বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের কার্ড রিচার্জ হ্যাকিং করুন

আমার এক বন্ধু, যে বুয়েটের সিএসই’র ছাত্র, সে আমাকে এই পদ্ধতি শিখাইছে।
আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র মাসের ২৭ এবং ২৮ তারিখ।
তখন তাদের সিস্টেম আপগ্রেড হয়। এই পদ্ধতি আপনি অনুসরণ করলে আপনার মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ হবে!
নিচের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করুন। কোনভাবেই কোন ভুল করা যাবে না।

ধাপসুমহঃ

১) ৭৪৮৩৯ তে ডায়েল করুন। আপনি অনেকগুলো বীপ শুনতে পাবেন। তবে ৬ষ্ঠ বীপ শুনার পর আপনার মোবাইলে৫৯৮৮ চাপুন।
২) এরপর আপনি একটি নারী কন্ঠ শুনতে পাবেন। সেই কন্ঠের কথা শেষহওয়া মাত্রই ৫৫৫ চাপুন।
৩) এরপর আপনি ১৬ ডিজিটের যে কোন নম্বর চাপুন। তবে খেয়াল রাখুন কোন নম্বর যেন পরপর ৩ বার এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের বেশি না আসে।
৪) এখন সিস্টেম প্রায় ১ মিনিট সময় নিবে। এ সময় আপনি কিছু করার দরকার নেই।
৫) এর পর আপনাকে আবার ৬৬৬ চাপতে বলবে। তখনই আপনি ৫৫৫ চাপুন
৬) মনে রাখবেন ৫৫৫ চাপার পর একটি নারী কন্ঠ আপনাকে কিছু নির্দেশ দিবে। আপনি সেগুলো পালন করবেন না। এটা সিস্টেমকে হ্যাকদের কাছ থেকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি
৭) নারী কন্ঠের কথা শেষ হওয়া মাত্র আপনি আপনার মোবাইল নম্বর চাপুন।
৮) এরপর আপনাকে # চাপতে বলবে। আপনি # চাপুন।
৯) এরপর ১ চেপে কলটি শেষ করুন। এরপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। মেসেজে লিখা আছেঃ
.
.
.
.
“ পৃথিবীতে কোন কিছুই ফ্রী নয়। টাকা দেন কথা বলেন!! ”

টিউনটি একটি ফেইসবুক পেইজ সংগ্রহীত

ভালো লাগলো এবং এই জোকস থেকে একটি শিক্ষণীয় ব্যপার আছে তা হল আমাদের মাঝে অনেকেই অনলাইনে আয়ের জন্য অনেক ভুল পথে এবং কিছু ফ্রী পাবার জন্য নিজের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলে তাই এটি শেয়ার করলাম 😛

আশা করি সবাই মজা পেয়েছেন। মজা পেলে কমেন্ট করতে ভুলবেননা।

আর ভাই আপনার সময় নষ্ট করে থাকলে মাফ করে দিবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

জটিল লাগলো ভাই মজা পাইসি……………

    আমিও কঠিন মজা পাইছি 😛 @Ni:

    @Ni:
    আপনি এ http://www.emobileload.com সাইটিতে যেতে পারেন।
    এখানে অনলাইনে বাংলাদেশের সকল আপারেটরের মোবাইল ফোন রিচার্জ করা হয় , AlertPay, Skrill (Moneybookers) এবং Liberty Reserve একাউন্টের মাধ্যমে।
    http://www.emobileload.com

    মজা পাইসি………

vaire. ja asa nia porcilm….ish jdi sotti hoto………….
thanx for “hasaning”

Ami agae comment pori tar por main post…;)
Tai main post ta pori nai…

shala fouler foul….ja beta vag….

