কেমন আছেন ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা সমাধান নিয়ে। প্রায়ই দেখা যায় আমরা উইন্ডোস আইএসও ফাইল সহ বড় বড় গেমস যখন প্রেন ড্রাইভে করে এক পিসি থেকে অন্য পিসিতে নিতে যাই তখন ঝামেলা সৃষ্টি হয়। তখন দেখা যায় কপি হচ্ছে না। অর্থাত পেনড্রাইভে গেমস বা ফাইল টি ট্রান্সফার হচ্ছে না। তখন এরকম একটি লেখা আসে "The file is too large for the destination file system"
অনেকটা এরকম চিত্রর মত। পেন ড্রাইভে যায়গা থাকলেও এই সমস্যা হয়। ৪জিবির নিচের ফাইল ট্রন্সফার হলেও ৪ জিবির বড় ফাইল ট্রান্সফার হয় না। যারা এধরনের সমস্যায় পড়েন তাদের জন্য আজ সমাধান নিয়ে আসলাম। নিচে ভিডি দিচ্ছি। দেখুন। হয়ত কোন দিন সমস্যায় পড়তেও পারেন। তাই শিখে রাখাই বেটার।
আমি সোলাইমান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।