হ্যালো সবার কি অবস্থা? আশাকরি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর নতুন টিউন টিপস এন্ড ট্রিক্স ইনফরমেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ল্যাপটপের বা মাদারবোর্ড বা প্রিন্টার এর ড্রাইভার সফটওয়ার হারিয়ে ফেলেন। তারা অধিকাংশ সময়ই ড্রাইভার প্যাক সলিশন নামে একটা বিশেষ সফটওয়ার ব্যবহার করেন। তাতেকরে অনেক মেগাবাইট খরচ হয় এবং সব সফটওয়ার সাপর্টও করে না।
অনেক সময়ই ল্যাপটপ এর ঝামেলা হয়। তখন আপনার ল্যাপটপের নিজস্ব যে অরিজিনাল ড্রাইভার আপনার ল্যাপটপ কম্পানি আপনাকে দিসিলো সেটাই ইন্সটল করা লাগে। কিন্তু তথন আপনারা সেটা অনলাইনে খুঁজেহ পান না।
আজকে সেই ট্রিক্সটাই দেখাবো কিভাবে আপনার ল্যাপটেপর মডেল দিয়ে সার্চ করে আপনার ল্যাপটপের অরিজিনাল ড্রাইভার ডাউনলোড করবেন।
ত চলুন ভিডিও টি দেখে নেই: https://www.youtube.com/watch?v=6pccFTH5Rbw
আমি আহনাফ সেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।