কাছাকাছি এলাকায় থাকলেও সবার সঙ্গে পরিচয় বা বন্ধুত্ব আর হয়ে ওঠে না। শহরে নতুন এলে তো কথাই নেই, আশপাশে থাকা ভালো স্কুল, কলেজ বা রেস্তোরাঁর তথ্যের পাশাপাশি কোন মার্কেট বা শপিং মলে ভালো পণ্য পাওয়া যায় তা জানতে বেশ ঝামেলা পোহাতে হয়। সমস্যা সমাধানে অঞ্চলভিত্তিক সামাজিক যোগাযোগের অ্যাপ নেইবারলি চালু করেছে গুগল। শুধু ভারতের জন্য তৈরি অ্যাপটির মাধ্যমে নিজের অবস্থানের আশপাশের বিভিন্ন তথ্য জানতে চাওয়া যায়। পরিচিত বা অপরিচিত অন্য ব্যবহারকারীরা সে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের মধ্যে মিলে যায় এমন বিভিন্ন তথ্য বা পোস্টও জানা যায়। প্রাথমিকভাবে ভারতের দিল্লি ও বেঙ্গালুরুতে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই হায়দরাবাদ, চেন্নাই এবং কলকাতায়ও ব্যবহারের সুযোগ মিলবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : সিএনএন
আমি মো সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।