আমার এক বন্ধু, যে বুয়েটের সিএসই’র ছাত্র, সে আমাকে এই পদ্ধতি শিখাইছে।
আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র মাসের ২৭ এবং ২৮ তারিখ।
তখন তাদের সিস্টেম আপগ্রেড হয়। এই পদ্ধতি আপনি অনুসরণ করলে আপনার মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ হবে!
নিচের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করুন। কোনভাবেই কোন ভুল করা যাবে না।
ধাপসুমহঃ
১) ৭৪৮৩৯ তে ডায়েল করুন। আপনি অনেকগুলো বীপ শুনতে পাবেন। তবে ৬ষ্ঠ বীপ শুনার পর আপনার মোবাইলে৫৯৮৮ চাপুন।
২) এরপর আপনি একটি নারী কন্ঠ শুনতে পাবেন। সেই কন্ঠের কথা শেষহওয়া মাত্রই ৫৫৫ চাপুন।
৩) এরপর আপনি ১৬ ডিজিটের যে কোন নম্বর চাপুন। তবে খেয়াল রাখুন কোন নম্বর যেন পরপর ৩ বার এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের বেশি না আসে।
৪) এখন সিস্টেম প্রায় ১ মিনিট সময় নিবে। এ সময় আপনি কিছু করার দরকার নেই।
৫) এর পর আপনাকে আবার ৬৬৬ চাপতে বলবে। তখনই আপনি ৫৫৫ চাপুন
৬) মনে রাখবেন ৫৫৫ চাপার পর একটি নারী কন্ঠ আপনাকে কিছু নির্দেশ দিবে। আপনি সেগুলো পালন করবেন না। এটা সিস্টেমকে হ্যাকদের কাছ থেকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি
৭) নারী কন্ঠের কথা শেষ হওয়া মাত্র আপনি আপনার মোবাইল নম্বর চাপুন।
৮) এরপর আপনাকে # চাপতে বলবে। আপনি # চাপুন।
৯) এরপর ১ চেপে কলটি শেষ করুন। এরপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। মেসেজে লিখা আছেঃ
.
.
.
.
“ পৃথিবীতে কোন কিছুই ফ্রী নয়। টাকা দেন কথা বলেন!! ”
টিউনটি একটি ফেইসবুক পেইজ সংগ্রহীত ।
ভালো লাগলো এবং এই জোকস থেকে একটি শিক্ষণীয় ব্যপার আছে তা হল আমাদের মাঝে অনেকেই অনলাইনে আয়ের জন্য অনেক ভুল পথে এবং কিছু ফ্রী পাবার জন্য নিজের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলে তাই এটি শেয়ার করলাম 😛
আশা করি সবাই মজা পেয়েছেন। মজা পেলে কমেন্ট করতে ভুলবেননা।
আর ভাই আপনার সময় নষ্ট করে থাকলে মাফ করে দিবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
জটিল লাগলো ভাই মজা পাইসি……………