অর্থনীতিতে আবার নোবেল হয় কেমনে? এই প্রতারনা আর কতদিন চলবে?

বেশকিছুদিন যাবত টিউন করছিনা কিন্তু গত কয়েকদিন থেকে একটি কথা শুনে আসছি যে কারনে এর বিষয়ে না লিখে পারলাম না। সেটি হল নোবেল পুরস্কার দেয়ার পর থেকে শুনছি অর্থনীতিতে নোবেল পুরস্কার নিয়ে। নোবেল পুরস্কার অর্থনীতিতেও দেয়া হয় নাকি এমন বিভ্রান্তিকর তথ্য মিডিয়াতে শুনছিই।

questions

আমি ঠিক বুঝতে পারছি না অর্থর্নীতিতে আবার নোবেল পুরস্কার হয় কিভাবে? নোবেল পুরস্কার হচ্ছে সেগুলো যেগুলো আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী প্রথম থেকে দেয়া হচ্ছে। কিন্তু অর্থনীতি তার মধ্যে নয়। ১৯৬৯ সাল থেকে নোবেল এর পাশাপাশি এই বিষয়টিতেও দেয়া হয় পুরস্কার। যার কারন ব্যাংক অফ সুইডেন অর্থাৎ নেবেল এর সকল অর্থ যেখানে জমা আছে তারা এর থেকে এতটাই লাভবান হয়েছে যে তারা নোবেল এর পাশাপাশি এই পুরস্কারটিও প্রবর্তন করে। এটি ব্যাংক অফ সুইডেন কতৃক দেয়া একটি পুরস্কার নোবেল পুরস্কার নয়। এমনকি নিজেকে নোবেল বিজয়ী দাবী করায় অমর্ত্য সেন ভারতে মামলার স্বীকারও হয়েছেন।এ ব্যাপারে আর যেন বিভ্রান্তি না ছড়ায় ।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তবে কি ড: ইউনুস সাহেবের নোবেল অর্জনও অযৌক্তিক????

    Level 0

    ড. ইউনুসের নোবেল অযৌক্তিক হবে কেন। উনিতো নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন।

    @শাকিল ভাই, গত শুক্রবারের অন্য আলোতে এ বিষয়ে লেখা পড়লাম।

    @ninoman_shk ভাই আমি কি কইলাম আর আপনে কি বুঝলেন তবে সালেহ ভাই মনে হয় আপনার উত্তর দিয়ে দিছে।

    @ সালেহ ভাই অন্য আলোর কথা বলতে পারব না তবে যদি পারেন লিংক দিন দেখি। আমি ব্যাপারটি জেনেছি অমর্ত্য সেনের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল তখন যা আরো ৫-৬ বছর আগের কথা। ধন্যবাদ আপনাকে।

আরে ভাই নতুন জিনিস জানাইলেন…।।আমি তো জানতাম এই টাও নোবেল প্রাইজ………।।ধন্যবাদ শাকিল ভাই

Level 0

অর্থনীতিতে যে প্রাইজ দেয়া হয় সেটি Sveriges Riks bank দিয়ে থাকে এবং এটি জনাব Alfred Nobel এর সম্যানে একই অনুষ্ঠানে দেয়া হয়। এই প্রাইজটি স্বাভাবিকভাবে নোবেল প্রাইজ এর সাথে একিভূত করা হয়েছে ১৯৬৮ সালে এবং প্রথম দেয়া হয় ১৯৬৯ সালে।

Level 0

hmmm, evabe kokhono vebe dekhi nai, thanks Shakil vai for the tune.

http://techpark.webnode.com/
All sorts laptops@Affordable price

শাকিলা ভাই আজ মনে করলাম আপনি কেন টিউন করছেন না তা ফেসবুকে জানতে চাইব।কিন্তু টেকটিউনসে এসে দেখি এই টিউন।

Thanks for the Info.

আসলেইতো অর্থনীতিতে আবার নোবেল হয় কেমনে…?