হোষ্টিং ছাড়া ফ্রিতেই হাই সিকিউরিটি আনলিমিটেড ব্যান্ডউইথ প্রিমিয়াম পারসোনাল ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট তৈরি করুন হ্যাকিং করা ইমপসেবল

এতক্সনে ত সব বুঝেই গেছেন সবাই। কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।  আজ দেখাবো কিভাবে ফ্রিতে পারসোনাল ওযেবসাইট খুলবেন। টাকা পয়সা ছাড়া। আর কিছু আইডিয়া দিবো কিভাবে ফ্রিতেই পারসোনাল ওয়েবসাইট বানানো বেশি ভালো। কারন আজ আমি যেটি দেখিয়েছি সেটাতে হোষ্টিং খরচ লাগবে না চিরজীবনেও। আর সাবডোমেন পাচ্ছেন সম্পূর্ন ফ্রি। এখানে টাকা পয়সার কোন কাজ নেই।  আর হ্যাংক করা ইমপসেবল। কারন এটা যেন তেন সার্ভার না, গুগলের সার্ভার। আইডিয়াটা ভিডি আকারে দিচ্ছ। তবে তিমের বেশ কিছু কাষ্টমাজেশন আছে। এটা করতে পারলে আপনার ওয়েবসাইট হবে চরম একটা ওযেবসাইট। সেটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে কাষ্টমাইজেশন কিভাবে করবেন সেটা আজ দেখিয়েছি। সেজন্য ভিডি টা লম্বা হয়ে গেছে ৩০ মিনিটের ভিডিও। যারা দেখতে চান ট্রিক্স বা আইডিয়াটি তারা অপক্ষো না করে এখনি দেখুন কিভাবে ফ্রিতে ওয়বসাইট বানানো যায়।

ভিডিও লিংক: https://youtu.be/PEtWItx87hk

Level 0

আমি বসির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস