ফেসবুক তাদের মেসেঞ্জারে ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য নতুন কিছু ফিচার যুক্ত করার আশ্বাস দিয়েছে।
এ বছরের মে মাসে ফেসবুক তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ সংস্করন এর কথা জানিয়ে ছিল।
তাদের উক্ত সংস্করন এখন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছে। ফেসবুক বলছে ভবিষ্যতে তাদের এসব ফিচার আরো উন্নত হবে।
ফেসবুক এর এ সংস্করণ এ ব্যবহার কারীরা ৩টি ট্যাব দেখতে পারছে।
৩টি ট্যাব হলোঃ চ্যাটস, পিপল এবং ডিস্কভার।
ব্যবহারকারীরা চ্যাটস ট্যাব এর মাধ্যমে কথোপকথন চালাতে পারবে।
পিপল ট্যাব এর মাধ্যমে বন্ধু এবং স্টোরিস দেখতে পারবে।
ডিস্কভার ট্যাবের মাধ্যমে ব্যাবসায়িক তথ্য ও তাদের সাথে যোগাযোগ করেত পারবে। খবর পড়া ও গেম খেলার সুবিধা থাকবে এ ট্যাবেই।
ফেসবুক তাদের আক বিবৃতিতে জানিয়েছে, মেসেঞ্জার এ যে পরিবর্তন এনেছে তা খাপ খাইয়ে নিতে ব্যবহারকারীদের কিছুদিন সময় লাগবে।
তাই মেসেঞ্জার ৪ ভাগে ভাগ করে আপডেট করা হচ্ছে। ভবিষ্যতে আরও সুবিধা আনা হবে। যার মধ্যে ডার্ক ফিচার হবে অন্যতম।
আর্টিকেলটি লেখা হয়েছে Mytimebd.us এর সৌজন্যে।
আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।