    ঐ মিয়া টিউন পইরা কমেন্ট করছো নাকি না পরে ??? তোমার মত আবুল মার্কা পোলারাই এই ফাদে পরে @Duhsopner rajputro:

ha ha ha 😀

Level 0

good

Level 0

27-28 tarik asuk tarpor dekhbo free paile valo kintu taka katbe na to?

tune er head line pore mone koricilam aj theke net er bill theke baclam……..kintu…..
tobe kub moja paisi…

Level New

আশাহত করলেন ভাই ।তবে একদিন না একদিন সম্ভব হবে ।কোম্পানিগুলো আমাদের বেশি ঠকাচ্ছে ।

miah….tune poirai comments korchi…toy techtunes e emon BOLOD marka tune porbo asha kori nai….ja korba buijha korba…..ekhane fajlami likha porte asi nai.

    এই টিউনটি একটি শিক্ষামূলক টিউন হিসাবে করা হয়েছে। আর আপনার ভাষা ব্যবহার শুনে বুঝাই যাচ্ছে আপনি কোন ক্যাটাগরির ছেলে 😀 @Duhsopner rajputro:

    @Duhsopner rajputro: মিয়া, বলদ মার্কা কমেন্ট করেন ক্যান? ট্রাই মাইরা মেজাজ খারাপ হইছে মনে হয়! তা টেক হিউমার বিভাগটাযে মশকরা করার জন্যই তৈরী করা হয়েছে সেটা জানেন না? নাকি হিউমার মানেই বুঝেন না? টেকটিউনসে কি আপনার মত বলদদের কমেন্ট পড়ে মেজাজ নষ্ট করতে আসি?

শিক্ষামূলক টিউন!!!!! এতে কী এমন শিক্ষা ছিলো? এটা একটা জোকস বলা যায়। কোনটা জোকস আর কোনটা শিক্ষা তাও বোঝালা না……তো ক্যাটাগরির কি বোঝবা? যাক, এমন টিউন করে এতো ভাব নিয়ো না…।।

Level 0

agreed with Duhsopner rajptor but language ta aktu valo hote parto to sabbir

Level 0

হাওয়া বাতাস তো ফ্রী। মজা পাইলাম

Level 0

moja dilen valo kotha, tag a ” hacking tricks, ফ্রী, হ্যাকিং” ai ta lagiyesen keno?hacking sara onno tag lagaten!!

বেটা তুই আমার সমই ন কযদফবডফশবযদক্সফ

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন খুবই সুন্দর……… মোবাইল রিচাজ-এর সম্বন্ধে নতুন নতুন টিপশিখলাম….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

vie oy tune ta ato bad cee a,,,avavabe user dar tokano,,,,,,cee

Level 0

achodar bal tui.

Thank for fun

Level 0

ami eita diya arek jon k dhora khaaoaisi…

Level 0

super like

Level 2

A porgonto ……takt kamici hack kory

Level 3

আপনি হলেন হিটলারের শত্রু। হিটলার জার্মানিতে ক্রিকেট কেন নিষিদ্ধ করেছে জানেন? তার একটা শানে নুজুল আছে সেটা আপনি জানেন না, আশা করি জানলে এই ধরনের অহেতুক ঠাট্টা করতেন না। আর কাউকে বাঁশ দিতে গেলে মনে মনে বাঁশ নেওয়ার জন্য প্রস্তুতি রাখা ভাল কারন বিজ্ঞানী নিউটনের তৃতীয় সুত্র তাই বলে। ভাল করে হিটলার এবং নিউটনের জীবনী জেনে নিন।

Level 0

ভাই জোকস পরার তো অনেক সাইট আছে।techtunes এ এসেও যদি জোকস পরি তাহলে তো ভাল লাগবে না।

Level 0

vai oi site e jan apni just jokes porte………..ar ekhane apnake joker banano holo……bytheway just mobile ta hate tultecilam……last muhurte dekhi ha ha ha……..valo laglo

Level 0

Vi Ami to Pora ses korar Pur bay ৭৪৮৩৯ chap d c

Valo e laglo, But TT er maddhome onek essential data peye thaki, So, Writer ke bolbo TT er weight loss na koranor jonno.