘাত করতে চাই নি, আশা করি ভাল থাকবেন ।

সহমত Ochena Balok এর সাথে ।

এমনিতেই তো Page গুলা দেয় Free Service, তার পরও যদি Like/Comment না পায় Page Owner-রা তাহলে কি Free Service দিতে তাদের ভাল লাগবে …!? আসলে Like/Comment Page Owner দের কাছে পরবর্তী Post-এর অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তাই ভাল Post গুলোতে Comment না হোক অন্তত পক্ষে Like দেওয়া উচিত.. 🙂

    @বাপ্পী: ভালো পেজগুলোকে আমি must respect করি কিন্তু ভাই “সশরীরে অশরীরী” যে কথাটা বলেছেন সেটা তো অস্বীকার করার কোন পথ নাই । আমি এই কথাটায় বলতে চেয়েছি । অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের প্রয়োজনীতাকে যেন অতিক্রম না করে । এটা গুরুত্বপূর্ণ । আপনি আশা করি একমত হবেন!

আর এই টিউনে তো হিউমার গুগোল দিয়া খুইজাও পাইলাম না,মাঝখান থেকে টিউনার তার টিউন সংখ্যা আরেকটা সফলভাবে বাড়িয়ে ফেলেছেন।যাইহোক ভাইজানের দেওয়া ট্যাগগুলা সুন্দর হইসে।

আমি টিউনার এর সাথে সম্পূর্ণ একমত। ইদানিং ব্যাঙ্গের ছাতার মত এসব গজিয়ে ওঠা পেজের সংখ্যা এতো বেড়েছে এদের কারণেই হোমপেজ ভর্তি। আর ” ছোটবেলায় কে কে —- ছিড়েছেন / মেয়েদের হ্যান সমস্যা- ত্যান সমস্যা / পৃথিবীটা বড় নিষ্ঠুর / অমুক জায়গায় বাশের পাতায় আল্লাহর নাম – তমুক জায়গার বিখ্যাত জিনিস কে কে খাইছেন / অমুক নায়িকার তমুকের সাথে গোপনে সাক্ষাত / ডাইনেরটা ভাল্লাগলে লাইক বামেরটা ভাল্লাগলে কমেন্ট / এই রাইতে কারা কারা জেগে আছেন লাইকান” — এই সব ফালতু জিনিস বাঙ্গালী আর খায়না। কিন্তু বলাই বাহুল্য ফেসবুকে এসব পেজের সংখ্যাই বেশি।
আমার স্পষ্ট মনে আছে এক পেজ থেকে একটা ছবি শেয়ার করছে “কাবা শরিফের উপরে ফেরেশতার ছবি” আর ক্যাপশন লিখছে ” যে ব্যাক্তি দেখার পরো শেয়ার করবে না সে নিরঘাত কাফির ছাড়া আর কিছু হতে পারে না।” — এটা দেখার পর একজন স্বাভাবিক মানুষ হিসেবে কে ঠিক থাকতে পারে ??
ইদানিং আবার দেখা যায় এক পেজ থেকে আরেক পেজের সাজেশন দেয়া হচ্ছে ” এরকম আরো অনেক মজার কিছু পাবেন অমুক পেজ এ- লাইক দিতে ভুলবেন না” আর সেই তমুক পেজ এও ফলাফল একই (ভাল্লাগলে লাইক দিয়েন কিন্তু)
এরকম Free Service দেয়ার নামে পাঠকদের বিভ্রান্ত করার মানে টা কি আমি বুঝলাম না।
মেধা-মনন-সৃষ্টিশীলতার মুল্য কখনো হারায়না- হারাতে পারেনা। মৌলিক লিখা, সুন্দর পোস্ট – সবসময় সর্বস্তরের পাঠকের জন্য রসদ, একজন সফল এডমিনের পরিচায়ক। ধন্যবাদ টিউনারকে।

thank you

Level 0

Valo kono othoba shikkhamulok page theke chaile mana jai. But ajaira page theke chaile mejaj kharap hoye jai.

ভালো পেজগুলোকে আমি must respect করি কিন্তু ভাই “সশরীরে অশরীরী” যে কথাটা বলেছেন সেটা তো অস্বীকার করার কোন পথ নাই । আমি এই কথাটায় বলতে চেয়েছি । অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের প্রয়োজনীতাকে যেন অতিক্রম না করে । এটা গুরুত্বর্পর্ণ ।

Level 2

অজ্ঞাত কারনে আমি কোন ইমেজই পাইলাম না সো নো কমেন্টস এন্ড নো লাইক অর ডিজলাইক!!!!!!!!!

অনেক ভাল পেজই আছে, তবে খারাপ এর সংখ্যাই বেশি, আর ভাল কিছু থাকলে লাইক ভিক্ষা করার কোন দরকার নেই এমনিই দেওয়া হয়, তবে সবচেয়ে বড় সমস্যা এই ১৮+ পেজগুলোর আপনি লাইক না করুন আপনার ফ্রেন্ড লাইক বা কমেন্ট করলেই আপনার হোমে আসে যার ফলে আপনার সাথে কেউ থাকলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। কিন্ত এই ফালতু পেজের এডমিন গুলোর গোবর মাথায় সেগুলো কোনদিনই আসবে না। এদের জ্বালায় সবার সামনে ফেবু খুলতে ভয় লাগে।