হ্যাঁ এটা সম্ভব।আমেরিকান মহাকাশ সঙস্হা নাসা ২০১১ সালে রোভার নামে মহাকাশ যান পাঠাচ্ছে আর আর এজন্য মাগনা মঙ্গল গ্রহে যাবার সুযোগ হয়েছে।সুতরাঙ দেরি না করে নিচের লিঙকে ক্লিক করুন এবঙ রেজিষ্টেশন করুন তারপর আপনাকে একটি Certificate দিবে আপনি শুধূ view and print এ ক্লীক করে প্রিন্ট করে এটি রেখে দিন।অথবা পেইজটি সেভ করে রেখে দিন।পরে প্রিন্ট করে নিলেই হবে। আপনাকে নাসা হতে সব জানানো হবে।আশা করি বাঙলাদেশও একদিন মহাকাশ যান পাঠাবে আর টেকটিউনস ফ্যামিলির সবাই ওই যানে বসে মঙল গ্রহে যাব।আর আরেকটি কথা রেজিষ্টেশন করা সবার নাম একটি চিপসে করে মঙল গ্রহে পাঠানো হবে।
এই লেখাটি আমি ডাফ্ট করে রেখেছিলাম একটু আগে দেখলাম সামুতে কেউ একজন এই বিষয়টা নিয়ে পোস্ট দিয়েছে ।তাই বিভান্তির সুয়োগ নাই
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
সামনে ঈদ আসতাছে। বাড়ীত ক্যামনে যাইবেন হেই চিন্তা করেন।