শততম পোস্ট লিখেছিলাম কিন্তু মনে হয় না ওই পোস্টটা আর কোনদিন দিতে পারব কারন জীবনে একবারই শততম পোস্ট হয় ।
একটা কাজে ব্যস্ত থাকায় অনেকদিন টেকটিউনস এ আসা হয় নাই।আজকে টেকটিউনস এ এসেই দেখি চরম বাজে অবস্হা দেখে অবাক হই নাই কারণ হইতে পারে এইরকম ।এটা কোন ব্যাপারনা।আমরা সবাই মানুষ আমাদের ভিতর আছে একটা অমানুষ মাঝে মাঝে অমানুষটা আমাদেরকে কাবু করে ফেলে ।আমরা হিংসা করি আমরা অহংকার করি।আমরা অহংকারে রাতে ঘুমাতে পারিনা আমরা হিংসায় ঘুমাতে পারিনা।
এই মূর্হুতে টেকটিউনস এ ঝগড়া শেষ কিন্তু আবার হবে এজন্য আমার এই পোস্ট তাই আমি কার দোষ কার পূর্ন্য এগুলো বলব না কারন আমি জানি মানুষ তার দোষ স্বীকার করেনা ।নিজের দোষ স্বীকার করা অনেক কঠিন কাজ সবাই পারেনা।
টেকটিউনস এ কেন টিউন করি জানেন???কারন টেকটিউনস এ একটা বন্ধুত্বপূর্ন পরিবেশ আছে ।এখানের মানুষগুলোকে আপন মনে হয় ।আমি টেকটিউনস ছাড়া আরও অনেক ব্লগেই লিখি ওইসব ব্লগে লিখার সময় ইচ্ছামত লিখি যা মনে চায় আর টেকটিউনস এ লিখার সময় সবসময় কোয়ালিটি টিউন করার চেষ্টা করি তাই বলে সবসময় পারিনা।আমার প্রথম দিকের টিউনগুলো অনেক বাজে ছিল দেখলেই বুঝতে পারবেন।কিন্তু এখন কার টিউনগুলো আগেরগুলো হতে মোটামুটি ভালই ।কিন্তু আমি যখন প্রথম প্রথম টিউন করতাম তখন আমাকে যদি বাঝে মন্তব্য করত তাহলে মনে হয় আজও রিডারই থাকত আর টিউনার হতাম না।প্রথম দিকে আমারও ভয় থাকত বাঝে মন্তব্য পাবার ভাবতাম বাঝে মন্তব্য পেলে আর টিউন করব না।এখন আর এইসব ভয় লাগেনা কারন ভালটাই দেবার চেষ্টা করি ।বাঝে মন্তব্য পেতে পারে এজন্য অনেক রিডার সারাজিবন শুধু টেকটিউনস রিড করেই যাচ্ছে অনেক কিছু দিতে চাইলেও আমাদের অমানুষটার জন্য দিতে পারতেছেনা।আমার এক বন্ধু সবসময় টেকটিউনস এ আসে কিন্তু বাঝে মন্তব্য পাবে বলে আজও টিউন করে নাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু রাজি হয়না।আমাদের বাঝে মন্তব্যের জন্য অনেক টিউনার টেকটিউনস ছেড়ে চলে গিয়েছে এতে ক্ষতি আমাদেরই হয়েছে।হায়রে আমরা।আচ্ছা আমরা কি বাঝে মন্তব্য না করে পরামর্শমূলক মন্তব্য দিতে পারিনা।??একটা কথা সবসময় মনে রাখবেন মানুষকে হিংসা ঘৃনা ,আঘাত ইত্যাদি করলেও মনে শান্তি আসে কিন্তু মানুষকে ঘৃনা আর হিংসা করার মাধ্যমে মনে অমানুষটার সাময়িক সময়ের জন্য শান্তি মিলে আর মানুষকে ভালবাসার মাধ্যমে নিজের আত্নার শান্তি মিলে।মানুষের ভালবাসা পাওয়া যায়।মানুষ ভালবাসা চায় যেখানে ভালবাসা সেখানে মানুষ ১ টা বাঝে মন্তব্য পেলে আর কারোই টিউন করতে ইচ্ছা করবেনা কিন্তু প্রশংসা পেলে আরোও ভাল কিছু দেবার চেষ্টা করবে।আর মন্তব্য ??ভাল টিউন করেন মানুষ আপনাকে মনে রাখবেই।অনেক টিউনার অনেকদিন টিউন করেনা কিন্তু তাদেরকে এখনও সবারই মনে আছে যেমন আমিনুল ইসলাম সজীব ,Microkatar ভাই ।আর একটা কথা এই কথাটা সারাজীবন মনে রাখবেন “নিজেকে সবার মত ভাববেন না /নিজের লেবেল এর সাথে সবাইকে চিন্তা করেবেন না।প্রতিটা মানুষ তার জ্ঞানে চিন্তা ভাবনায় আলাদা।আপনি ওয়েবডিজাইন জানেন তাই বলে কি সবাই জানে???তাই মন্তব্য দেবার সময় ব্যাপারগুলো খেয়াল রাখবেন আপনি কি বলতেছেন ”অনেকে দেখি নানা আইডি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় আমার হাসি আসে মানুষ নিজেকে কত চালাক ভাবে।আর কিছু বলার নাই সব শেষ।বুদ্ধিমানরা অবশ্যই ভুল থেকে শিক্ষা নেয় ।আর বোকারা ভূল আবার ভুল তারপর পুরা অমানুষ।
আসেন আমরা সবাই টেকটিউনস কে ভালবাসি আমরা সত্যিকারের মানুষ হবার চেষ্টা করি সত্যিকারের মানুষ হওয়া অনেক কষ্টের কাজ।হিংসা জিনিসটা যেদিন ৭০% কন্টোল করতে পারবেন সেদিনই পূর্নাজ্ঙ মানুষ হতে পারবেন।বাকী ৩০% থাকবেই এইটা বেসিক ।কথা বললে অনেক কিছু বলা যায়।বলবনা শেষ একটা কথাই বলি যদি কাউকে আপনার পছন্দ না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ।আমার নিজেরও অনেকের মন্তব্য বিরক্ত লাগে কিন্ত এটা আমার ব্যক্তিগত বিরক্ত।এজন্য আমারটা আমার কাছেই থাক পাবলিকলি প্রকাশ করার কি দরকার।??
সবাই ভাল থাকবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
বড় বড় টিউনাররা একটু সংযোমী হলে প্রতিটা মানুষের ভিতরে একটা অমানুষ তৈরি হবে না।