বিজ্ঞানের বিভিন্ন যুগান্তকারী সুত্রের আবিস্কারের জনক বিজ্ঞানী নিউটনকে চেনেন না, এমন মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া দুষ্কর। আমার আজকের এই কাহিনী বা গল্প প্রসিদ্ধ বিজ্ঞানী নিউটন ও তার এক বন্ধুকে নিয়ে। বিজ্ঞানী নিউটন তার এই বন্ধুর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ, আলোচনা এবং তর্ক বিতর্ক করতেন। একবার নিউটন ও তার বন্ধুর মধ্যে একটি বিষয় নিয়ে তুমুল বিতর্ক বেঁধে গেলো, আর বিতর্কের বিষয় ছিল ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। আর বিজ্ঞানী নিউটনের ঐ বন্ধু ছিলেন ঘোর নাস্তিক। নিউটন তার এই বন্ধুকে বিভিন্ন ভাবে বুঝাতে চাইলেন যে, ঈশ্বরের অস্তিত্ব আছে, কিন্তু তার ঐ বন্ধু কিছুতেই বিষয়টি মানতে রাজি নন। তুমুল বিতর্কের এক পর্যায়ে বিজ্ঞানী নিউটন তার বন্ধুকে বললেন ঠিক আছে, আমি কোন এক দিন তোমার বাসায় যেয়ে তোমাকে হাতে কলমে ঈশ্বরের অস্তিত্ব প্রমান করে দিয়ে আসব, তার বন্ধুটিও এ বিষয়ে একমত হলেন।
কোন একদিন দুপুরে বিজ্ঞানী নিউটন তার ঐ বন্ধুটির বাড়িতে যেয়ে উপস্থিত হলেন। নিউটনের ঐ বন্ধুটির শখ ছিল মাটি দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি বানানো, নিউটন যখন উপস্থিত হলেন তখনো তিনি একটি মূর্তি তৈরির জন্য মাটির কাঁথ প্রস্তুত করছিলেন। দুপুরের খাবার সময় হয়ে এলে তাদের জন্য ভৃত্য খাবার পরিবেশন করল। বন্ধুটি নিউটনকে বললেন, তুমি একটু অপেক্ষা কর, আমি গোসল করে এসে দুজনে মিলে খাবার খাব। এই বলে নিউটনের বন্ধুটি গোসল করতে চলে গেলেন। এই ফাঁকে বিজ্ঞানী নিউটন মাটির কাঁথ দিয়ে একটি কিম্ভূত মূর্তি তৈরি করে রেখে, দুজনের জন্য রাখা খাবার একাই খেয়ে ফেললেন। নিউটনের বন্ধুটি গোসল সেরে এসে এসব দেখে হতভম্ব হয়ে নিউটনকে প্রশ্ন করলেন এসব কে করেছে ? উত্তরে নিউটন বললেন কেউ করেনি, এমনিই এরকম হয়ে গেছে। বন্ধুটি বললেন অসম্ভব, কেউ না বানালে এমনিই এমনিই মূর্তি তৈরি হয়না আর খাবারও কেউ না খেলে আপনিই অদৃশ্য হয়না। তখন বিজ্ঞানী নিউটন বললেন সামান্য মাটির মূর্তিই যখন নিজে নিজে তৈরি হতে পারে এটা যখন তুমি মানতে পারছনা, তখন এই বিশাল বিশ্ব জগত কেউ না তৈরি করলে, এমনিই তৈরি হয়েছে এটা বিশ্বাস করছ কিভাবে? তখন বিজ্ঞানী নিউটনের বন্ধুটি মানতে বাধ্য হলেন যে, সব কিছুরই সৃষ্টিকর্তা রয়েছে।
গল্পটি আমি এক কঠোর যুক্তিবাদী ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম। সত্যই গল্পটি বিজ্ঞানী নিউটনের কিনা, তা যাচাইয়ের ভার পাঠকদের হাতেই ছেড়ে দিলাম।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami o sunci but kototuku sotto ta jani na!:)