নকিয়ার দূর্দান্ত ৫জি প্রযুক্তির নতুন স্মার্টফোন নকিয়া ৮.২ মডেলের ৫জি আসছে ২০২০ সালে।
ফোনটির বৈশিষ্ট্য সমুহ:
নকিয়া এবং কোয়াল্কম যৌথভাবে বাজারে আনতে যাচ্ছে ৫জি নেটওয়ার্কের নকিয়া ৮.২ (NOKIA 8.2 5G) স্মাটফোন
এতে কোয়াল্কমের স্ন্যাপড্রাগন সেভেন সিরিজের হাডওয়্যার ব্যবহুত হবে। আমরা এই মোবাইলটি ২০২০ সালের প্রথমে না হলেও মাঝামাঝিতে বাজারে বাজারে পাওয়া যাবে। যা এমডব্লিউসি বা মেলবোর্ন ওয়ার্ল্ড কনসার্নে উন্মোচন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
নকিয়া ৮.২ নামে আভিহিত হবে কারণ একটি মধ্যম বাজেটের মোবাইল ফোন। তারা তাদের পূর্বের নকিয়া ৮.১ ফোনটিকে আপগ্রেড করে বাজারে আনতে পারে নকিয়া ৮.২ ৫জি মোবাইল ফোন।
এবং এটিতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৭৬৫ ব্যবহার করা হতে পারে।
ফোনটিতে যেহেতু ৫জি নেটওয়ার্ক প্র্রযুক্তি ব্যবহার হবে তাই এই মোবাইলে পাওয়া যাবে সুপার ফাস্ট ইন্টারনেট সেবা যা আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা।
এখন দেখার পালা নকিয়া তাদের এই মোবাইলটি কবে উন্মোচন করে।
আমি আসলাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।